ETV Bharat / bharat

নির্ভয়ার দোষী বিনয় শর্মার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

ছবি
ছবি
author img

By

Published : Feb 14, 2020, 2:20 PM IST

Updated : Feb 14, 2020, 3:04 PM IST

14:18 February 14

প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বিনয় শর্মা । আজ বিনয়ের আবেদন খারিজ করল শীর্ষ আদালত ।

দিল্লি, 14 ফেব্রুয়ারি : নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় শর্মার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট । রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল বিনয় । কিন্তু তা খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেই খারিজকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় বিনয় ।  

বিনয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করে, সংশোধনাগারে থাকাকালীন অত্যাচার হয়েছে বিনয়ের উপর । কিন্তু প্রাণভিক্ষার আর্জি খারিজের সময় বিনয়ের মানসিক অবস্থার কথা বিবেচনা করেননি রাষ্ট্রপতি । আজ বিনয় শর্মার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত । পাশপাশি জানিয়ে দেয়, মেডিকেল রিপোর্ট বলছে বিনয় মানসিকভাবে সুস্থ এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল ।  

প্রথমে 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহূর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ কিন্তু আবার পিছিয়ে যায় ফাঁসির দিন ।  

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী । তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় 2015 সালেই ছাড়া পেয়ে যায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । বাকি চার জন মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনানো হয়।  

14:18 February 14

প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বিনয় শর্মা । আজ বিনয়ের আবেদন খারিজ করল শীর্ষ আদালত ।

দিল্লি, 14 ফেব্রুয়ারি : নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় শর্মার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট । রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল বিনয় । কিন্তু তা খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেই খারিজকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় বিনয় ।  

বিনয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করে, সংশোধনাগারে থাকাকালীন অত্যাচার হয়েছে বিনয়ের উপর । কিন্তু প্রাণভিক্ষার আর্জি খারিজের সময় বিনয়ের মানসিক অবস্থার কথা বিবেচনা করেননি রাষ্ট্রপতি । আজ বিনয় শর্মার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত । পাশপাশি জানিয়ে দেয়, মেডিকেল রিপোর্ট বলছে বিনয় মানসিকভাবে সুস্থ এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল ।  

প্রথমে 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহূর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ কিন্তু আবার পিছিয়ে যায় ফাঁসির দিন ।  

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী । তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় 2015 সালেই ছাড়া পেয়ে যায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । বাকি চার জন মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনানো হয়।  

Last Updated : Feb 14, 2020, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.