ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের 'বিতর্কিত' অঞ্চলগুলিতে যাতায়াত করতে পারে নাগরিকরা, জানাল নেপাল

কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ নেপালের এলাকা ৷ তাই এই এলাকাগুলিতে অবাধে যাতায়াত করতে পারে নেপালের নাগরিকরা ৷ একটি চিঠির উত্তরে জানাল নেপাল ৷

'disputed' areas in Uttarakhand
উত্তরাখণ্ডের 'বিতর্কিত' অঞ্চল
author img

By

Published : Aug 3, 2020, 10:02 PM IST

পিথোরাগড় (উত্তরাখণ্ড), 3 অগাস্ট : সুগৌলি চুক্তি অনুযায়ী কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ এই এলাকাগুলিতে অবাধে যাতায়াত করতে পারে নেপালের নাগরিকরা ৷ ধরচুলার মহকুমাশাসকের চিঠির প্রেক্ষিতে এই উত্তর দিল নেপাল কর্তৃপক্ষ ৷

জানা গেছে, সম্প্রতি ধরচুলার মহকুমা শাসক অনিল শুক্লা নেপালের ধরচুলার জেলাশাসককে একটি চিঠি লেখেন ৷ সেই চিঠিতে অনিল শুক্লা জানান, কিছু নেপালি সংস্থা সংবাদমাধ্যমের নজরে আসতে কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখে অনুপ্রবেশ করতে পারে ৷ এই চিঠির উত্তরে পালটা চিঠি দেন নেপালের ধরচুলার জেলার সহায়ককারী প্রধান তেক সিং কুনওয়ার ৷ ওই চিঠি বলা হয়, 1816 সালের সুগৌলি চুক্তি অনুযায়ী, লিম্পিয়াধুরা, কুটি, নবি, গুঞ্জি, কালাপানি ও লিপুলেখ নেপালের এলাকা ৷ তাই এলাকাগুলিতে নেপালের নাগরিকরা সহজেই যাতায়ত করতে পারে ৷

নেপালের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী কমল থাপা এই চিঠিটি টুইটারে পোস্ট করে ৷ একই সঙ্গে ওই জেলা সহায়ককারী প্রধানের প্রশংসাও করেন ৷ সম্প্রতি নেপালের সংসদে নতুন রাজনৈতিক মানচিত্রটি অনুমোদন পেয়েছে ৷ ওই মানচিত্রে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের অংশ হিসেবে দেখানো হয় ৷ নেপাল দীর্ঘসময় ধরে এই এলাকাগুলিকে নিজেদের বলে দাবি করে আসছিল ৷ আর ভারত সরকার নেপালের এই দাবির বিরোধিতা করে ৷

পিথোরাগড় (উত্তরাখণ্ড), 3 অগাস্ট : সুগৌলি চুক্তি অনুযায়ী কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ এই এলাকাগুলিতে অবাধে যাতায়াত করতে পারে নেপালের নাগরিকরা ৷ ধরচুলার মহকুমাশাসকের চিঠির প্রেক্ষিতে এই উত্তর দিল নেপাল কর্তৃপক্ষ ৷

জানা গেছে, সম্প্রতি ধরচুলার মহকুমা শাসক অনিল শুক্লা নেপালের ধরচুলার জেলাশাসককে একটি চিঠি লেখেন ৷ সেই চিঠিতে অনিল শুক্লা জানান, কিছু নেপালি সংস্থা সংবাদমাধ্যমের নজরে আসতে কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখে অনুপ্রবেশ করতে পারে ৷ এই চিঠির উত্তরে পালটা চিঠি দেন নেপালের ধরচুলার জেলার সহায়ককারী প্রধান তেক সিং কুনওয়ার ৷ ওই চিঠি বলা হয়, 1816 সালের সুগৌলি চুক্তি অনুযায়ী, লিম্পিয়াধুরা, কুটি, নবি, গুঞ্জি, কালাপানি ও লিপুলেখ নেপালের এলাকা ৷ তাই এলাকাগুলিতে নেপালের নাগরিকরা সহজেই যাতায়ত করতে পারে ৷

নেপালের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী কমল থাপা এই চিঠিটি টুইটারে পোস্ট করে ৷ একই সঙ্গে ওই জেলা সহায়ককারী প্রধানের প্রশংসাও করেন ৷ সম্প্রতি নেপালের সংসদে নতুন রাজনৈতিক মানচিত্রটি অনুমোদন পেয়েছে ৷ ওই মানচিত্রে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের অংশ হিসেবে দেখানো হয় ৷ নেপাল দীর্ঘসময় ধরে এই এলাকাগুলিকে নিজেদের বলে দাবি করে আসছিল ৷ আর ভারত সরকার নেপালের এই দাবির বিরোধিতা করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.