ETV Bharat / bharat

কোরোনার সংক্রমণে ঘ্রাণশক্তি কমে যাওয়া সাধারণ সর্দির থেকে একেবারেই আলাদা - smell loss

সোয়াব টেস্টের জন্য ডায়াগনস্টিক সরঞ্জাম না থাকলে বা দ্রুত স্ক্রিনিংয়ের প্রয়োজন হলে - বিশেষত প্রাথমিক ও জরুরি বিভাগে বা বিমানবন্দরে এই পরীক্ষা করা যেতে পারে । দাবি গবেষকদের ।

COVID-19
COVID-19
author img

By

Published : Aug 20, 2020, 9:31 PM IST

হায়দরাবাদ, 20 অগাস্ট : সাধারণ সর্দি বা ফ্লু-তে ঘ্রাণশক্তি কমে যাওয়া আর কোরোনা সংক্রমণে ঘ্রাণশক্তি কমে যাওয়া একেবারেই আলাদা । ইউরোপের গন্ধ সংক্রান্ত রোগ বিশেষজ্ঞের একটি দলের নতুন একটি গবেষণায় দাবি এমনটাই । গতকাল রাইনোলজি জার্নালে ‘কমপ্যারিজ়ন অফ COVID-19 অ্যান্ড কমন কোল্ড কেমোসেনসরি ডিসফাংশন’ শীর্ষক প্রতিবেদনে এই প্রথম সাধারণ জ্বর-সর্দি এবং COVID-19-এর ফলে স্বাদ ও ঘ্রাণজনিত সমস্যার তুলনামূলক গবেষণা প্রকাশিত হয়েছে ।

ওই বিশেষজ্ঞদের দাবি, এর প্রধান পার্থক্যগুলি হ'ল, COVID-19 রোগীরা গন্ধের অনুভূতি হারালেও তারা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারে, সাধারণ সর্দির মতো নাক থেকে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ থাকে না এবং তারা তেতো বা মিষ্টি স্বাদ সনাক্ত করতে পারে না । এই অনুসন্ধান থেকে বলা যায়, COVID-19 মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সংক্রমিত করে । এই দলটির আশা, তাদের এই গবেষণা প্রাথমিক এবং জরুরি বিভাগে গন্ধ এবং স্বাদ পরীক্ষা করে দ্রুত COVID-19 স্ক্রিনিংয়ে সহায়তা করতে পারে ।

UEA-র নরউইচ মেডিকেল স্কুলের গবেষক প্রফেসর কার্ল ফিলপট বলেন, “গন্ধ এবং স্বাদগ্রহণ ক্ষমতা হ্রাস পাওয়া COVID-19 এর একটি প্রধান লক্ষণ । তবে খুব বেশি সর্দি হওয়ার একটি সাধারণ লক্ষণ এটি । ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যাওয়ায় যে ধরণের গন্ধজনিত সমস্যা হয় তার সঙ্গে COVID-19-এর ফলে গন্ধ নেওয়ার ক্ষমতা হ্রাসের ঠিক কী পার্থক্য তা আমরা খুঁজে বার করতে চেয়েছিলাম ।" গবেষণা দলটি একই বয়স ও লিঙ্গের 10 জন COVID-19 রোগী, সাধারণ জ্বর-সর্দি রয়েছে এমন 10 জন রোগী এবং 10 জন সুস্থ মানুষের ওপর স্বাদ ও গন্ধের এই পরীক্ষা করেন ।

কার্ল ফিলপট বলেন, “আমরা দেখলাম, COVID-19 রোগীর ক্ষেত্রে গন্ধ নেওয়ার ক্ষমতা হ্রাসের হার অনেক বেশি । তারা গন্ধ সনাক্ত করতে কম সক্ষম এবং তেতো বা মিষ্টি স্বাদগুলি সনাক্ত করতে পারেননি । এর মাধ্যমে সাধারণ সর্দি বা ফ্লু-তে আক্রান্তদের থেকে COVID-19 আক্রান্তদের আলাদা করে সনাক্ত করা যেতে পারে । যদিও এই পরীক্ষা ডায়াগনস্টিক সরঞ্জামের সাহায্যে সোয়াব টেস্টের পরিপূরক নয় । তবে, এই সরঞ্জাম না থাকলে বা দ্রুত স্ক্রিনিংয়ের প্রয়োজন হলে - বিশেষত প্রাথমিক ও জরুরি বিভাগে বা বিমানবন্দরে এই পরীক্ষা করা যেতে পারে ।”

কিছু রোগীর স্নায়বিক লক্ষণগুলির উপর ভিত্তি করে এর আগে বলা হয়েছিল, COVID-19 ভাইরাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে । SARS-এর সঙ্গেও এর মিল রয়েছে, যা সম্ভবত নাকের স্মেল রিসেপ্টরগুলির মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে বলেও জানা গিয়েছে । প্রফেসর কার্ল ফিলপট বলেন, "আমাদের ফলাফল কমপক্ষে কিছুটা হলেও প্রমাণিত COVID-19-এর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্তরে একটি নির্দিষ্ট যোগাযোগ রয়েছে । COVID-19-এ আক্রান্তরা বিশেষ করে মিষ্টি এবং তেতো স্বাদগ্রহণের ক্ষমতা হারান এবং আশ্চর্যজনকভাবে মিষ্টি ও তেতো স্বাদবিশিষ্ট খাবার সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।"

হায়দরাবাদ, 20 অগাস্ট : সাধারণ সর্দি বা ফ্লু-তে ঘ্রাণশক্তি কমে যাওয়া আর কোরোনা সংক্রমণে ঘ্রাণশক্তি কমে যাওয়া একেবারেই আলাদা । ইউরোপের গন্ধ সংক্রান্ত রোগ বিশেষজ্ঞের একটি দলের নতুন একটি গবেষণায় দাবি এমনটাই । গতকাল রাইনোলজি জার্নালে ‘কমপ্যারিজ়ন অফ COVID-19 অ্যান্ড কমন কোল্ড কেমোসেনসরি ডিসফাংশন’ শীর্ষক প্রতিবেদনে এই প্রথম সাধারণ জ্বর-সর্দি এবং COVID-19-এর ফলে স্বাদ ও ঘ্রাণজনিত সমস্যার তুলনামূলক গবেষণা প্রকাশিত হয়েছে ।

ওই বিশেষজ্ঞদের দাবি, এর প্রধান পার্থক্যগুলি হ'ল, COVID-19 রোগীরা গন্ধের অনুভূতি হারালেও তারা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারে, সাধারণ সর্দির মতো নাক থেকে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ থাকে না এবং তারা তেতো বা মিষ্টি স্বাদ সনাক্ত করতে পারে না । এই অনুসন্ধান থেকে বলা যায়, COVID-19 মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সংক্রমিত করে । এই দলটির আশা, তাদের এই গবেষণা প্রাথমিক এবং জরুরি বিভাগে গন্ধ এবং স্বাদ পরীক্ষা করে দ্রুত COVID-19 স্ক্রিনিংয়ে সহায়তা করতে পারে ।

UEA-র নরউইচ মেডিকেল স্কুলের গবেষক প্রফেসর কার্ল ফিলপট বলেন, “গন্ধ এবং স্বাদগ্রহণ ক্ষমতা হ্রাস পাওয়া COVID-19 এর একটি প্রধান লক্ষণ । তবে খুব বেশি সর্দি হওয়ার একটি সাধারণ লক্ষণ এটি । ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যাওয়ায় যে ধরণের গন্ধজনিত সমস্যা হয় তার সঙ্গে COVID-19-এর ফলে গন্ধ নেওয়ার ক্ষমতা হ্রাসের ঠিক কী পার্থক্য তা আমরা খুঁজে বার করতে চেয়েছিলাম ।" গবেষণা দলটি একই বয়স ও লিঙ্গের 10 জন COVID-19 রোগী, সাধারণ জ্বর-সর্দি রয়েছে এমন 10 জন রোগী এবং 10 জন সুস্থ মানুষের ওপর স্বাদ ও গন্ধের এই পরীক্ষা করেন ।

কার্ল ফিলপট বলেন, “আমরা দেখলাম, COVID-19 রোগীর ক্ষেত্রে গন্ধ নেওয়ার ক্ষমতা হ্রাসের হার অনেক বেশি । তারা গন্ধ সনাক্ত করতে কম সক্ষম এবং তেতো বা মিষ্টি স্বাদগুলি সনাক্ত করতে পারেননি । এর মাধ্যমে সাধারণ সর্দি বা ফ্লু-তে আক্রান্তদের থেকে COVID-19 আক্রান্তদের আলাদা করে সনাক্ত করা যেতে পারে । যদিও এই পরীক্ষা ডায়াগনস্টিক সরঞ্জামের সাহায্যে সোয়াব টেস্টের পরিপূরক নয় । তবে, এই সরঞ্জাম না থাকলে বা দ্রুত স্ক্রিনিংয়ের প্রয়োজন হলে - বিশেষত প্রাথমিক ও জরুরি বিভাগে বা বিমানবন্দরে এই পরীক্ষা করা যেতে পারে ।”

কিছু রোগীর স্নায়বিক লক্ষণগুলির উপর ভিত্তি করে এর আগে বলা হয়েছিল, COVID-19 ভাইরাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে । SARS-এর সঙ্গেও এর মিল রয়েছে, যা সম্ভবত নাকের স্মেল রিসেপ্টরগুলির মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে বলেও জানা গিয়েছে । প্রফেসর কার্ল ফিলপট বলেন, "আমাদের ফলাফল কমপক্ষে কিছুটা হলেও প্রমাণিত COVID-19-এর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্তরে একটি নির্দিষ্ট যোগাযোগ রয়েছে । COVID-19-এ আক্রান্তরা বিশেষ করে মিষ্টি এবং তেতো স্বাদগ্রহণের ক্ষমতা হারান এবং আশ্চর্যজনকভাবে মিষ্টি ও তেতো স্বাদবিশিষ্ট খাবার সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.