ETV Bharat / bharat

পশ্চিম চম্পারণের গণ্ডক ব্যারেজের কাছে ক্যাম্প নেপালের - নেপাল

বাল্মিকীনগর গণ্ডকরাজের কাছে নতুন দু'টি ক্যাম্প তৈরি করেছে নেপাল । আগামী সপ্তাহে সেখানে সশস্ত্র পুলিশ মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে তারা ।

ভারত-নেপাল সীমান্ত
author img

By

Published : Jun 30, 2020, 2:34 AM IST

পশ্চিম চম্পারণ, 29 জুন : সীমান্ত বরাবর বাল্মিকীনগর গণ্ডকরাজের কাছে দু'টি নতুন ক্যাম্প তৈরি করেছে নেপাল । সূত্রের খবর, আগামী সপ্তাহে গণ্ডক ব‍্যারেজে সশস্ত্র পুলিশ মোতায়েন করার পরিকল্পনা করেছে সেদেশের সরকার ।

নেপালের এক বাসিন্দা জানিয়েছেন, নেপালের পুলিশ বাহিনীর হাতে পুরোনো অস্ত্রের পরিবর্তে চিনা আধুনিক অস্ত্র তুলে দেওয়া হয়েছে । যদিও লকডাউনের কারণে ভারত-নেপাল সীমান্ত বন্ধ আছে । দু'দেশের তরফে যাতায়াত বন্ধ রাখা হয়েছে । লকডাউনের সময় সুনাওলি এবং মহেশপুরে কয়েক ডজন ক্যাম্প তৈরি করেছিল নেপাল । যেখানে বিদেশি ভাষায় কিছু চিহ্ন আঁকা ছিল । পান্থোলা গ্রামে ভারতীয় সীমান্ত বরাবর সাময়িকভাবে ক্যাম্প ও একটি ওয়াচ টাওয়ার তৈরি করেছিল নেপাল । সামরিক আলোচনার পর সেসব সরিয়ে নেয় তারা । সরিসাওয়া নদীর পাশে ভারতীয় ভূখণ্ডে ক্যাম্প ও ওয়াচ টাওয়ার তৈরি করেছিল নেপাল । তার জেরে বিতর্ক তৈরি হয় ।

বিতর্কিত জমি নিয়ে নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলে আসছে । অতীতে বহুবার এই নিয়ে বিতর্কে জড়িয়েছে দুই দেশ । সম্প্রতি নেপালে একটি মানচিত্র প্রকাশ করা হয় । তাতে ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে নেপাল সরকার । দু'দেশের উত্তেজনার মাঝে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । স্থানীয় ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে কপালে ভাঁজ পড়েছে । গতকাল নেপালের প্রধানমন্ত্রী ওলি অভিযোগ করেন, “আমি জানতে পেরেছি দিল্লিতে বৈঠক হয়েছে । আমাদের সরকার নেপালের যে নতুন মানচিত্র প্রকাশ করেছে, তার বিরুদ্ধে পদক্ষেপের জন্য ভারত পরিকল্পনা করছে ।” তিনি আরও বলেন, নেপালের সংসদে তাঁঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে । বাইরের কোনও শক্তি তাঁঁর বিরুদ্ধে চক্রান্ত করে সফল হবে না ।

পশ্চিম চম্পারণ, 29 জুন : সীমান্ত বরাবর বাল্মিকীনগর গণ্ডকরাজের কাছে দু'টি নতুন ক্যাম্প তৈরি করেছে নেপাল । সূত্রের খবর, আগামী সপ্তাহে গণ্ডক ব‍্যারেজে সশস্ত্র পুলিশ মোতায়েন করার পরিকল্পনা করেছে সেদেশের সরকার ।

নেপালের এক বাসিন্দা জানিয়েছেন, নেপালের পুলিশ বাহিনীর হাতে পুরোনো অস্ত্রের পরিবর্তে চিনা আধুনিক অস্ত্র তুলে দেওয়া হয়েছে । যদিও লকডাউনের কারণে ভারত-নেপাল সীমান্ত বন্ধ আছে । দু'দেশের তরফে যাতায়াত বন্ধ রাখা হয়েছে । লকডাউনের সময় সুনাওলি এবং মহেশপুরে কয়েক ডজন ক্যাম্প তৈরি করেছিল নেপাল । যেখানে বিদেশি ভাষায় কিছু চিহ্ন আঁকা ছিল । পান্থোলা গ্রামে ভারতীয় সীমান্ত বরাবর সাময়িকভাবে ক্যাম্প ও একটি ওয়াচ টাওয়ার তৈরি করেছিল নেপাল । সামরিক আলোচনার পর সেসব সরিয়ে নেয় তারা । সরিসাওয়া নদীর পাশে ভারতীয় ভূখণ্ডে ক্যাম্প ও ওয়াচ টাওয়ার তৈরি করেছিল নেপাল । তার জেরে বিতর্ক তৈরি হয় ।

বিতর্কিত জমি নিয়ে নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলে আসছে । অতীতে বহুবার এই নিয়ে বিতর্কে জড়িয়েছে দুই দেশ । সম্প্রতি নেপালে একটি মানচিত্র প্রকাশ করা হয় । তাতে ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে নেপাল সরকার । দু'দেশের উত্তেজনার মাঝে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । স্থানীয় ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে কপালে ভাঁজ পড়েছে । গতকাল নেপালের প্রধানমন্ত্রী ওলি অভিযোগ করেন, “আমি জানতে পেরেছি দিল্লিতে বৈঠক হয়েছে । আমাদের সরকার নেপালের যে নতুন মানচিত্র প্রকাশ করেছে, তার বিরুদ্ধে পদক্ষেপের জন্য ভারত পরিকল্পনা করছে ।” তিনি আরও বলেন, নেপালের সংসদে তাঁঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে । বাইরের কোনও শক্তি তাঁঁর বিরুদ্ধে চক্রান্ত করে সফল হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.