ETV Bharat / bharat

এক বছরের জন্য কোনও নতুন প্রকল্প নয় : কেন্দ্রীয় অর্থমন্ত্রী - সীতারমন

বিভিন্ন প্রকল্পের অনুমোদন চেয়ে চাপ বাড়ছিল অর্থমন্ত্রকের উপর । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিল, নতুন কোনও প্রকল্পের অনুমোদন এখন দেওয়া যাবে না ।

No New Schemes For A Year: Government As Coronavirus Cases Rise
এক বছরের জন্য কোনও নতুন প্রকল্প নয়, নির্মলা সীতারমণ
author img

By

Published : Jun 5, 2020, 2:13 PM IST

Updated : Jun 5, 2020, 2:53 PM IST

দিল্লি , 5 জুন : আগামী এক বছরের জন্য নতুন কোনও সরকারি প্রকল্প নয় ৷ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ব্যয়ের ক্ষেত্রে আরও জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয় অর্থমন্ত্রকের তরফে ৷ আজ অর্থমন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ় ও আত্মনির্ভর ভারত অভিযানের ক্ষেত্রে খরচের অনুমতি পাওয়া যাবে ৷ এছাড়া অন্য কোনও প্রকল্পের অনুমতি দেওয়া হবে না ।

প্রসঙ্গত, এর আগে অন্য মন্ত্রকের তরফে বিভিন্ন প্রকল্পে আর্থিক অনুমোদনের জন্য অর্থমন্ত্রকের কাছে আবেদন করা হয়েছিল । এরপরই বার্তা দেয় অর্থমন্ত্রক ৷ আজ একটি বিবৃতিতে বলা হয়, COVID-19 প্যানডেমিকের সময়ে এই প্রকল্পগুলির আবেদন প্রশংসনীয় ৷ তবে, বর্তমান আর্থিক পরিস্থিতিতে কোনওভাবেই সেই প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া যাবে না ৷ বিবেচনা করে ছাড়পত্র দেওয়া হবে ৷ আজ নির্মলা সীতারমন বলেন, আর্থিক বাজেটের আওতায় ইতিমধ্যেই অনুমতি পাওয়া প্রকল্পগুলিও 31 মার্চ পর্যন্ত স্থগিত থাকবে । এই নতুন নিয়মের ব্যতিক্রম হলে তা কেন্দ্রীয় ব্যয় সংক্রান্ত দপ্তর থেকে ছাড়পত্র লাগবে ৷

আজ দেশজুড়ে একদিনে রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে কোরোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সংক্রমণের সংখ্যা 9,851 ও মারা গেছেন 273 জন । বর্তমানে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 26 হাজার 770 ৷ কোরোনা ভাইরাসে সংক্রমণের ক্ষেত্রে ভারত বর্তমানে সপ্তম স্থানে ৷ অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়া, ইংল্যান্ড, স্পেন ও ইতালির পরেই এখন ভারত সবথেকে ক্ষতিগ্রস্ত দেশ । মৃত্যুর ক্ষেত্রে, ভারত দ্বাদশ স্থানে রয়েছে ৷ কোরোনামুক্ত হওয়ার ক্ষেত্রে ভারত অষ্টম স্থানে রয়েছে । অন্যদিকে, সক্রিয় কোরোনা আক্রান্তের ক্ষেত্রে ভারত শীর্ষস্থানীয় 5 টি দেশের মধ্যে অন্যতম ।

দিল্লি , 5 জুন : আগামী এক বছরের জন্য নতুন কোনও সরকারি প্রকল্প নয় ৷ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ব্যয়ের ক্ষেত্রে আরও জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয় অর্থমন্ত্রকের তরফে ৷ আজ অর্থমন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ় ও আত্মনির্ভর ভারত অভিযানের ক্ষেত্রে খরচের অনুমতি পাওয়া যাবে ৷ এছাড়া অন্য কোনও প্রকল্পের অনুমতি দেওয়া হবে না ।

প্রসঙ্গত, এর আগে অন্য মন্ত্রকের তরফে বিভিন্ন প্রকল্পে আর্থিক অনুমোদনের জন্য অর্থমন্ত্রকের কাছে আবেদন করা হয়েছিল । এরপরই বার্তা দেয় অর্থমন্ত্রক ৷ আজ একটি বিবৃতিতে বলা হয়, COVID-19 প্যানডেমিকের সময়ে এই প্রকল্পগুলির আবেদন প্রশংসনীয় ৷ তবে, বর্তমান আর্থিক পরিস্থিতিতে কোনওভাবেই সেই প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া যাবে না ৷ বিবেচনা করে ছাড়পত্র দেওয়া হবে ৷ আজ নির্মলা সীতারমন বলেন, আর্থিক বাজেটের আওতায় ইতিমধ্যেই অনুমতি পাওয়া প্রকল্পগুলিও 31 মার্চ পর্যন্ত স্থগিত থাকবে । এই নতুন নিয়মের ব্যতিক্রম হলে তা কেন্দ্রীয় ব্যয় সংক্রান্ত দপ্তর থেকে ছাড়পত্র লাগবে ৷

আজ দেশজুড়ে একদিনে রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে কোরোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সংক্রমণের সংখ্যা 9,851 ও মারা গেছেন 273 জন । বর্তমানে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 26 হাজার 770 ৷ কোরোনা ভাইরাসে সংক্রমণের ক্ষেত্রে ভারত বর্তমানে সপ্তম স্থানে ৷ অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়া, ইংল্যান্ড, স্পেন ও ইতালির পরেই এখন ভারত সবথেকে ক্ষতিগ্রস্ত দেশ । মৃত্যুর ক্ষেত্রে, ভারত দ্বাদশ স্থানে রয়েছে ৷ কোরোনামুক্ত হওয়ার ক্ষেত্রে ভারত অষ্টম স্থানে রয়েছে । অন্যদিকে, সক্রিয় কোরোনা আক্রান্তের ক্ষেত্রে ভারত শীর্ষস্থানীয় 5 টি দেশের মধ্যে অন্যতম ।

Last Updated : Jun 5, 2020, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.