ETV Bharat / bharat

নিসর্গের দাপটে এখনও পর্যন্ত মৃত 2

author img

By

Published : Jun 4, 2020, 12:03 AM IST

ঘূর্ণিঝড় নিসর্গে এপর্যন্ত দু়'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । একজন পুনে ও একজন রায়গড়ের বাসিন্দা ।

ছবি
ছবি

মুম্বই, 3 জুন : কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান ৷ ফের এক শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়ল দেশে ৷ আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ মহারাষ্ট্রের উপকূলবর্তী জেলা রায়গড়ের আলিবাগে আছড়ে পড়ে নিসর্গ । প্রায় আড়াইটা পর্যন্ত দাপট দেখাতে থাকে । বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 120 কিমি ।

ঘূর্ণিঝড়ে এপর্যন্ত দু়'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । একজন 58 বছর বয়সী রায়গড়ে বাসিন্দা মারা যান । ঝড় থেকে বাঁচতে তাড়াহুড়ো করে রায়গড়ের উমেট গ্রামে বাড়ি ফিরছিলেন । সেইসময় তাঁর উপর ট্রান্সফরমার পড়ে যায় । খেড় তেহসিলের এক প্রবীণার ঝড়ে বাড়ি পড়ে গিয়ে মৃত্যু হয়েছে । তাঁর বাড়ির আরও পাঁচজন আহত হয়েছেন । এছাড়াও পুনেতে পাঁচজনের জখম হওয়ার খবর পাওয়া গেছে ।

এর আগে আমফান তছনছ করে দিয়েছে বাংলা ও ওড়িশাকে । তার 12 দিনের মধ্যেই সাইক্লোন নিসর্গ । মৌসম ভবন সূত্রে খবর গত 80-100 বছরে এইরকম ঝড়ের সম্মুখীন হয়নি মুম্বই । বর্তমানে ধীরে ধীরে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ । কিন্তু দুপুরে এর তাণ্ডবের জেরে সন্ধ্যা ছ'টা পর্যন্ত মুম্বই বিমান বন্দরে উড়ান বন্ধ থাকে । ঝড়ের সতর্কতায় আজ মুম্বই টার্মিনাল থেকে পাঁচটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয় ৷ মুম্বই, পালঘর, রায়গড় সহ নানা এলাকায় প্রচুর গাছ উপড়ে গেছে । রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে ।

ঝড়ের প্রসঙ্গে পুনের বাসিন্দা 81 বছর বয়সী সুচেতা নন্দাকার্নি বলেন, "1948 সালে শেষবার ঘূর্ণিঝড় হয়েছিল । তখন আমার বয়স 10 । প্রচুর গাছপালা, বাগান নষ্ট হয়ে যায় । আজ আবার সেইরকম পরিস্তিতি দেখলাম ।"

image
রায়গড়ে নিসর্গের তাণ্ডব

ঝড়ের পূর্বেই উপকূলবর্তী আটটি জেলা থেকে প্রায় 63,700 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় । মুম্বইয়ের সমুদ্র উপকূলের নিকটবর্তী বস্তি এলাকা থেকে মোট 25,000 বস্তিবাসীকে সরানো হয় । রায়গড় জেলা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় 11,260 জনকে । NDRF-এর তরফে মহারাষ্ট্রে 20টি টিম মোতায়েন করা হয়েছিল ৷ এর মধ্যে মুম্বইয়ে 5টি, রায়গড়ে 5টি, পালঘরে 2টি, থানেতে 2টি, রত্নগিরিতে 2টি ও সিন্ধুদুর্গে 1টি টিম পাঠানো হয় ৷

image
ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত মহারাষ্ট্রের একাধিক জেলায়

মহারাষ্ট্রের পালাঘর উপকূলে যে মৎসজীবীরা সমু্দ্রে পাড়ি দিয়েছিলেন, তাঁদের ঝড়ের আগেই ফিরিয়ে আনা হয় । প্রায় 577 টি মাছ ধরার নৌকা বেরিয়েছিল । সোমবার সন্ধ্যার মধ্যে 564 টি নৌকাকে ফিরিয়ে আনা হয় । গতকাল সন্ধ্যায় উপকূলরক্ষী, নৌ সেনা, মৎস দপ্তরের তরফে বাকি 13 টি নৌকা ফিরিয়ে আনা হয় । বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থেকে বাঁচাতে মুম্বইর চিড়িয়াখানা থেকে পশুপাখিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

গুজরাত, মহারাষ্ট্রের পাশাপাশি গোয়া,পানাজি, রত্নগিরি, কোলাবা ও গোয়ায় 33 কিমি প্রতি ঘণ্টায় ঝড় বয়েছে । বৃষ্টিপাতও হয়েছে ।

মুম্বই, 3 জুন : কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান ৷ ফের এক শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়ল দেশে ৷ আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ মহারাষ্ট্রের উপকূলবর্তী জেলা রায়গড়ের আলিবাগে আছড়ে পড়ে নিসর্গ । প্রায় আড়াইটা পর্যন্ত দাপট দেখাতে থাকে । বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 120 কিমি ।

ঘূর্ণিঝড়ে এপর্যন্ত দু়'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । একজন 58 বছর বয়সী রায়গড়ে বাসিন্দা মারা যান । ঝড় থেকে বাঁচতে তাড়াহুড়ো করে রায়গড়ের উমেট গ্রামে বাড়ি ফিরছিলেন । সেইসময় তাঁর উপর ট্রান্সফরমার পড়ে যায় । খেড় তেহসিলের এক প্রবীণার ঝড়ে বাড়ি পড়ে গিয়ে মৃত্যু হয়েছে । তাঁর বাড়ির আরও পাঁচজন আহত হয়েছেন । এছাড়াও পুনেতে পাঁচজনের জখম হওয়ার খবর পাওয়া গেছে ।

এর আগে আমফান তছনছ করে দিয়েছে বাংলা ও ওড়িশাকে । তার 12 দিনের মধ্যেই সাইক্লোন নিসর্গ । মৌসম ভবন সূত্রে খবর গত 80-100 বছরে এইরকম ঝড়ের সম্মুখীন হয়নি মুম্বই । বর্তমানে ধীরে ধীরে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ । কিন্তু দুপুরে এর তাণ্ডবের জেরে সন্ধ্যা ছ'টা পর্যন্ত মুম্বই বিমান বন্দরে উড়ান বন্ধ থাকে । ঝড়ের সতর্কতায় আজ মুম্বই টার্মিনাল থেকে পাঁচটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয় ৷ মুম্বই, পালঘর, রায়গড় সহ নানা এলাকায় প্রচুর গাছ উপড়ে গেছে । রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে ।

ঝড়ের প্রসঙ্গে পুনের বাসিন্দা 81 বছর বয়সী সুচেতা নন্দাকার্নি বলেন, "1948 সালে শেষবার ঘূর্ণিঝড় হয়েছিল । তখন আমার বয়স 10 । প্রচুর গাছপালা, বাগান নষ্ট হয়ে যায় । আজ আবার সেইরকম পরিস্তিতি দেখলাম ।"

image
রায়গড়ে নিসর্গের তাণ্ডব

ঝড়ের পূর্বেই উপকূলবর্তী আটটি জেলা থেকে প্রায় 63,700 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় । মুম্বইয়ের সমুদ্র উপকূলের নিকটবর্তী বস্তি এলাকা থেকে মোট 25,000 বস্তিবাসীকে সরানো হয় । রায়গড় জেলা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় 11,260 জনকে । NDRF-এর তরফে মহারাষ্ট্রে 20টি টিম মোতায়েন করা হয়েছিল ৷ এর মধ্যে মুম্বইয়ে 5টি, রায়গড়ে 5টি, পালঘরে 2টি, থানেতে 2টি, রত্নগিরিতে 2টি ও সিন্ধুদুর্গে 1টি টিম পাঠানো হয় ৷

image
ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত মহারাষ্ট্রের একাধিক জেলায়

মহারাষ্ট্রের পালাঘর উপকূলে যে মৎসজীবীরা সমু্দ্রে পাড়ি দিয়েছিলেন, তাঁদের ঝড়ের আগেই ফিরিয়ে আনা হয় । প্রায় 577 টি মাছ ধরার নৌকা বেরিয়েছিল । সোমবার সন্ধ্যার মধ্যে 564 টি নৌকাকে ফিরিয়ে আনা হয় । গতকাল সন্ধ্যায় উপকূলরক্ষী, নৌ সেনা, মৎস দপ্তরের তরফে বাকি 13 টি নৌকা ফিরিয়ে আনা হয় । বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থেকে বাঁচাতে মুম্বইর চিড়িয়াখানা থেকে পশুপাখিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

গুজরাত, মহারাষ্ট্রের পাশাপাশি গোয়া,পানাজি, রত্নগিরি, কোলাবা ও গোয়ায় 33 কিমি প্রতি ঘণ্টায় ঝড় বয়েছে । বৃষ্টিপাতও হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.