ETV Bharat / bharat

ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত আশারাম পুত্র নারায়ণ - punishment

নারায়ণ সাইকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করল সুরাতের একটি আদালত । 30 এপ্রিল সাজা ঘোষণা করা হবে ।

নারায়ণ সাই
author img

By

Published : Apr 26, 2019, 3:22 PM IST

সুরাত, 26 এপ্রিল : আশারাম বাপুর ছেলে নারায়ণ সাইকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করল আদালত। আজ সুরাতের একটি আদালত এই রায় দেয়। আগামী 30 এপ্রিল সাজা ঘোষণা করা হবে ।

2013 সালে সুরাতের বাসিন্দা দুই বোন আশারাম বাপু ও তার ছেলে নারায়ণ সাই-র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। এদের মধ্যে এক জন অভিযোগ করেন 2002-2005 সালের মধ্যে আশ্রমে থাকাকালীন তাঁকে ফের বারবার ধর্ষণ করে নারায়ণ সাই।

2013 সালে গ্রেপ্তার হয় নারায়ণ। আজ তাকে দোষী সাব্যস্ত করা হয়।

সুরাত, 26 এপ্রিল : আশারাম বাপুর ছেলে নারায়ণ সাইকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করল আদালত। আজ সুরাতের একটি আদালত এই রায় দেয়। আগামী 30 এপ্রিল সাজা ঘোষণা করা হবে ।

2013 সালে সুরাতের বাসিন্দা দুই বোন আশারাম বাপু ও তার ছেলে নারায়ণ সাই-র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। এদের মধ্যে এক জন অভিযোগ করেন 2002-2005 সালের মধ্যে আশ্রমে থাকাকালীন তাঁকে ফের বারবার ধর্ষণ করে নারায়ণ সাই।

2013 সালে গ্রেপ্তার হয় নারায়ণ। আজ তাকে দোষী সাব্যস্ত করা হয়।


Varanasi (Uttar Pradesh), Apr 26 (ANI): Prime Minister Narendra Modi filed his nomination papers from Varanasi parliamentary constituency for the Lok Sabha elections. He earlier met key National Democratic Alliance (NDA) leaders at the Collectorate Office. In 2014, PM Modi had contested from both Varanasi and Gujarat's Vadodara. Polls in Varanasi will be held on May 19 in the final phase.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.