ETV Bharat / bharat

"কাশ্মীর ইশুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়া পাহাড়প্রমাণ ভুল ছিল নেহরুর"

author img

By

Published : Sep 29, 2019, 8:40 PM IST

Updated : Sep 30, 2019, 7:57 AM IST

কাশ্মীর ইশু নিয়ে ফের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কাশ্মীর ইশুকে রাষ্ট্রসংঘের দরবারে নিয়ে যাওয়ার বিষয়টিকে বিশাল ভুল, 'হিমালয়ান মিসটেক' বলে উল্লেখ করেন অমিত শাহ ৷

৷ কাশ্মীর ইশুকে রাষ্ট্রসংঘের দরবারে নিয়ে যাওয়ার বিষয়টিকে বিশাল ভুল, 'হিমালয়ান মিসটেক' বলে উল্লেখ করেন তিনি ৷

দিল্লি, 29 সেপ্টেম্বর : ফের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বললেন, নেহরুর সংঘর্ষবিরতি চুক্তির ফলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর তৈরি হয়েছে ৷ কাশ্মীর ইশুকে রাষ্ট্রসংঘের দরবারে নিয়ে যাওয়ার বিষয়টিকে বিশাল ভুল, 'হিমালয়ান মিসটেক' বলে উল্লেখ করেন তিনি ৷

অমিত শাহের কথায়, ''আমাদের জায়গা পুনরুদ্ধার করে এনেছিলাম ৷ সামরিক বাহিনীও আত্মবিশ্বাসী ছিল ৷ কিন্তু আচমকা সংঘর্ষবিরতি ঘোষণা করলেন আমাদের প্রধানমন্ত্রী (জওহরলাল নেহরু) ৷ একটা বড় অংশ তখনও পাকিস্তানের অধীনে ছিল ৷ এরপর 1948 সালে রাষ্ট্রসংঘে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়ার বিষয়টিও নেহরুর ব্যক্তিগত ছিল ৷''

দিল্লিতে জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে বক্তৃতার সময় অমিত শাহ বলেন, নেহরুর প্রথম ভুল ছিল সংঘর্ষবিরতি, দ্বিতীয় ভুল হল রাষ্ট্রসংঘে কাশ্মীর ইশু উত্থাপন করা ৷ কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, সংসদ কী ভাবে একপাক্ষিক ভিত্তিতে জম্মু-কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ? ইন্দিরা গান্ধি ও জু়লফিকর আলি ভুট্টোর মধ্যে শিমলা চুক্তি হওয়ার পর রাষ্ট্রসংঘের এ বিষয়ে কিছু বলার থাকতে পারে না ৷

অমিত শাহ আজ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রশংসা করে বলেন, "630টি স্থানকে একত্র করা এত সহজ ছিল না ৷ প্যাটেল তা পেরেছিলেন ৷ দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি শ্রদ্ধা জানাতে চাই ৷ " এরপর শাহ 370 ধারা রদের বিষয়টিকে ফের গুরুত্ব আরোপ করে বলেন, আগামী পাঁচ থেকে সাত বছরে জম্মু-কাশ্মীর সবচেয়ে উন্নত একটি রাজ্যে পরিণত হবে ৷ এই রাজ্যে কোনও নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ নেই বলেও উল্লেখ করেন শাহ ৷

দিল্লি, 29 সেপ্টেম্বর : ফের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বললেন, নেহরুর সংঘর্ষবিরতি চুক্তির ফলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর তৈরি হয়েছে ৷ কাশ্মীর ইশুকে রাষ্ট্রসংঘের দরবারে নিয়ে যাওয়ার বিষয়টিকে বিশাল ভুল, 'হিমালয়ান মিসটেক' বলে উল্লেখ করেন তিনি ৷

অমিত শাহের কথায়, ''আমাদের জায়গা পুনরুদ্ধার করে এনেছিলাম ৷ সামরিক বাহিনীও আত্মবিশ্বাসী ছিল ৷ কিন্তু আচমকা সংঘর্ষবিরতি ঘোষণা করলেন আমাদের প্রধানমন্ত্রী (জওহরলাল নেহরু) ৷ একটা বড় অংশ তখনও পাকিস্তানের অধীনে ছিল ৷ এরপর 1948 সালে রাষ্ট্রসংঘে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়ার বিষয়টিও নেহরুর ব্যক্তিগত ছিল ৷''

দিল্লিতে জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে বক্তৃতার সময় অমিত শাহ বলেন, নেহরুর প্রথম ভুল ছিল সংঘর্ষবিরতি, দ্বিতীয় ভুল হল রাষ্ট্রসংঘে কাশ্মীর ইশু উত্থাপন করা ৷ কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, সংসদ কী ভাবে একপাক্ষিক ভিত্তিতে জম্মু-কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ? ইন্দিরা গান্ধি ও জু়লফিকর আলি ভুট্টোর মধ্যে শিমলা চুক্তি হওয়ার পর রাষ্ট্রসংঘের এ বিষয়ে কিছু বলার থাকতে পারে না ৷

অমিত শাহ আজ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রশংসা করে বলেন, "630টি স্থানকে একত্র করা এত সহজ ছিল না ৷ প্যাটেল তা পেরেছিলেন ৷ দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি শ্রদ্ধা জানাতে চাই ৷ " এরপর শাহ 370 ধারা রদের বিষয়টিকে ফের গুরুত্ব আরোপ করে বলেন, আগামী পাঁচ থেকে সাত বছরে জম্মু-কাশ্মীর সবচেয়ে উন্নত একটি রাজ্যে পরিণত হবে ৷ এই রাজ্যে কোনও নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ নেই বলেও উল্লেখ করেন শাহ ৷

New Delhi, Sep 28 (ANI): Prime Minister Narendra Modi urged people to join the exercise (plogging) to ban on single-use plastic on October 2, Mahatma Gandhi's 150th birth anniversary on October 2.He made this statement while addressing the nation through his monthly radio broadcast 'Mann Ki Baat' on Sunday (September 29). Earlier this week, PM Modi received the Global Goalkeeper award by the Bill and Melinda Gates Foundation for his government's Swachh Bharat Abhiyan.
Last Updated : Sep 30, 2019, 7:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.