ETV Bharat / bharat

ফাঁসিতে ঝোলানোর আগে বিবাহবিচ্ছেদ চায় নির্ভয়া ধর্ষকের স্ত্রী - Section 13(2)(II)

নির্ভয়া কান্ডে অভিযুক্তদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার সিংয়ের স্ত্রী ‘‘ধর্ষকের স্ত্রী’’ পরিচয়ে বাঁচতে চান না, তাই স্বামীর ফাঁসির আগেই তার থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করলেন পুনিতা সিং ৷

Akshay Kumar Singh's wife pleas for Divorce
বিবাহবিচ্ছেদ
author img

By

Published : Mar 18, 2020, 12:05 PM IST

Updated : Mar 18, 2020, 3:22 PM IST

দিল্লি, 18 মার্চ: এক ধর্ষকের বিধবা স্ত্রী'র পরিচয়ে বাঁচতে চান না রনিতা সিং(নাম পরিবর্তিত)৷ তিনি মনে করেন, তাঁর স্বামী নির্দোষ ৷ কিন্তু কোর্টের রায়কে আর চ্যালেঞ্জ করতে চান না তিনি, তাই বিবাহবিচ্ছেদই শেষ সম্বল ৷

20 মার্চ ধার্য করা হয়েছে নির্ভয়া ধর্ষকদের ফাঁসির তারিখ ৷ তার আগেই ধর্ষকদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে চান তার স্ত্রী ৷ বিহারের ঔরঙ্গাবাদের একটি আদালতে ইতিমধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন তিনি ৷

2012 সালের 26 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত হন নির্ভয়া ৷ ওই ঘটনায় দীর্ঘ লড়াই চলার পর আগামী 20 মার্চ মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ হয়েছে ৷ তার আগেই অক্ষয় কুমার সিংয়ের থেকে ডিভোর্স চান তার স্ত্রী ৷ রনিতার আইনজীবী মুকেশ কুমার সিং বলেন, ‘‘ আমার মক্কেলের ডিভোর্স চাওয়ার সম্পূর্ণ অধিকার আছে ৷ হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 13(2)(II) অনুযায়ী কোনও মহিলার স্বামী যদি ধর্ষণ, নৃশংসতা বা পশুর মতো আচরণের অভিযোগে অভিযুক্ত হিসাবে প্রমাণিত হয়, তাহলে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করতে পারেন ৷’’

পুনিতার আবেদনে বলা হয়েছে, ‘‘যেহেতু পুনিতার স্বামীর ফাঁসির দিন ধার্য হয়ে গেছে, তিনি বিধবা হিসাবে জীবন কাটাতে চান না ৷’’ আদালত পুনিতার বিবাহবিচ্ছেদের আবেদনের শুনানির দিন 19 মার্চ ধার্য করেছে, যা অক্ষয়ের ফাঁসির দিনের ঠিক একদিন আগে ৷

এর আগে চারবার ফাঁসির দিন ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে স্বামীর ফাঁসির আগে আইনত বিবাহ থেকে মুক্তি পেতে চান অক্ষয়ের স্ত্রী ৷

দিল্লি, 18 মার্চ: এক ধর্ষকের বিধবা স্ত্রী'র পরিচয়ে বাঁচতে চান না রনিতা সিং(নাম পরিবর্তিত)৷ তিনি মনে করেন, তাঁর স্বামী নির্দোষ ৷ কিন্তু কোর্টের রায়কে আর চ্যালেঞ্জ করতে চান না তিনি, তাই বিবাহবিচ্ছেদই শেষ সম্বল ৷

20 মার্চ ধার্য করা হয়েছে নির্ভয়া ধর্ষকদের ফাঁসির তারিখ ৷ তার আগেই ধর্ষকদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে চান তার স্ত্রী ৷ বিহারের ঔরঙ্গাবাদের একটি আদালতে ইতিমধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন তিনি ৷

2012 সালের 26 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত হন নির্ভয়া ৷ ওই ঘটনায় দীর্ঘ লড়াই চলার পর আগামী 20 মার্চ মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ হয়েছে ৷ তার আগেই অক্ষয় কুমার সিংয়ের থেকে ডিভোর্স চান তার স্ত্রী ৷ রনিতার আইনজীবী মুকেশ কুমার সিং বলেন, ‘‘ আমার মক্কেলের ডিভোর্স চাওয়ার সম্পূর্ণ অধিকার আছে ৷ হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 13(2)(II) অনুযায়ী কোনও মহিলার স্বামী যদি ধর্ষণ, নৃশংসতা বা পশুর মতো আচরণের অভিযোগে অভিযুক্ত হিসাবে প্রমাণিত হয়, তাহলে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করতে পারেন ৷’’

পুনিতার আবেদনে বলা হয়েছে, ‘‘যেহেতু পুনিতার স্বামীর ফাঁসির দিন ধার্য হয়ে গেছে, তিনি বিধবা হিসাবে জীবন কাটাতে চান না ৷’’ আদালত পুনিতার বিবাহবিচ্ছেদের আবেদনের শুনানির দিন 19 মার্চ ধার্য করেছে, যা অক্ষয়ের ফাঁসির দিনের ঠিক একদিন আগে ৷

এর আগে চারবার ফাঁসির দিন ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে স্বামীর ফাঁসির আগে আইনত বিবাহ থেকে মুক্তি পেতে চান অক্ষয়ের স্ত্রী ৷

Last Updated : Mar 18, 2020, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.