ETV Bharat / bharat

আংশিকভাবে শুয়োর আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার নাগাল্যান্ডের - নাগাল্যান্ড

ইতিমধ্যেই ট্রান্সপোর্টারদের জন্য SOP জারি করেছে নাগাল্যান্ড সরকার ।

Pig
Pig
author img

By

Published : Sep 17, 2020, 2:36 PM IST

কোহিমা, 17 সেপ্টেম্বর : শুয়োর আমদানির উপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিল নাগাল্যান্ড সরকার । প্রতিবেশী রাজ্য অসমে আফ্রিকান সোয়াইন জ্বরের প্রাদুর্ভাবের কারণে 28 এপ্রিল থেকে রাজ্যে শুয়োর আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নাগাল্যান্ড ।

রাজ্যের মুখ্যসচিব তেমজেন টয় বলেছেন, "অসম, অরুণাচল প্রদেশে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রাদুর্ভাব সত্ত্বেও পঞ্জাব ও হরিয়ানা থেকে স্বাস্থ্যকর ও প্রত্যয়িত শুয়োর আমদানির জন্য এই নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করা হয়েছে ।" তিনি আরও জানান, “অর্থনৈতিক গুরুত্ব, চাহিদা ও খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

ইতিমধ্যেই ট্রান্সপোর্টারদের জন্য SOP জারি করেছে নাগাল্যান্ড সরকার । নির্দেশিকায় বলা হয়েছে SOP লঙ্ঘন করলে জরিমানা ও প্রাণীগুলিকে বাজেয়াপ্ত করা হবে ।

কোহিমা, 17 সেপ্টেম্বর : শুয়োর আমদানির উপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিল নাগাল্যান্ড সরকার । প্রতিবেশী রাজ্য অসমে আফ্রিকান সোয়াইন জ্বরের প্রাদুর্ভাবের কারণে 28 এপ্রিল থেকে রাজ্যে শুয়োর আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নাগাল্যান্ড ।

রাজ্যের মুখ্যসচিব তেমজেন টয় বলেছেন, "অসম, অরুণাচল প্রদেশে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রাদুর্ভাব সত্ত্বেও পঞ্জাব ও হরিয়ানা থেকে স্বাস্থ্যকর ও প্রত্যয়িত শুয়োর আমদানির জন্য এই নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করা হয়েছে ।" তিনি আরও জানান, “অর্থনৈতিক গুরুত্ব, চাহিদা ও খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

ইতিমধ্যেই ট্রান্সপোর্টারদের জন্য SOP জারি করেছে নাগাল্যান্ড সরকার । নির্দেশিকায় বলা হয়েছে SOP লঙ্ঘন করলে জরিমানা ও প্রাণীগুলিকে বাজেয়াপ্ত করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.