দিল্লি, ২২ অগাস্ট : সেপ্টেম্বরেই হচ্ছে এবছরের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা । ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) শুক্রবার একথা জানিয়েছে । ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে । অন্যদিকে NEET-এর পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর । কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় এই বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তিত হবে না ।
কেন্দ্রের তরফে যে বিবৃতি জারি করা হয় তাতে বলা হয়েছে, "COVID-19 পরিস্থিতিতে প্রথমবার প্রার্থীদের নিজেদের পছন্দমতো পরীক্ষা কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে । পাঁচবার প্রার্থীরা সেই সুযোগ গ্রহণ করেছেন । মোট ছয় লাখ ৬১ হাজার ৯১১ জন প্রার্থী নিজেদের পছন্দমতো পরীক্ষা কেন্দ্র বেছে নিয়েছেন ।" NTA জানিয়েছে, "সেপ্টেম্বরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে । ছয লাখ ৪৯ হাজার ২২৩ জন প্রার্থী ইতিমধ্যে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন । এবছর আট লাখ ৫৮ হাজার ২৭৩ জন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবেন । ৯৯.০৭ শতাংশ প্রার্থী নিজেদের পছন্দের পরীক্ষা কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন । ১৪২ জন প্রার্থী তাঁদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের জন্য NTA-কে অনুরোধ করেছিলেন । সেই অনুরোধ রাখা হয়েছে ।" ১৭ অগাস্ট সুপ্রিম কোর্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছিয়ে দেওয়া বা বাতিল করার আবেদন নাকচ করে দেয় > জয়েন্ট এন্ট্রান্স-এর পাশাপাশি NEET-এর পরীক্ষার জন্য কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় বলে জানিয়েছে NTA । 95 হাজার NEET প্রার্থী সেই সুযোগ পেয়েছেন ।
এবছর ১৫ লাখ ৯৭ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থী NEET দেবেন । এর জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । পরীক্ষার সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুৎ পরিষেবা, পরিবহণ পরিষেবা, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সুযোগ-সুবিধা, পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় এইসব বিষয়ে যাতে কড়া নজর রাখা হয় তার জন্য রাজ্য সরকারগুলিকে অনুরোধ জানিয়েছে NTA । এই মর্মে স্বরাষ্ট্র সচিব, DGP, জেলাশাসকদের চিঠি দিয়েছে NTA । পাশাপাশি COVID-১৯ সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ জানানো হয়েছে ।