ETV Bharat / bharat

NRC-এর প্রতিবাদে থারুরের অস্ত্র রবীন্দ্রনাথ

author img

By

Published : Aug 31, 2019, 12:50 PM IST

Updated : Aug 31, 2019, 1:02 PM IST

NRC -এর প্রতিবাদে শশী টুইট করলেন রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে ৷

NRC-এর প্রতিবাদে থারুরের অস্ত্র রবীন্দ্রনাথ

দিল্লি, 31 অগাস্ট : নাগরিকপঞ্জি (NRC) ইশুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তবে এবার শাণিত ইংরিজি শব্দবন্ধ নয়, শশীর প্রতিবাদের হাতিয়ার এ দেশ থেকে সাহিত্যে নোবেলজয়ী একজন মানুষ ৷ রবীন্দ্রনাথ ঠাকুর ৷

শশীর প্রতিবাদের ভাষাটা ছিল একেবারেই অন্যরকম ৷ তিনি টুইটে লিখলেন হ্যাশট্যাগ NRC ৷ আর এর ঠিক আগে উদ্ধৃত করলেন রবিঠাকুরের একটি অমোঘ পঙক্তি ৷ উগ্র জাতীয়তাবাদ নিয়ে বারবার কলম ধরেছিলেন রবীন্দ্রনাথ ৷ কবির লেখা তেমনই একটি লাইন ব্যবহার করেছেন শশী তাঁর প্রতিবাদস্বরূপ৷ টুইটে রয়েছে, ''জাতীয়তাবাদ ও বিদেশভীতির মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে ৷'' বিদেশির প্রতি ঘৃণা ধীরে ধীরে দেশের প্রতিটি মানুষের পারস্পরিক ঘৃণায় পর্যবসিত হওয়ার যে কথা বলেছিলেন কবি , সেটিও উল্লেখ করেছেন শশী ৷

আরও পড়ুন : অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ 19 লাখ নাগরিকের নাম

NRC: কড়া নিরাপত্তার চাদরে অসম

অসমে মূল বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ৷ শশী ছাড়াও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তীব্র সমালোচনা করেন এটির ৷ NRC ইশু ঘিরে অসমে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এমনটা অভিযোগ জানিয়ে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে৷

দিল্লি, 31 অগাস্ট : নাগরিকপঞ্জি (NRC) ইশুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তবে এবার শাণিত ইংরিজি শব্দবন্ধ নয়, শশীর প্রতিবাদের হাতিয়ার এ দেশ থেকে সাহিত্যে নোবেলজয়ী একজন মানুষ ৷ রবীন্দ্রনাথ ঠাকুর ৷

শশীর প্রতিবাদের ভাষাটা ছিল একেবারেই অন্যরকম ৷ তিনি টুইটে লিখলেন হ্যাশট্যাগ NRC ৷ আর এর ঠিক আগে উদ্ধৃত করলেন রবিঠাকুরের একটি অমোঘ পঙক্তি ৷ উগ্র জাতীয়তাবাদ নিয়ে বারবার কলম ধরেছিলেন রবীন্দ্রনাথ ৷ কবির লেখা তেমনই একটি লাইন ব্যবহার করেছেন শশী তাঁর প্রতিবাদস্বরূপ৷ টুইটে রয়েছে, ''জাতীয়তাবাদ ও বিদেশভীতির মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে ৷'' বিদেশির প্রতি ঘৃণা ধীরে ধীরে দেশের প্রতিটি মানুষের পারস্পরিক ঘৃণায় পর্যবসিত হওয়ার যে কথা বলেছিলেন কবি , সেটিও উল্লেখ করেছেন শশী ৷

আরও পড়ুন : অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ 19 লাখ নাগরিকের নাম

NRC: কড়া নিরাপত্তার চাদরে অসম

অসমে মূল বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ৷ শশী ছাড়াও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তীব্র সমালোচনা করেন এটির ৷ NRC ইশু ঘিরে অসমে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এমনটা অভিযোগ জানিয়ে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে৷

Roorkee (Uttarakhand), Aug 31 (ANI): A woman gave birth with the help of Govt Railway Police (GRP) personnel in Durgiana Express on August 30. After the woman complaint of labour pain, the train was stopped at Roorkee which wasn't a designated stop. She and the baby were later admitted to hospital for treatment.

Last Updated : Aug 31, 2019, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.