ETV Bharat / bharat

সে নিজেই যৌন হেনস্থার শিকার, আদালতে অভিযোগ নির্ভয়া মামলায় দোষী মুকেশের - nirbhaya convict mukesh singh

জেলে মুকেশ সিং-এর যৌন হেনস্থা হয়েছে বলে সুপ্রিম কোর্টে আজ অভিযোগ করেন তাঁর আইনজীবী । তাঁর আরও অভিযোগ, যৌন হেনস্থার পাশাপশি মুকেশকে মারধরও করা হয় ।

nirbhaya convict claims Sex Assault
nirbhaya case
author img

By

Published : Jan 28, 2020, 6:19 PM IST

দিল্লি, 28 জানুয়ারি : তিহার জেলে তার যৌন হেনস্থা হয়েছে বলে অভিযোগ করল নির্ভয়া মামলায় দোষী মুকেশ সিং । আজ সুপ্রিম কোর্টে মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ এই অভিযোগ করেছেন ।

রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি ফিরিয়ে দেওয়ার পর 1 ফেব্রুয়ারি সকাল 6 টায় নির্ভয়া মামলায় মুকেশ-সহ মোট চারজনের ফাঁসি হওয়ার কথা । এরপর আইনের বিভিন্ন ধারাকে কাজে লাগিয়ে ক্রমাগত ফাঁসির দিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে দোষীরা । ইতিমধ্যে রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুকেশের আইনজীবী । আজ সেই মামলা চালাকালীন জেলে মুকেশের যৌন হেনস্থা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর আইনজীবী । তাঁর আরও অভিযোগ, যৌন হেনস্থার পাশাপশি তাকে মারধরও করা হয় ।

এর আগে মুকেশের আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন, "প্রাণভিক্ষার আবেদন পাঠানোর সময় রাষ্ট্রপতির কাছে মুকেশের মেডিকেল রিপোর্ট-সহ মামলা সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথি পাঠানো হয়নি । রাষ্ট্রপতি সব প্রয়োজনীয় নথি না দেখেই তাড়াহুড়ো করে প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন । এইভাবে একজনের জীবন নিয়ে খেলা করা হচ্ছে । বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত রাখা উচিত ।" এর জবাবে অঞ্জনা প্রকাশকে ভর্ৎসনা করে বিচারপতি অশোক ভুষণ বলেন, "আপনার কি মনে হয় রাষ্ট্রপতি নথিপত্র না দেখেই, বিচার-বুদ্ধি প্রয়োগ না করে এই সিদ্ধান্ত নিয়েছেন?"

যদিও তিহার জেলে মুকেশের উপর যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । পাশাপাশি মুকেশের শারীরিক অবস্থা ঠিক আছে বলে আদালতে জানিয়েছেন তিনি ।

দিল্লি, 28 জানুয়ারি : তিহার জেলে তার যৌন হেনস্থা হয়েছে বলে অভিযোগ করল নির্ভয়া মামলায় দোষী মুকেশ সিং । আজ সুপ্রিম কোর্টে মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ এই অভিযোগ করেছেন ।

রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি ফিরিয়ে দেওয়ার পর 1 ফেব্রুয়ারি সকাল 6 টায় নির্ভয়া মামলায় মুকেশ-সহ মোট চারজনের ফাঁসি হওয়ার কথা । এরপর আইনের বিভিন্ন ধারাকে কাজে লাগিয়ে ক্রমাগত ফাঁসির দিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে দোষীরা । ইতিমধ্যে রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুকেশের আইনজীবী । আজ সেই মামলা চালাকালীন জেলে মুকেশের যৌন হেনস্থা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর আইনজীবী । তাঁর আরও অভিযোগ, যৌন হেনস্থার পাশাপশি তাকে মারধরও করা হয় ।

এর আগে মুকেশের আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন, "প্রাণভিক্ষার আবেদন পাঠানোর সময় রাষ্ট্রপতির কাছে মুকেশের মেডিকেল রিপোর্ট-সহ মামলা সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথি পাঠানো হয়নি । রাষ্ট্রপতি সব প্রয়োজনীয় নথি না দেখেই তাড়াহুড়ো করে প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন । এইভাবে একজনের জীবন নিয়ে খেলা করা হচ্ছে । বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত রাখা উচিত ।" এর জবাবে অঞ্জনা প্রকাশকে ভর্ৎসনা করে বিচারপতি অশোক ভুষণ বলেন, "আপনার কি মনে হয় রাষ্ট্রপতি নথিপত্র না দেখেই, বিচার-বুদ্ধি প্রয়োগ না করে এই সিদ্ধান্ত নিয়েছেন?"

যদিও তিহার জেলে মুকেশের উপর যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । পাশাপাশি মুকেশের শারীরিক অবস্থা ঠিক আছে বলে আদালতে জানিয়েছেন তিনি ।

New Delhi, Jan 26 (ANI): On the occasion of 71st Republic Day, country showcased its military might with advanced weaponry system at Rajpath. Various indigenous developed artillery were also being displayed during the parade.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.