ETV Bharat / bharat

গত 48 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্তের হদিস মেলেনি উত্তর-পূর্ব ভারতে - মিজ়োরাম

উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যে কমেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তাই লকডাউন ও সামাজিক দূরত্বের নিয়ম বজায় রেখে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চালু করা হল কাজকর্ম ।

Corona
কোরোনা
author img

By

Published : Apr 21, 2020, 1:21 PM IST

গুয়াহাটি(অসম), 21 এপ্রিল : উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যে গত 48 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হননি কেউ । ইতিমধ্যে কেন্দ্রের স্বাস্থ্যবিধি ও পরামর্শ মেনে নির্দিষ্ট ক্ষেত্রে চালু হয়েছে কাজকর্ম । রাজ্যগুলির তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি মেনে কিছু ক্ষেত্রে অর্থনৈতিক ও উৎপাদন বিষয়ক কাজকর্ম শুরু হয়েছে ।

অসমে 850 টি চাবাগানে কাজ শুরু হয়েছে । আগের সপ্তাহ থেকে ত্রিপুরায় সমস্ত মদের দোকান খোলা রয়েছে । 13 এপ্রিল থেকে নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ের জন্য অসম ও মেঘালয়ে পাইকারি গুদামগুলি খোলা হচ্ছে । অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখনও পর্যন্ত সেখানে 34 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে । 19 জন রোগী সুস্থ হওয়ায় তাঁদের হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে । অন্য রোগীরাও খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছুটি পাবেন ।

গুয়াহাটিতে সংবাদমাধ্যমের সামনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "বুধবার থেকে অসমের কিছু নির্দিষ্ট জায়গায় কোরোনায় সংক্রমিত সন্দেহযুক্ত রোগীদের ব়্যাপিড টেস্টিং করা শুরু করবেন স্বাস্থ্যকর্মীরা । ICMR-এর থেকে প্রথম খেপে 10 হাজার ব়্যাপিড টেস্ট কিট দেওয়া হয়েছে অসমকে । পাশাপাশি রাজ্য সরকারের তরফে যতটা দ্রুত সম্ভব 50 হাজার ব়্যাপিড টেস্ট কিট পাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়ে গেছে । এই কিটের মাধ্যমে মাত্র 15 মিনিটে জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি কোরোনায় আক্রান্ত কি না । "

অসমের স্বাস্থ্যমন্ত্রী জানান, কোরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমছে । তাই 24 এপ্রিল থেকে সাধারণ রোগীদের জন্য অসমের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির পরিষেবা চালু করা হবে । অসমের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম চালু করার কথা ঘোষণা করেছেন । তিনি গুয়াহাটিতে সংবাদমাধ্যমকে জানান, আজ থেকে অসমে রাজ্য সরকারের সমস্ত দপ্তর চালু করা হয়েছে । তিনি বলেন, "ডেপুটি সচিব থেকে শুরু করে অসম সচিবালয়ের সমস্ত উচ্চপদস্থ আধিকারিক সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত উপস্থিত থাকবেন ।"

অন্যদিকে ত্রিপুরার কোন কোন ক্ষেত্রে লকডাউনের নিয়ম ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম চালু করার অনুমতি দেওয়া হবে সেবিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব । তিনি জানান, শিল্প ক্ষেত্র ও প্রতিষ্ঠানগুলিতে সর্বোচ্চ 50 শতাংশ শ্রমিক নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হবে । পাশাপাশি সার, কীটনাশক, প্রাণী খাদ্য, ওষুধ-সহ জরুরি পণ্য, আইটি হার্ডওয়ার, বীজ, চাবাগান, রবার, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রেও কাজ চালু করা হবে । একইসঙ্গে কয়লাখনি ও ইটভাটাগুলিতেও 50 শতাংশ শ্রমিক নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হবে ।

মিজ়োরামে সরকারের তরফে দুস্থদের ত্রাণ দেওয়ার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে । অন্যদিকে MNREGS-র কাজ চালু হওয়ায় মজুরি পেতে শুরু করেছে মানুষ । রাজ্য সরকারের তরফে MGNERS-র আওতায় যাঁরা কাজ করছেন তাঁদের মজুরি দিনপিছু 225 টাকা করে বৃদ্ধি করেছে । মিজ়োরামের খাদ্য ও নাগরকি সরবরাহ দপ্তরের এক আধিকারিক জানান, দরিদ্রদের বর্তমানে বিভিন্ন প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে ।

গুয়াহাটি(অসম), 21 এপ্রিল : উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যে গত 48 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হননি কেউ । ইতিমধ্যে কেন্দ্রের স্বাস্থ্যবিধি ও পরামর্শ মেনে নির্দিষ্ট ক্ষেত্রে চালু হয়েছে কাজকর্ম । রাজ্যগুলির তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি মেনে কিছু ক্ষেত্রে অর্থনৈতিক ও উৎপাদন বিষয়ক কাজকর্ম শুরু হয়েছে ।

অসমে 850 টি চাবাগানে কাজ শুরু হয়েছে । আগের সপ্তাহ থেকে ত্রিপুরায় সমস্ত মদের দোকান খোলা রয়েছে । 13 এপ্রিল থেকে নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ের জন্য অসম ও মেঘালয়ে পাইকারি গুদামগুলি খোলা হচ্ছে । অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখনও পর্যন্ত সেখানে 34 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে । 19 জন রোগী সুস্থ হওয়ায় তাঁদের হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে । অন্য রোগীরাও খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছুটি পাবেন ।

গুয়াহাটিতে সংবাদমাধ্যমের সামনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "বুধবার থেকে অসমের কিছু নির্দিষ্ট জায়গায় কোরোনায় সংক্রমিত সন্দেহযুক্ত রোগীদের ব়্যাপিড টেস্টিং করা শুরু করবেন স্বাস্থ্যকর্মীরা । ICMR-এর থেকে প্রথম খেপে 10 হাজার ব়্যাপিড টেস্ট কিট দেওয়া হয়েছে অসমকে । পাশাপাশি রাজ্য সরকারের তরফে যতটা দ্রুত সম্ভব 50 হাজার ব়্যাপিড টেস্ট কিট পাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়ে গেছে । এই কিটের মাধ্যমে মাত্র 15 মিনিটে জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি কোরোনায় আক্রান্ত কি না । "

অসমের স্বাস্থ্যমন্ত্রী জানান, কোরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমছে । তাই 24 এপ্রিল থেকে সাধারণ রোগীদের জন্য অসমের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির পরিষেবা চালু করা হবে । অসমের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম চালু করার কথা ঘোষণা করেছেন । তিনি গুয়াহাটিতে সংবাদমাধ্যমকে জানান, আজ থেকে অসমে রাজ্য সরকারের সমস্ত দপ্তর চালু করা হয়েছে । তিনি বলেন, "ডেপুটি সচিব থেকে শুরু করে অসম সচিবালয়ের সমস্ত উচ্চপদস্থ আধিকারিক সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত উপস্থিত থাকবেন ।"

অন্যদিকে ত্রিপুরার কোন কোন ক্ষেত্রে লকডাউনের নিয়ম ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম চালু করার অনুমতি দেওয়া হবে সেবিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব । তিনি জানান, শিল্প ক্ষেত্র ও প্রতিষ্ঠানগুলিতে সর্বোচ্চ 50 শতাংশ শ্রমিক নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হবে । পাশাপাশি সার, কীটনাশক, প্রাণী খাদ্য, ওষুধ-সহ জরুরি পণ্য, আইটি হার্ডওয়ার, বীজ, চাবাগান, রবার, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রেও কাজ চালু করা হবে । একইসঙ্গে কয়লাখনি ও ইটভাটাগুলিতেও 50 শতাংশ শ্রমিক নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হবে ।

মিজ়োরামে সরকারের তরফে দুস্থদের ত্রাণ দেওয়ার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে । অন্যদিকে MNREGS-র কাজ চালু হওয়ায় মজুরি পেতে শুরু করেছে মানুষ । রাজ্য সরকারের তরফে MGNERS-র আওতায় যাঁরা কাজ করছেন তাঁদের মজুরি দিনপিছু 225 টাকা করে বৃদ্ধি করেছে । মিজ়োরামের খাদ্য ও নাগরকি সরবরাহ দপ্তরের এক আধিকারিক জানান, দরিদ্রদের বর্তমানে বিভিন্ন প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.