দিল্লি, 4 ফেব্রুয়ারি : আন্দোলনরত কৃষকদের দিল্লি থেকে দূরে রাখতে গাজিপুর সীমানায় পোঁতা পেরেক তুলে তা অন্যত্র পোঁতার ব্যবস্থা করল দিল্লি পুলিশ৷ বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, এক ব্য়ক্তি রাস্তায় পুঁতে রাখা পেরেকগুলি তুলে তা আবার অন্য় জায়গায় পুঁতে দিচ্ছেন ৷ যদিও পুলিশের দাবি, সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে৷ ডিসিপি (পূর্ব) দীপক যাদব বলেন, ‘‘পেরেক পোঁতার আগে ওই জায়গায় খুব একটা কাউকে আসা-যাওয়া করতে দেখা যেত না ৷ কিন্তু, এখন ওই জায়গায় মানুষের আনাগোনা বেড়েছে ৷ এই অবস্থায় সাধারণের সুরক্ষার স্বার্থেই পোঁতা পেরেকগুলি তুলে অন্য়ত্র বসানোর ব্যবস্থা করা হয়েছে৷’’
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পেরেক তোলার ছবি ও ভিডিয়ো ভাইরাল হতেই এনিয়ে মুখ খুলতে হয় দিল্লি পুলিশকে৷ তাদের তরফে ডিসিপি যাদব জানান, দিল্লির সীমানায় নিরাপত্তা ব্যবস্থায় কোনও বদল আনা হয়নি ৷ তা আগের মতোই আছে ৷ শুধুমাত্র গাজিপুর সীমানায় পোঁতা পেরেকগুলি তুলে অন্যত্র লাগানো হয়েছে৷
আরও পড়ুন: কৃষকদের বিক্ষোভ ঠেকাতে রাস্তায় পেরেক, "যুদ্ধের" আবহ গাজিপুর-তিকরিতে
কৃষক আন্দোলনের বাড়বাড়ন্ত যাতে দিল্লির অন্দরে না পৌঁছায়, তা নিশ্চিত করতেই গাজিপুর সীমানায় পেরেক পুঁতেছে প্রশাসন৷ লাগানো হয়েছে কাঁটাতারের বেড়া, গড়া হয়েছে একাধিক স্তরের কংক্রিটের দেওয়াল৷ মোতায়েন রয়েছেন পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা৷ 26 জানুয়ারি ট্র্যাক্টর মিছিলে হিংসার পরই দিল্লির সীমানাগুলিতে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ৷