ETV Bharat / bharat

বিহারে একজোট হয়েই নির্বাচনে লড়বে NDA : রবিশংকর প্রসাদ

author img

By

Published : Sep 27, 2020, 1:44 PM IST

"NDA একটি ঐক্যবদ্ধ সংগঠন । আমরা একসঙ্গেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব । কিছু সমস্যা হলে তার সমাধান করা হবে ।" বিহার নির্বাচনে জোট নিয়ে বললেন রবিশংকর প্রসাদ ।

Ravi Shankar Prasad
Ravi Shankar Prasad

পটনা, 27 সেপ্টেম্বর : বিহার একসঙ্গেই লড়বে NDA । বললেন BJP নেতা রবিশংকর প্রসাদ । সেইসঙ্গে জোটের অভ্যন্তরে যে কিছু সমস্যা রয়েছে ঠিক সময়ে তার সমাধান হয়ে যাবে বলেও নিশ্চিত করেন তিনি । কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিহারে যে উন্নয়নমূলক কাজ করেছে তার জন্য নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোট সরকার ফের জিতবে বলেও আত্মবিশ্বাসী তিনি ।

তিনি বলেন, "NDA একটি ঐক্যবদ্ধ সংগঠন । আমরা একসঙ্গেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব । কিছু সমস্যা হলে তার সমাধান করা হবে ।"

ইতিমধ্যেই শোনা যাচ্ছে নির্বাচনে JD(U)-র বিরুদ্ধে প্রার্থী দেবে LJP । নীতীশ কুমার সরকারের সমালোচনাও শোনা গেছে LJP প্রধান রামবিলাস পাসওয়ানের গলায় । আর NDA জোটে ফাটল ধরেছে বলে মনে করতে শুরু করেন অনেকে । কিন্তু, তাঁরা একজোট রয়েছেন বলে আজ জানান রবিশংকর প্রসাদ ।

28 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত তিন দফায় নির্বাচন হবে বিহারে । 10 নভেম্বর হবে ভোট গণনা । তিনি বলেন, "আসন ভাগাভাগি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে ।"

তিনি আরও বলেন, "আমি নিশ্চিত যে বিহারের মানুষ NDA-কে আশীর্বাদ করবে । উন্নয়নমূলক কাজই NDA-কে ক্ষমতায় ফিরে আসতে সহায়তা করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের প্রতি তাঁর যে ভালোবাসা প্রকাশ করেছিলেন তা বাস্তবে প্রমাণিত হয়েছে ।" RJD-র সমালোচনা করে তিনি বলেন, "বিরোধী মহাজোটের নেতা কে তা স্পষ্ট নয় । এই জোটের উপর থেকে আস্থা হারিয়েছে মানুষ । তাই হতাশায় রয়েছে বিরোধী জোট । তবে কারা এই জোটে রয়েছে তা জানতে আমি আগ্রহী ।"

পটনা, 27 সেপ্টেম্বর : বিহার একসঙ্গেই লড়বে NDA । বললেন BJP নেতা রবিশংকর প্রসাদ । সেইসঙ্গে জোটের অভ্যন্তরে যে কিছু সমস্যা রয়েছে ঠিক সময়ে তার সমাধান হয়ে যাবে বলেও নিশ্চিত করেন তিনি । কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিহারে যে উন্নয়নমূলক কাজ করেছে তার জন্য নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোট সরকার ফের জিতবে বলেও আত্মবিশ্বাসী তিনি ।

তিনি বলেন, "NDA একটি ঐক্যবদ্ধ সংগঠন । আমরা একসঙ্গেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব । কিছু সমস্যা হলে তার সমাধান করা হবে ।"

ইতিমধ্যেই শোনা যাচ্ছে নির্বাচনে JD(U)-র বিরুদ্ধে প্রার্থী দেবে LJP । নীতীশ কুমার সরকারের সমালোচনাও শোনা গেছে LJP প্রধান রামবিলাস পাসওয়ানের গলায় । আর NDA জোটে ফাটল ধরেছে বলে মনে করতে শুরু করেন অনেকে । কিন্তু, তাঁরা একজোট রয়েছেন বলে আজ জানান রবিশংকর প্রসাদ ।

28 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত তিন দফায় নির্বাচন হবে বিহারে । 10 নভেম্বর হবে ভোট গণনা । তিনি বলেন, "আসন ভাগাভাগি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে ।"

তিনি আরও বলেন, "আমি নিশ্চিত যে বিহারের মানুষ NDA-কে আশীর্বাদ করবে । উন্নয়নমূলক কাজই NDA-কে ক্ষমতায় ফিরে আসতে সহায়তা করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের প্রতি তাঁর যে ভালোবাসা প্রকাশ করেছিলেন তা বাস্তবে প্রমাণিত হয়েছে ।" RJD-র সমালোচনা করে তিনি বলেন, "বিরোধী মহাজোটের নেতা কে তা স্পষ্ট নয় । এই জোটের উপর থেকে আস্থা হারিয়েছে মানুষ । তাই হতাশায় রয়েছে বিরোধী জোট । তবে কারা এই জোটে রয়েছে তা জানতে আমি আগ্রহী ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.