দিল্লি, 28 এপ্রিল : কোরোনা চিকিৎসায় প্লাজ়মা থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে । এমনই জানাচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞদের একাংশ । কিন্তু আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, প্লাজ়মা থেরাপির ব্যবহার করে কোরোনা নিরাময়ের এখনও কোনও প্রমাণ মেলেনি ।
এবিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, "প্লাজ়মা থেরাপির ব্যবহার করে কোরোনা নিরাময়ের এখনও কোনও প্রমাণ মেলেনি । আপাতত এটি পরীক্ষামূলক স্টেজে রয়েছে । এনিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ICMR।" লব আগরওয়াল আরও বলেন, "প্লাজ়মা থেরাপি যদি যথাযথভাবে ব্যবহার না করা হয়, তাহলে অনেক ক্ষেত্রে এটি রোগীর জীবন সংশয়ের কারণও হতে পারে । " এদিকে আজ ICMR-র তরফে জানানো হয়েছে, পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রেও এটি শুধুমাত্র সংকটজনক রোগীর উপর ব্যবহার করা যেতে পারে ।
কোরোনায় আক্রান্ত যেসব রোগী সুস্থ হয়ে যান, তাঁদের শরীরে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় । ওই অ্যান্টিবডি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা অন্য কোনও রোগীর শরীরে প্রয়োগকে বলে সিরাম বা প্লাজ়মা ট্রিটমেন্ট । যাঁরা গুরুতর অসুস্থ, তাঁদের প্লাজ়মা ট্রিটমেন্ট দেওয়া হলে অনেকটা উপকার পাওয়া যেতে পারে বলে, জানাচ্ছেন চিকিৎসকরা ।
গতসপ্তাহেই দিল্লির এক বেসরকারি হাসপাতালে এক ব্যক্তির শরীরে সফলভাবে প্লাজ়মা থেরাপি করার খবর পাওয়া গেছিল । এরপরই হাসপাতালগুলিতে এনিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে । মুম্বইও আজ পরীক্ষামূলকভাবে প্লাজ়মা থেরাপি শুরু করেছে ।
এর আগেও SARS, ইবোলা, H1N1-র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল প্লাজ়মা থেরাপি । চিকিৎসকরা জানিয়েছেন কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা একজন ব্যক্তি 400 ml পর্যন্ত প্লাজ়মা দিতে পারেন । যা দু'জনের জীবন বাঁচাতে পারে ।