ETV Bharat / bharat

বিহার সীমান্তে গুলি নেপাল পুলিশের, জখম এক ভারতীয় - 1 injured as Nepal police shoot at 3

বিকেলের দিকে কিষাণগঞ্জ এলাকায় গুলি চালায় নেপাল পুলিশ ৷ ঘটনায় একজন জখম হয়েছেন ৷

বিহার সীমান্তে গুলি
বিহার সীমান্তে গুলি
author img

By

Published : Jul 19, 2020, 9:07 PM IST

Updated : Jul 19, 2020, 9:19 PM IST

পটনা, 19 জুলাই : নেপাল-ভারত সীমান্তে বিহারের কিষাণগঞ্জের কাছে ভারতীয়দের লক্ষ্য করে গুলি নেপাল পুলিশের ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন ৷ তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কিষাণগঞ্জ পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে কিষাণগঞ্জের SP কুমার আশিস জানান, বিকেলের দিকে কিষাণগঞ্জ এলাকা দিয়ে যাচ্ছিলেন তিন ভারতীয় ৷ সেইসময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় নেপাল পুলিশ ৷ ঘটনায় একজন গুরুতর জখম হন ৷ নাম জিতেন্দ্র কুমার (25) ৷ প্রথমে তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় ৷ পরে পুরুনিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে এখনও বিপন্মুক্ত নন তিনি ৷ যদিও বাকি দু'জন সুস্থ রয়েছেন ৷

মাসখানেক আগেই বিহারের সিতামারহি জেলার সীমান্ত এলাকায় একই ঘটনা ঘটে ৷ পুলিশ আধিকারিকদের কথায়, সেদিন নেপাল পুলিশের গুলিতে চার ভারতীয় জখম হয়েছিলেন ৷

পটনা, 19 জুলাই : নেপাল-ভারত সীমান্তে বিহারের কিষাণগঞ্জের কাছে ভারতীয়দের লক্ষ্য করে গুলি নেপাল পুলিশের ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন ৷ তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কিষাণগঞ্জ পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে কিষাণগঞ্জের SP কুমার আশিস জানান, বিকেলের দিকে কিষাণগঞ্জ এলাকা দিয়ে যাচ্ছিলেন তিন ভারতীয় ৷ সেইসময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় নেপাল পুলিশ ৷ ঘটনায় একজন গুরুতর জখম হন ৷ নাম জিতেন্দ্র কুমার (25) ৷ প্রথমে তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় ৷ পরে পুরুনিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে এখনও বিপন্মুক্ত নন তিনি ৷ যদিও বাকি দু'জন সুস্থ রয়েছেন ৷

মাসখানেক আগেই বিহারের সিতামারহি জেলার সীমান্ত এলাকায় একই ঘটনা ঘটে ৷ পুলিশ আধিকারিকদের কথায়, সেদিন নেপাল পুলিশের গুলিতে চার ভারতীয় জখম হয়েছিলেন ৷

Last Updated : Jul 19, 2020, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.