সুরাত, 26 এপ্রিল : আশারাম বাপুর ছেলে নারায়ণ সাইকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করল আদালত। আজ সুরাতের একটি আদালত এই রায় দেয়। আগামী 30 এপ্রিল সাজা ঘোষণা করা হবে ।
2013 সালে সুরাতের বাসিন্দা দুই বোন আশারাম বাপু ও তার ছেলে নারায়ণ সাই-র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। এদের মধ্যে এক জন অভিযোগ করেন 2002-2005 সালের মধ্যে আশ্রমে থাকাকালীন তাঁকে ফের বারবার ধর্ষণ করে নারায়ণ সাই।
2013 সালে গ্রেপ্তার হয় নারায়ণ। আজ তাকে দোষী সাব্যস্ত করা হয়।