ETV Bharat / bharat

ফাঁসিতে ঝোলানোর আগে বিবাহবিচ্ছেদ চায় নির্ভয়া ধর্ষকের স্ত্রী

নির্ভয়া কান্ডে অভিযুক্তদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার সিংয়ের স্ত্রী ‘‘ধর্ষকের স্ত্রী’’ পরিচয়ে বাঁচতে চান না, তাই স্বামীর ফাঁসির আগেই তার থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করলেন পুনিতা সিং ৷

Akshay Kumar Singh's wife pleas for Divorce
বিবাহবিচ্ছেদ
author img

By

Published : Mar 18, 2020, 12:05 PM IST

Updated : Mar 18, 2020, 3:22 PM IST

দিল্লি, 18 মার্চ: এক ধর্ষকের বিধবা স্ত্রী'র পরিচয়ে বাঁচতে চান না রনিতা সিং(নাম পরিবর্তিত)৷ তিনি মনে করেন, তাঁর স্বামী নির্দোষ ৷ কিন্তু কোর্টের রায়কে আর চ্যালেঞ্জ করতে চান না তিনি, তাই বিবাহবিচ্ছেদই শেষ সম্বল ৷

20 মার্চ ধার্য করা হয়েছে নির্ভয়া ধর্ষকদের ফাঁসির তারিখ ৷ তার আগেই ধর্ষকদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে চান তার স্ত্রী ৷ বিহারের ঔরঙ্গাবাদের একটি আদালতে ইতিমধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন তিনি ৷

2012 সালের 26 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত হন নির্ভয়া ৷ ওই ঘটনায় দীর্ঘ লড়াই চলার পর আগামী 20 মার্চ মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ হয়েছে ৷ তার আগেই অক্ষয় কুমার সিংয়ের থেকে ডিভোর্স চান তার স্ত্রী ৷ রনিতার আইনজীবী মুকেশ কুমার সিং বলেন, ‘‘ আমার মক্কেলের ডিভোর্স চাওয়ার সম্পূর্ণ অধিকার আছে ৷ হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 13(2)(II) অনুযায়ী কোনও মহিলার স্বামী যদি ধর্ষণ, নৃশংসতা বা পশুর মতো আচরণের অভিযোগে অভিযুক্ত হিসাবে প্রমাণিত হয়, তাহলে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করতে পারেন ৷’’

পুনিতার আবেদনে বলা হয়েছে, ‘‘যেহেতু পুনিতার স্বামীর ফাঁসির দিন ধার্য হয়ে গেছে, তিনি বিধবা হিসাবে জীবন কাটাতে চান না ৷’’ আদালত পুনিতার বিবাহবিচ্ছেদের আবেদনের শুনানির দিন 19 মার্চ ধার্য করেছে, যা অক্ষয়ের ফাঁসির দিনের ঠিক একদিন আগে ৷

এর আগে চারবার ফাঁসির দিন ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে স্বামীর ফাঁসির আগে আইনত বিবাহ থেকে মুক্তি পেতে চান অক্ষয়ের স্ত্রী ৷

দিল্লি, 18 মার্চ: এক ধর্ষকের বিধবা স্ত্রী'র পরিচয়ে বাঁচতে চান না রনিতা সিং(নাম পরিবর্তিত)৷ তিনি মনে করেন, তাঁর স্বামী নির্দোষ ৷ কিন্তু কোর্টের রায়কে আর চ্যালেঞ্জ করতে চান না তিনি, তাই বিবাহবিচ্ছেদই শেষ সম্বল ৷

20 মার্চ ধার্য করা হয়েছে নির্ভয়া ধর্ষকদের ফাঁসির তারিখ ৷ তার আগেই ধর্ষকদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে চান তার স্ত্রী ৷ বিহারের ঔরঙ্গাবাদের একটি আদালতে ইতিমধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন তিনি ৷

2012 সালের 26 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত হন নির্ভয়া ৷ ওই ঘটনায় দীর্ঘ লড়াই চলার পর আগামী 20 মার্চ মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ হয়েছে ৷ তার আগেই অক্ষয় কুমার সিংয়ের থেকে ডিভোর্স চান তার স্ত্রী ৷ রনিতার আইনজীবী মুকেশ কুমার সিং বলেন, ‘‘ আমার মক্কেলের ডিভোর্স চাওয়ার সম্পূর্ণ অধিকার আছে ৷ হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 13(2)(II) অনুযায়ী কোনও মহিলার স্বামী যদি ধর্ষণ, নৃশংসতা বা পশুর মতো আচরণের অভিযোগে অভিযুক্ত হিসাবে প্রমাণিত হয়, তাহলে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করতে পারেন ৷’’

পুনিতার আবেদনে বলা হয়েছে, ‘‘যেহেতু পুনিতার স্বামীর ফাঁসির দিন ধার্য হয়ে গেছে, তিনি বিধবা হিসাবে জীবন কাটাতে চান না ৷’’ আদালত পুনিতার বিবাহবিচ্ছেদের আবেদনের শুনানির দিন 19 মার্চ ধার্য করেছে, যা অক্ষয়ের ফাঁসির দিনের ঠিক একদিন আগে ৷

এর আগে চারবার ফাঁসির দিন ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে স্বামীর ফাঁসির আগে আইনত বিবাহ থেকে মুক্তি পেতে চান অক্ষয়ের স্ত্রী ৷

Last Updated : Mar 18, 2020, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.