দিল্লি, 29 সেপ্টেম্বর : ফের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বললেন, নেহরুর সংঘর্ষবিরতি চুক্তির ফলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর তৈরি হয়েছে ৷ কাশ্মীর ইশুকে রাষ্ট্রসংঘের দরবারে নিয়ে যাওয়ার বিষয়টিকে বিশাল ভুল, 'হিমালয়ান মিসটেক' বলে উল্লেখ করেন তিনি ৷
অমিত শাহের কথায়, ''আমাদের জায়গা পুনরুদ্ধার করে এনেছিলাম ৷ সামরিক বাহিনীও আত্মবিশ্বাসী ছিল ৷ কিন্তু আচমকা সংঘর্ষবিরতি ঘোষণা করলেন আমাদের প্রধানমন্ত্রী (জওহরলাল নেহরু) ৷ একটা বড় অংশ তখনও পাকিস্তানের অধীনে ছিল ৷ এরপর 1948 সালে রাষ্ট্রসংঘে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়ার বিষয়টিও নেহরুর ব্যক্তিগত ছিল ৷''
দিল্লিতে জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে বক্তৃতার সময় অমিত শাহ বলেন, নেহরুর প্রথম ভুল ছিল সংঘর্ষবিরতি, দ্বিতীয় ভুল হল রাষ্ট্রসংঘে কাশ্মীর ইশু উত্থাপন করা ৷ কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, সংসদ কী ভাবে একপাক্ষিক ভিত্তিতে জম্মু-কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ? ইন্দিরা গান্ধি ও জু়লফিকর আলি ভুট্টোর মধ্যে শিমলা চুক্তি হওয়ার পর রাষ্ট্রসংঘের এ বিষয়ে কিছু বলার থাকতে পারে না ৷
অমিত শাহ আজ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রশংসা করে বলেন, "630টি স্থানকে একত্র করা এত সহজ ছিল না ৷ প্যাটেল তা পেরেছিলেন ৷ দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি শ্রদ্ধা জানাতে চাই ৷ " এরপর শাহ 370 ধারা রদের বিষয়টিকে ফের গুরুত্ব আরোপ করে বলেন, আগামী পাঁচ থেকে সাত বছরে জম্মু-কাশ্মীর সবচেয়ে উন্নত একটি রাজ্যে পরিণত হবে ৷ এই রাজ্যে কোনও নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ নেই বলেও উল্লেখ করেন শাহ ৷