ETV Bharat / bharat

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি কোরোনার অ্যান্টিবডি টেস্ট কিট - COVID 19 India

এই টেস্ট কিটের সবথেকে বড় সুবিধা হল, এই টেস্ট কিট একবার চালিয়ে 90 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা সম্ভব । গোটা প্রক্রিয়ায় সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা ।

ICMR
ছবি
author img

By

Published : May 11, 2020, 6:47 PM IST

দিল্লি, 11 মে : কোরোনার সংক্রমণ মোকাবিলায় এবার নতুন টেস্ট কিট তৈরি করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি । সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরিতে তৈরি হয়েছে এই টেস্ট কিট । মানুষের দেহে কোরোনার অ্যান্টিবডি রয়েছে কি না তা খুঁজে বের করতে এই নতুন টেস্ট কিট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । এমনই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ।

ICMR - এর তরফে করা এক টুইটে জানানো হয়েছে, অ্যালাইজ়া নির্ভর এই টেস্ট কিটের সাহায্যে খুব সহজেই জেলাস্তরে পরীক্ষা চালানো সম্ভব হবে । প্রাথমিকভাবে মুম্বইয়ের দুটি এলাকায় এই টেস্ট কিট দিয়ে সফলভাবে পরীক্ষা করা হয়েছে । নতুন এই টেস্ট কিটের সবথেকে বড় সুবিধা হল, এই টেস্ট কিট একবার চালিয়ে 90 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা সম্ভব । গোটা প্রক্রিয়ায় সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা । এই টেস্ট কিট একবার ভারতীয় বাজারে এসে গেলে, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা আরও দ্রুত কোরোনা সংক্রমিতদের সুস্থ করে তুলতে পারবেন বলেই মত বিশেষজ্ঞদের ।

  • National Institute of Virology, Pune has successfully developed the 1st indigenous anti-SARS-CoV-2 human IgG ELISA test kit for antibody detection of #COVID19 .

    This robust test will play a critical role in surveillance of proportion of population exposed to #SARSCoV2 infection pic.twitter.com/pEJdM6MOX6

    — Dr Harsh Vardhan (@drharshvardhan) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের বাজারে এই টেস্ট কিট নিয়ে আসার প্রক্রিয়াও চালু হয়ে গেছে ইতিমধ্যে । ICMR-এর তরফে জ়াইডাস নামক এক ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে এই টেস্ট কিট প্রস্তুত করার ব্যবস্থা করা হয়েছে ।

দিল্লি, 11 মে : কোরোনার সংক্রমণ মোকাবিলায় এবার নতুন টেস্ট কিট তৈরি করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি । সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরিতে তৈরি হয়েছে এই টেস্ট কিট । মানুষের দেহে কোরোনার অ্যান্টিবডি রয়েছে কি না তা খুঁজে বের করতে এই নতুন টেস্ট কিট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । এমনই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ।

ICMR - এর তরফে করা এক টুইটে জানানো হয়েছে, অ্যালাইজ়া নির্ভর এই টেস্ট কিটের সাহায্যে খুব সহজেই জেলাস্তরে পরীক্ষা চালানো সম্ভব হবে । প্রাথমিকভাবে মুম্বইয়ের দুটি এলাকায় এই টেস্ট কিট দিয়ে সফলভাবে পরীক্ষা করা হয়েছে । নতুন এই টেস্ট কিটের সবথেকে বড় সুবিধা হল, এই টেস্ট কিট একবার চালিয়ে 90 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা সম্ভব । গোটা প্রক্রিয়ায় সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা । এই টেস্ট কিট একবার ভারতীয় বাজারে এসে গেলে, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা আরও দ্রুত কোরোনা সংক্রমিতদের সুস্থ করে তুলতে পারবেন বলেই মত বিশেষজ্ঞদের ।

  • National Institute of Virology, Pune has successfully developed the 1st indigenous anti-SARS-CoV-2 human IgG ELISA test kit for antibody detection of #COVID19 .

    This robust test will play a critical role in surveillance of proportion of population exposed to #SARSCoV2 infection pic.twitter.com/pEJdM6MOX6

    — Dr Harsh Vardhan (@drharshvardhan) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের বাজারে এই টেস্ট কিট নিয়ে আসার প্রক্রিয়াও চালু হয়ে গেছে ইতিমধ্যে । ICMR-এর তরফে জ়াইডাস নামক এক ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে এই টেস্ট কিট প্রস্তুত করার ব্যবস্থা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.