ETV Bharat / bharat

পরিষদীয় দলনেতা নীতীশই ? আজ পটনায় বৈঠক NDA-র - সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রী

আজ পটনায় বৈঠকে NDA। যোগ দিতে পারেন রাজনাথ সিং ।

JD(U) president Nitish Kumar
JD(U) president Nitish Kumar
author img

By

Published : Nov 15, 2020, 10:32 AM IST

পটনা, 15 নভেম্বর : নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আজ পটনায় বৈঠক করতে চলেছে NDA । যেখানে নীতীশ কুমারকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হতে পারে ।

এই বৈঠকে রাজনাথ সিং যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে । এছাড়াও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং প্রবীণ BJP নেতা ভূপেন্দ্র যাদবও বৈঠকে যোগ দিতে পারেন ।

বিহার বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে NDA । BJP 74টি ও JD(U) 43টি আসনে জয় পেয়েছে । জোটের বৃহত্তম দল হলেও JD(U) নেতা নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন বলে ঘোষণা করে BJP নেতৃত্ব । যদিও এনিয়ে সিদ্ধান্ত NDA নেতৃত্বের উপরই ছেড়ে দিয়েছেন নীতীশ কুমার ।

16 নভেম্বর সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতীশ কুমার ।

পটনা, 15 নভেম্বর : নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আজ পটনায় বৈঠক করতে চলেছে NDA । যেখানে নীতীশ কুমারকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হতে পারে ।

এই বৈঠকে রাজনাথ সিং যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে । এছাড়াও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং প্রবীণ BJP নেতা ভূপেন্দ্র যাদবও বৈঠকে যোগ দিতে পারেন ।

বিহার বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে NDA । BJP 74টি ও JD(U) 43টি আসনে জয় পেয়েছে । জোটের বৃহত্তম দল হলেও JD(U) নেতা নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন বলে ঘোষণা করে BJP নেতৃত্ব । যদিও এনিয়ে সিদ্ধান্ত NDA নেতৃত্বের উপরই ছেড়ে দিয়েছেন নীতীশ কুমার ।

16 নভেম্বর সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতীশ কুমার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.