- রাজ্যগুলি 3.5 শতাংশ বিনাশর্তে ধার নিতে পারবে ৷
শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসার ক্ষেত্রে সংস্কারের পথে কেন্দ্র - nirmala sitharaman
12:44 May 17
দিল্লি, 17 মে : আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্যাকেজ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কৃষি থেকে পরিকাঠামো উন্নয়ন, অস্ত্র উৎপাদন থেকে মহাকাশ বিজ্ঞান - সব ক্ষেত্রেই বিশেষ আর্থিক প্যাকেজ ও সুবিধার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ একনজরে কী কী থাকছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আজকের ঝুলিতে?
12:44 May 17
- 1.5 শতাংশ ধার শর্তসাপেক্ষে ৷
12:44 May 17
- শর্ত-1 : এক দেশ, এক রেশন কার্ড ৷
12:43 May 17
- শর্ত-2 : জেলাগুলিতে বাণিজ্যবান্ধব পরিবেশ ৷
12:43 May 17
- শর্ত-3 : বিদ্যুৎ বন্টন ৷
12:43 May 17
- শর্ত-4 : পৌরপ্রশাসনে সংস্কার ৷
12:43 May 17
- কোরোনা মোকাবিলায় 7 দফা পদক্ষেপ ৷
12:43 May 17
- কোম্পানি আইনে সংশোধন ৷
12:43 May 17
- স্ট্র্যাটেজিক সেক্টর-এর তালিকা তৈরি ৷
12:43 May 17
- তালিকা অনুযায়ী বেসরকারিকরণ ৷
12:42 May 17
- চারটের বেশি সংস্থার সংযুক্তকরণ নয় ৷
12:42 May 17
- কেন্দ্রীয় হারে সংস্কার করলে ইনসেনটিভ ৷
12:24 May 17
- কোরোনার জেরে রাজ্যগুলির আয় কমে গিয়েছে ৷
12:24 May 17
- ঘাটতি মেটাতে 12,390 কোটি টাকা ৷
12:24 May 17
- রাজ্যগুলিকে 46 হাজার কোটি টাকা দেবে কেন্দ্র ৷
12:23 May 17
- রাজ্যগুলির ঋণ নেওয়ার ক্ষমতা বৃদ্ধি ৷
12:23 May 17
- GSDP-র 5 শতাংশ ঋণ নিতে পারবে রাজ্যগুলি ৷
12:09 May 17
- যেকোনও বিষয়ে আদালতে যেতে হবে না ৷
12:08 May 17
- ছোটখাটো ত্রুটি অপরাধ হিসেবে গণ্য নয় ৷
12:08 May 17
- সালিশি সভার মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি ৷
12:08 May 17
- অর্ডিন্যান্স আনছে কেন্দ্র ৷
12:08 May 17
- কর্পোরেট আইনে সংশোধন ৷
12:08 May 17
- 300 কোটি কর্মদিবস তৈরির ঘোষণা ৷
12:07 May 17
- MSME-র ক্ষেত্রে বিশেষ ছাড় ৷
11:57 May 17
- ব্যবসায়ীদের জন্য লকডাউনে বিশেষ সুবিধা ৷ একবছর ঋণ না দিতে পারলে দেউলিয়া প্রক্রিয়া নয় ৷
11:57 May 17
- পরিযায়ী শ্রমিকদের জন্য 100 দিনের কাজ ৷
11:48 May 17
- প্রত্যেক জেলা এবং ব্লকে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র ৷
11:48 May 17
- সব জেলায় সংক্রামক রোগের চিকিৎসা ৷
11:48 May 17
- 100 দিনের কাজে 40 হাজার কোটি টাকার বাড়তি বরাদ্দ ৷
11:48 May 17
- দেশে 300-র বেশি PPE তৈরি সংস্থা রয়েছে ৷
11:48 May 17
- 51 লাখ PPE কিট সরবরাহ করা হয়েছে সারা দেশে ৷
11:47 May 17
- পাঁচ লাখের বেশি মাস্ক তৈরি হচ্ছে ৷
11:47 May 17
- স্বয়ংপ্রভার মতো 12টি অনলাইন চ্যানেলের মাধ্যমে পড়াশোনা ৷
11:42 May 17
- e-পাঠশালায় 34 হাজার বই যুক্ত হয়েছে ৷
11:40 May 17
- আরোগ্য সেতু অ্যাপের মাধ্য়মে উপকৃত মানুষ ৷
11:38 May 17
- কোরোনা মোকাবিলায় 15 হাজার কোটি টাকা সাহায্য ৷
11:38 May 17
- 4,113 কোটি টাকা সাহায্য রাজ্যগুলিকে ৷
11:38 May 17
- স্বয়ংপ্রভার মতো 12টি অনলাইন চ্যানেলের মাধ্যমে পড়াশোনা ৷
11:32 May 17
- 16, 394 কোটি টাকা কৃষক যোজনায় ব্যয় কেন্দ্রে ৷
11:32 May 17
- 6.81 কোটি গ্যাস সিলিন্ডার উজ্জ্বলা প্রকল্প পৌঁছে দিয়েছে কেন্দ্র ৷
11:32 May 17
- উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে তিনটি করে সিলিন্ডার ৷
11:29 May 17
- জনধন প্রকল্পে 20 কোটি মানুষ উপকৃত ৷
11:29 May 17
- জনধন অ্যাকাউন্টে 10 হাজার কোটি টাকা ৷
11:24 May 17
- জনধন যোজনায় 10 হাজার 25 কোটি টাকা ৷
11:24 May 17
- 51 লাখ PPE দিয়েছে কেন্দ্র ৷
11:22 May 17
- আবাসন শ্রমিকদের 3,950 কোটি টাকার প্রকল্পের ঘোষণা ৷
11:17 May 17
- গরিব কল্যাণ যোজনায় মানুষ উপকৃত ৷
11:16 May 17
- আত্মনির্ভর ভারত গড়া আমাদের লক্ষ্য
11:14 May 17
- প্রধানমন্ত্রী বলেছেন জান হ্যায় তো জাহান হ্যায়
09:30 May 17
- দরিদ্রদের করুণা করা হচ্ছে না ৷ তাদের সাহায্য করা রাষ্ট্রের কর্তব্য ৷ জানান নির্মলা ৷
12:44 May 17
দিল্লি, 17 মে : আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্যাকেজ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কৃষি থেকে পরিকাঠামো উন্নয়ন, অস্ত্র উৎপাদন থেকে মহাকাশ বিজ্ঞান - সব ক্ষেত্রেই বিশেষ আর্থিক প্যাকেজ ও সুবিধার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ একনজরে কী কী থাকছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আজকের ঝুলিতে?
- রাজ্যগুলি 3.5 শতাংশ বিনাশর্তে ধার নিতে পারবে ৷
12:44 May 17
- 1.5 শতাংশ ধার শর্তসাপেক্ষে ৷
12:44 May 17
- শর্ত-1 : এক দেশ, এক রেশন কার্ড ৷
12:43 May 17
- শর্ত-2 : জেলাগুলিতে বাণিজ্যবান্ধব পরিবেশ ৷
12:43 May 17
- শর্ত-3 : বিদ্যুৎ বন্টন ৷
12:43 May 17
- শর্ত-4 : পৌরপ্রশাসনে সংস্কার ৷
12:43 May 17
- কোরোনা মোকাবিলায় 7 দফা পদক্ষেপ ৷
12:43 May 17
- কোম্পানি আইনে সংশোধন ৷
12:43 May 17
- স্ট্র্যাটেজিক সেক্টর-এর তালিকা তৈরি ৷
12:43 May 17
- তালিকা অনুযায়ী বেসরকারিকরণ ৷
12:42 May 17
- চারটের বেশি সংস্থার সংযুক্তকরণ নয় ৷
12:42 May 17
- কেন্দ্রীয় হারে সংস্কার করলে ইনসেনটিভ ৷
12:24 May 17
- কোরোনার জেরে রাজ্যগুলির আয় কমে গিয়েছে ৷
12:24 May 17
- ঘাটতি মেটাতে 12,390 কোটি টাকা ৷
12:24 May 17
- রাজ্যগুলিকে 46 হাজার কোটি টাকা দেবে কেন্দ্র ৷
12:23 May 17
- রাজ্যগুলির ঋণ নেওয়ার ক্ষমতা বৃদ্ধি ৷
12:23 May 17
- GSDP-র 5 শতাংশ ঋণ নিতে পারবে রাজ্যগুলি ৷
12:09 May 17
- যেকোনও বিষয়ে আদালতে যেতে হবে না ৷
12:08 May 17
- ছোটখাটো ত্রুটি অপরাধ হিসেবে গণ্য নয় ৷
12:08 May 17
- সালিশি সভার মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি ৷
12:08 May 17
- অর্ডিন্যান্স আনছে কেন্দ্র ৷
12:08 May 17
- কর্পোরেট আইনে সংশোধন ৷
12:08 May 17
- 300 কোটি কর্মদিবস তৈরির ঘোষণা ৷
12:07 May 17
- MSME-র ক্ষেত্রে বিশেষ ছাড় ৷
11:57 May 17
- ব্যবসায়ীদের জন্য লকডাউনে বিশেষ সুবিধা ৷ একবছর ঋণ না দিতে পারলে দেউলিয়া প্রক্রিয়া নয় ৷
11:57 May 17
- পরিযায়ী শ্রমিকদের জন্য 100 দিনের কাজ ৷
11:48 May 17
- প্রত্যেক জেলা এবং ব্লকে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র ৷
11:48 May 17
- সব জেলায় সংক্রামক রোগের চিকিৎসা ৷
11:48 May 17
- 100 দিনের কাজে 40 হাজার কোটি টাকার বাড়তি বরাদ্দ ৷
11:48 May 17
- দেশে 300-র বেশি PPE তৈরি সংস্থা রয়েছে ৷
11:48 May 17
- 51 লাখ PPE কিট সরবরাহ করা হয়েছে সারা দেশে ৷
11:47 May 17
- পাঁচ লাখের বেশি মাস্ক তৈরি হচ্ছে ৷
11:47 May 17
- স্বয়ংপ্রভার মতো 12টি অনলাইন চ্যানেলের মাধ্যমে পড়াশোনা ৷
11:42 May 17
- e-পাঠশালায় 34 হাজার বই যুক্ত হয়েছে ৷
11:40 May 17
- আরোগ্য সেতু অ্যাপের মাধ্য়মে উপকৃত মানুষ ৷
11:38 May 17
- কোরোনা মোকাবিলায় 15 হাজার কোটি টাকা সাহায্য ৷
11:38 May 17
- 4,113 কোটি টাকা সাহায্য রাজ্যগুলিকে ৷
11:38 May 17
- স্বয়ংপ্রভার মতো 12টি অনলাইন চ্যানেলের মাধ্যমে পড়াশোনা ৷
11:32 May 17
- 16, 394 কোটি টাকা কৃষক যোজনায় ব্যয় কেন্দ্রে ৷
11:32 May 17
- 6.81 কোটি গ্যাস সিলিন্ডার উজ্জ্বলা প্রকল্প পৌঁছে দিয়েছে কেন্দ্র ৷
11:32 May 17
- উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে তিনটি করে সিলিন্ডার ৷
11:29 May 17
- জনধন প্রকল্পে 20 কোটি মানুষ উপকৃত ৷
11:29 May 17
- জনধন অ্যাকাউন্টে 10 হাজার কোটি টাকা ৷
11:24 May 17
- জনধন যোজনায় 10 হাজার 25 কোটি টাকা ৷
11:24 May 17
- 51 লাখ PPE দিয়েছে কেন্দ্র ৷
11:22 May 17
- আবাসন শ্রমিকদের 3,950 কোটি টাকার প্রকল্পের ঘোষণা ৷
11:17 May 17
- গরিব কল্যাণ যোজনায় মানুষ উপকৃত ৷
11:16 May 17
- আত্মনির্ভর ভারত গড়া আমাদের লক্ষ্য
11:14 May 17
- প্রধানমন্ত্রী বলেছেন জান হ্যায় তো জাহান হ্যায়
09:30 May 17
- দরিদ্রদের করুণা করা হচ্ছে না ৷ তাদের সাহায্য করা রাষ্ট্রের কর্তব্য ৷ জানান নির্মলা ৷