দিল্লি, 14 ডিসেম্বর : সত্যের জন্য ক্ষমা চাইব না । দিল্লির জনসভা থেকে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন রাহুল গান্ধি। বললেন, "গতকাল সংসদে আমাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়। আমাকে এমন কিছুর জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে যা সত্য। আমার নাম রাহুল সাভারকার নয়। রাহুল গান্ধি । সত্যি বলেছি । সেজন্য কোনওদিন ক্ষমা চাইব না ।"
-
Rahul Gandhi, at party's 'Bharat Bachao' rally: I was told in Parliament by BJP y'day 'Rahul ji, you gave a speech. Apologise for that.' I was told to apologise for something which is right. My name is not Rahul Savarkar. My name is Rahul Gandhi. I will never apologise for truth. pic.twitter.com/XiGWs81YAe
— ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rahul Gandhi, at party's 'Bharat Bachao' rally: I was told in Parliament by BJP y'day 'Rahul ji, you gave a speech. Apologise for that.' I was told to apologise for something which is right. My name is not Rahul Savarkar. My name is Rahul Gandhi. I will never apologise for truth. pic.twitter.com/XiGWs81YAe
— ANI (@ANI) December 14, 2019Rahul Gandhi, at party's 'Bharat Bachao' rally: I was told in Parliament by BJP y'day 'Rahul ji, you gave a speech. Apologise for that.' I was told to apologise for something which is right. My name is not Rahul Savarkar. My name is Rahul Gandhi. I will never apologise for truth. pic.twitter.com/XiGWs81YAe
— ANI (@ANI) December 14, 2019
রাহুল গান্ধি আরও বলেন, "কংগ্রেসের তরফে কেউ ক্ষমা চাইবে না । ক্ষমা চাইবেন নরেন্দ্র মোদি । জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর । পাশাপাশি তাঁর সহকারী অমিত শাহরও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। কেন তাঁদের ক্ষমা চাওয়া উচিত তাও আমি বলব।"
-
Rahul Gandhi, Congress: No one from Congress will apologise. It is Narendra Modi who should apologise. He should apologise to the nation. His assistant Amit Shah should apologise to the nation. I will tell you why they should that. https://t.co/Q18DVDJSMr
— ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rahul Gandhi, Congress: No one from Congress will apologise. It is Narendra Modi who should apologise. He should apologise to the nation. His assistant Amit Shah should apologise to the nation. I will tell you why they should that. https://t.co/Q18DVDJSMr
— ANI (@ANI) December 14, 2019Rahul Gandhi, Congress: No one from Congress will apologise. It is Narendra Modi who should apologise. He should apologise to the nation. His assistant Amit Shah should apologise to the nation. I will tell you why they should that. https://t.co/Q18DVDJSMr
— ANI (@ANI) December 14, 2019
বৃহস্পতিবার, ঝাড়খণ্ডের গদ্দাতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন রাহুল ৷ বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন, মেক ইন ইন্ডিয়া ৷ কিন্তু, যেদিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ৷" তাঁর এই মন্তব্যকে ঘিরেই গতকাল উত্তাল হয়ে ওঠে সংসদ ৷ রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে সংসদের দুই কক্ষেই সরব হন BJP সাংসদরা ৷ লোকসভা ও রাজ্যসভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবিও থাকে । স্মৃতি ইরানি রাহুল গান্ধিকে আক্রমণ করে বলেন, "ভারতের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে ৷ একজন নেতা বলছেন, ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত ৷ দেশের মানুষের জন্য কি রাহুল গান্ধির এই বার্তা?" BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও বলেন, "আমরা দেশের কথা বলছি ৷ আর ওঁরা ধর্ষণের কথা বলছেন ৷ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদিজি মেক ইন ইন্ডিয়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন ৷ আর রাহুলজি বলছেন রেপ ইন ইন্ডিয়া ৷ তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন আমাদের ধর্ষণ করার জন্য ৷ এটা ভারতমাতার অপমান ৷ ভারতীয় মহিলাদের অপমান ৷ কংগ্রেস তো পুরো দেশের ধর্ষণ করে দিয়েছে ৷"
আরও পড়ুন : রাহুলের "রেপ ইন ইন্ডিয়া" মন্তব্য, ক্ষমা চাওয়ার দাবি BJP-র
এদিকে তার ঠিক কিছুক্ষণ পরই রাহুল জানিয়েছিলেন, নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না তিনি ৷ উলটে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "আমার কাছে এমন একটি ভিডিয়ো ক্লিপ আছে, যেখানে নরেন্দ্র মোদি দিল্লিকে ধর্ষণের রাজধানী বলেছেন ৷ এটা আমি টুইট করব, যাতে সবাই দেখতে পায় ৷ উত্তর-পূর্ব ভারতের প্রতিবাদ থেকে মানুষের চোখ সরানোর জন্যই এই ইশু তৈরি করেছে BJP ৷"
-
Rahul Gandhi, at party's 'Bharat Bachao' rally: I was told in Parliament by BJP y'day 'Rahul ji, you gave a speech. Apologise for that.' I was told to apologise for something which is right. My name is not Rahul Savarkar. My name is Rahul Gandhi. I will never apologise for truth. pic.twitter.com/XiGWs81YAe
— ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rahul Gandhi, at party's 'Bharat Bachao' rally: I was told in Parliament by BJP y'day 'Rahul ji, you gave a speech. Apologise for that.' I was told to apologise for something which is right. My name is not Rahul Savarkar. My name is Rahul Gandhi. I will never apologise for truth. pic.twitter.com/XiGWs81YAe
— ANI (@ANI) December 14, 2019Rahul Gandhi, at party's 'Bharat Bachao' rally: I was told in Parliament by BJP y'day 'Rahul ji, you gave a speech. Apologise for that.' I was told to apologise for something which is right. My name is not Rahul Savarkar. My name is Rahul Gandhi. I will never apologise for truth. pic.twitter.com/XiGWs81YAe
— ANI (@ANI) December 14, 2019
আজ দিল্লির জনসভা থেকে দেশের অর্থনীতিকে কটাক্ষ করে রাহুল গান্ধির বক্তব্য, "আজ দেশের GDP-র হার 4 শতাংশ । তাও আবার GDP-র পরিমাপের পদ্ধতিতে বদল এনেছে BJP । যদি আগের পদ্ধতি অনুযায়ী GDP পরিমাপ করা হয় তাহলে এটা শুধুমাত্র 2.5 শতাংশ হবে ।
-
Rahul Gandhi, Congress: No one from Congress will apologise. It is Narendra Modi who should apologise. He should apologise to the nation. His assistant Amit Shah should apologise to the nation. I will tell you why they should that. https://t.co/Q18DVDJSMr
— ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rahul Gandhi, Congress: No one from Congress will apologise. It is Narendra Modi who should apologise. He should apologise to the nation. His assistant Amit Shah should apologise to the nation. I will tell you why they should that. https://t.co/Q18DVDJSMr
— ANI (@ANI) December 14, 2019Rahul Gandhi, Congress: No one from Congress will apologise. It is Narendra Modi who should apologise. He should apologise to the nation. His assistant Amit Shah should apologise to the nation. I will tell you why they should that. https://t.co/Q18DVDJSMr
— ANI (@ANI) December 14, 2019
রাহুল আরও বলেন, "আজ কী অবস্থা চলছে, তা পুরো দেশ জানে। জম্মু ও কাশ্মীর, ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তারা বিভাজনের রাজনীতি করছে । অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ যান । দেখতে পাবেন কী করেছেন মোদি । সেই সব অঞ্চলে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছেন তিনি ।
গণমাধ্যমে সরকারের বিজ্ঞাপন দেওয়াকে কটাক্ষ করে রাহুল বলেন, "TV তে একটি 30 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য লাখ টাকা খরচ হয় । প্রতিদিন নরেন্দ্র মোদিকে TV তে দেখা যায় । এত টাকা খরচ হয় । কে দেয় এই টাকা ? নরেন্দ্র মোদি আপনাদের টাকা আত্মসাৎ করে যাদের দেয় তারাই এই টাকা দিচ্ছে ।"