ETV Bharat / bharat

'মেয়ের আত্মার শান্তি পেল' , পুলিশকে কৃতজ্ঞতা নির্যাতিতার পরিবারের

author img

By

Published : Dec 6, 2019, 12:03 PM IST

পুলিশের এনকাউন্টারের প্রসঙ্গে কথা বললেন নির্যাতিতার বাবা ও বোন ৷ সুবিচারের আশা করেছিলেন তাঁরা ৷

protest
protest

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : দশদিন আগে নৃশংসতার শিকার হয়েছিলেন তাঁর মেয়ে ৷ তারপরের দিনগুলো কাটছিল আতঙ্কে এবং বিচারের আশায় ৷ 27 নভেম্বর রাতে দিদির সঙ্গে শেষবার কথা বলেছিলেন নির্যাতিতার বোন ৷ তাঁর দিদি জানিয়েছিল আশেপাশে অচেনা লোকজন রয়েছে ৷ ভয় লাগছে ৷ আর যোগাযোগ করা যায়নি দিদিকে ৷ শেষ কটা দিন অভিযুক্তদের শাস্তি চেয়ে দেশজুড়ে চলেছে প্রতিবাদ ৷ কিন্তু , আজ ভোর রাতে এনকাউন্টারে মৃত্যু 4 অভিযুক্তেরই ৷

পুলিশের এনকাউন্টারের প্রসঙ্গে কথা বললেন নির্যাতিতার বাবা ও বোন ৷ সুবিচারের আশা করেছিলেন তাঁরা ৷ নির্যাতিতার বাবা বলেন, "তেলাঙ্গানা সরকার ও পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ ৷ আমার মেয়ের আত্মার শান্তি পেয়েছে ৷"

নির্যাতিতার বোন বলেন, "চারজন অভিযুক্তর এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৷ আমি খুশি ৷ এটা সমাজের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে ৷ আমি প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞ থাকব যাঁরা আমাদের পাশে ছিলেন ৷ আমাদের সমর্থন করেছিলেন ৷ পুলিশ, মিডিয়া ও তেলাঙ্গানা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ ৷ "

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : দশদিন আগে নৃশংসতার শিকার হয়েছিলেন তাঁর মেয়ে ৷ তারপরের দিনগুলো কাটছিল আতঙ্কে এবং বিচারের আশায় ৷ 27 নভেম্বর রাতে দিদির সঙ্গে শেষবার কথা বলেছিলেন নির্যাতিতার বোন ৷ তাঁর দিদি জানিয়েছিল আশেপাশে অচেনা লোকজন রয়েছে ৷ ভয় লাগছে ৷ আর যোগাযোগ করা যায়নি দিদিকে ৷ শেষ কটা দিন অভিযুক্তদের শাস্তি চেয়ে দেশজুড়ে চলেছে প্রতিবাদ ৷ কিন্তু , আজ ভোর রাতে এনকাউন্টারে মৃত্যু 4 অভিযুক্তেরই ৷

পুলিশের এনকাউন্টারের প্রসঙ্গে কথা বললেন নির্যাতিতার বাবা ও বোন ৷ সুবিচারের আশা করেছিলেন তাঁরা ৷ নির্যাতিতার বাবা বলেন, "তেলাঙ্গানা সরকার ও পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ ৷ আমার মেয়ের আত্মার শান্তি পেয়েছে ৷"

নির্যাতিতার বোন বলেন, "চারজন অভিযুক্তর এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৷ আমি খুশি ৷ এটা সমাজের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে ৷ আমি প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞ থাকব যাঁরা আমাদের পাশে ছিলেন ৷ আমাদের সমর্থন করেছিলেন ৷ পুলিশ, মিডিয়া ও তেলাঙ্গানা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ ৷ "

Bhopal (Madhya Pradesh), Dec 06 (ANI): Girls from Madhya Pradesh's Bhopal shared their views after four accused in Telangana's woman veterinarian rape-murder case were killed in an encounter with police. One of the girls said, "Accused should have burnt alive in front of the nation." Another girl also supported this view.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.