দিল্লি, 26 মার্চ: কোরোনার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে ৷ ইতিমধ্যেই বহু মানুষের খাদ্য ও অর্থসংকটের ঘটনা সামনে এসেছে ৷ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও কোরোনার প্রভাবে যাদের কাজ চলে গিয়েছে, তাদের জন্য 1 লাখ 70 হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন ৷
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ স্কিমের দৌলতে গরিব, ভিনরাজ্যের কর্মী ও যাদের সাহায্যের প্রয়োজন, তাঁদের সবার উপকার হবে ৷ সরকার কাউকে অভুক্ত রাখবে না ৷’’
যারা এই প্রতিকূল পরিস্থিতিতে কাজ করছেন, সেই সকল চিকিৎসক ও তাঁদের সহায়কদের প্রত্যেকের জন্য 50 লাখ টাকার বিমা করানো হবে বলেও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ নির্মলা বলেন, ‘‘আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ব্যক্তিদের তিনমাসের জন্য বিনামূল্যে পাঁচ কেজি চাল ও আটা দেওয়া হবে ৷ যারা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় পড়েন, তাঁদের অতিরিক্ত এক কেজি ডাল দেওয়া হবে তিনমাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৷’’
কৃষকদের জন্য তিনি ঘোষণা করেন, সরকারের তরফ থেকে প্রথম খাতে ছয় হাজার টাকা দেওয়া হবে ৷ যে সকল মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা আগামী তিন মাসে 500 টাকা করে ক্ষতিপূরণ পাবেন ৷ এরফলে 20 কোটি মহিলা উপকৃত হবেন ৷ অন্যদিকে তিন কোটি বিধবা, পেনশনভুক্ত ও প্রতিবন্ধীদের এককালীন 1000 টাকা দেওয়া হবে ক্ষতিপূরণ বাবদ ৷
-
Govt of India will pay the Employees' Provident Fund(EPF) contribution, both of employer and employee, put together it will be 24%, this will be for next 3 months.This is for those establishments which have upto 100 employees and 90% of them earn less that 15,000: FM Sitharaman pic.twitter.com/ghsw5osOAN
— ANI (@ANI) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Govt of India will pay the Employees' Provident Fund(EPF) contribution, both of employer and employee, put together it will be 24%, this will be for next 3 months.This is for those establishments which have upto 100 employees and 90% of them earn less that 15,000: FM Sitharaman pic.twitter.com/ghsw5osOAN
— ANI (@ANI) March 26, 2020Govt of India will pay the Employees' Provident Fund(EPF) contribution, both of employer and employee, put together it will be 24%, this will be for next 3 months.This is for those establishments which have upto 100 employees and 90% of them earn less that 15,000: FM Sitharaman pic.twitter.com/ghsw5osOAN
— ANI (@ANI) March 26, 2020
প্রায় 8.3 কোটি পরিবার, যারা দারিদ্রসীমার নিচে বসবাস করে, তাদের তিন মাস বিনামূল্যে গ্যাস দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি ৷ দিনদয়াল যোজনার অন্তর্ভুক্ত যারা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আওতায় পড়েন, তাদের ঋণের সীমা 10 লাখ থেকে বাড়িয়ে 20 লাখ করে দেওয়া হল ৷
সংগঠিত ক্ষেত্রে অর্থমন্ত্রী প্রভিডেন্ট ফান্ড ও উইথড্রল লিমিটও বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী ৷ অন্যদিকে কেন্দ্রের তরফ থেকে যে সকল সংস্থার কর্মীসংখ্যা 100 অবধি ও যাদের 90 শতাংশেরই মাসিক বেতন 15 হাজার টাকার কম, সেই সকল সংস্থার কর্মচারী ও কর্তৃপক্ষ-উভয়েরই তিন মাসের PF দেওয়া হবে ৷