দিল্লি, 7 জুলাই : কেউ লিখেছেন, "কখনও বিশ্বাস করবে না ওদের (চিন)৷ কখনও না ৷" কেউ আবার আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, "আশা করছি 1962-র পুনরাবৃত্তি হবে না ৷" আর প্রত্যেকেরই এই সতর্কবার্তার সঙ্গে রয়েছে 1962-র 15 জুলাইয়ের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতার ছবি ৷ গতকাল চিনা সেনার পিছু হটার খবর প্রকাশ্যে আসার পর টুইটারে এরকমই একাধিক পোস্ট করতে দেখা যায় নেটিজ়েনদের ৷
এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম আশঙ্কায় ভুগছেন নেটিজ়েনরা ? যখন চিনা সেনা পিছু হটে গেছে তখন কেন কেন্দ্রকে সতর্ক করছেন তাঁরা ? আর 1962-র 15 জুলাই কী হয়েছিল ?
ফ্রি প্রেস জার্নালের টুইটারে গতকাল 1962-র একটি সংবাদপত্র দা ভারত জ্যোতির প্রথম পাতার ছবি পোস্ট করা হয় ৷ সঙ্গে লেখা হয়, "ব্লাস্ট ফ্রম দা পাস্ট৷'' ফ্রি প্রেস জার্নালের পোস্ট করা তৎকালীন সংবাদপত্রের প্রথম পাতাটিতে শিরোনামে লেখা, "বিপজ্জনক অবস্থান থেকে পিছু হটল চিনা সেনা ৷"
-
Also in July 1962, PLA moved back from Galwan valley, only to declare full war in October. Hope history isn’t repeating in 2020 https://t.co/pRV4aE8abw
— Debarati (@debarati_m) July 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Also in July 1962, PLA moved back from Galwan valley, only to declare full war in October. Hope history isn’t repeating in 2020 https://t.co/pRV4aE8abw
— Debarati (@debarati_m) July 6, 2020Also in July 1962, PLA moved back from Galwan valley, only to declare full war in October. Hope history isn’t repeating in 2020 https://t.co/pRV4aE8abw
— Debarati (@debarati_m) July 6, 2020
আর প্রতিবেদনটিতে লেখা হয় যে, ভারতীয় সীমানার দিকে এগিয়ে আসার 24 ঘণ্টা পর 200 গজ পিছিয়ে এসেছে চিনা সেনা ৷ এই ঘটনার তিন মাস পরই শুরু হয় ভারত-চিন যুদ্ধ ৷
1962-র সেই স্মৃতি উসকে টুইটারে আশঙ্কা প্রকাশ করেন নেটিজ়েনরা ৷ একইসঙ্গে চিনকে বিশ্বাস করতে না বলে কেন্দ্রকে সতর্কও থাকতে বলেন তাঁরা ৷
-
Never trust them.
— Yashwant Deshmukh 🇮🇳 (@YRDeshmukh) July 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Never ever ever. https://t.co/1p49rWCp3F
">Never trust them.
— Yashwant Deshmukh 🇮🇳 (@YRDeshmukh) July 6, 2020
Never ever ever. https://t.co/1p49rWCp3FNever trust them.
— Yashwant Deshmukh 🇮🇳 (@YRDeshmukh) July 6, 2020
Never ever ever. https://t.co/1p49rWCp3F
প্রসঙ্গত, গতকাল গালওয়না উপত্যকা থেকে দুই কিলোমিটার পিছনে সরে যায় চিনা সেনা ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, কর্পস কমান্ডার স্তরে বৈঠকের পর তাঁবু, গাড়ি এবং বাহিনী সরিয়ে নিয়েছে চিন । তবে, গালওয়ান নদীর পার্শ্ববর্তী দুর্গম এলাকায় এখনও অস্ত্রবাহী গাড়ি মোতায়েন রেখেছে চিন । তাই ভারতীয় সেনা সেদিকে নজর রেখেছে ।