ETV Bharat / bharat

রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল নৌ-সেনার যুদ্ধবিমান - ভারতীয় নৌ-সেনা

গোয়ার কাছে রুটিন প্রশিক্ষণ চলছিল ভারতীয় নৌ-সেনা বাহিনীর যুদ্ধবিমানের ৷ সেসময় বিমানটি ভেঙে পড়ে ৷ তবে, পাইলটের কিছু হয়নি বলে ভারতীয় নৌ-সেনার তরফে টুইটে জানানো হয়েছে ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 23, 2020, 4:45 PM IST

গোয়া, 23 ফেব্রুয়ারি : আজ সকালে নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল নৌ-সেনা বাহিনীর একটি যুদ্ধবিমান ৷ তবে, MiG-29K বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন ৷ সরকারি বিবৃতি অনুযায়ী, ঘটনার পর্যাপ্ত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷

আজ দুপুরে নৌ-সেনার তরফে টুইট করে জানানো হয়, "আজ সকাল সাড়ে 10টা নাগাদ MiG-29K বিমানটি গোয়ার কাছে রুটিন প্রশিক্ষণ করছিল ৷ সেসময় সেটি ভেঙে পড়ে যায় ৷ তবে, পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন এবং তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ ঘটনায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷" বিমানটি গোয়ার কাছে ভাস্কোর INS হংসা বেস থেকে উড়েছিল ৷

গত বছর নভেম্বরে একই ঘটনা ঘটেছিল ৷ গোয়ার কাছে অন্য একটি MiG-29K যুদ্ধ বিমান একইভাবে রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়েছিল ৷ পাইলট- ক্যাপ্টেন এম শেওখন্ড ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন ৷ নৌ-সেনার তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, বিমানটি ওড়ার সময় পাখিদের ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগে ৷ যার ফলে ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং ইঞ্জিনটি কাজ করা বন্ধ করে দেয় ৷

বিবৃতিতে আরও বলা হয়, পাইলটরা তাঁদের উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন ৷ বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নিয়ে ফাঁকা মাঠে নিয়ে যান ৷ কোনওরকম হতাহত বা ক্ষতি হয়নি ৷

গোয়া, 23 ফেব্রুয়ারি : আজ সকালে নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল নৌ-সেনা বাহিনীর একটি যুদ্ধবিমান ৷ তবে, MiG-29K বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন ৷ সরকারি বিবৃতি অনুযায়ী, ঘটনার পর্যাপ্ত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷

আজ দুপুরে নৌ-সেনার তরফে টুইট করে জানানো হয়, "আজ সকাল সাড়ে 10টা নাগাদ MiG-29K বিমানটি গোয়ার কাছে রুটিন প্রশিক্ষণ করছিল ৷ সেসময় সেটি ভেঙে পড়ে যায় ৷ তবে, পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন এবং তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ ঘটনায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷" বিমানটি গোয়ার কাছে ভাস্কোর INS হংসা বেস থেকে উড়েছিল ৷

গত বছর নভেম্বরে একই ঘটনা ঘটেছিল ৷ গোয়ার কাছে অন্য একটি MiG-29K যুদ্ধ বিমান একইভাবে রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়েছিল ৷ পাইলট- ক্যাপ্টেন এম শেওখন্ড ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন ৷ নৌ-সেনার তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, বিমানটি ওড়ার সময় পাখিদের ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগে ৷ যার ফলে ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং ইঞ্জিনটি কাজ করা বন্ধ করে দেয় ৷

বিবৃতিতে আরও বলা হয়, পাইলটরা তাঁদের উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন ৷ বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নিয়ে ফাঁকা মাঠে নিয়ে যান ৷ কোনওরকম হতাহত বা ক্ষতি হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.