ETV Bharat / bharat

সকলের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করুন, মোদিকে চিঠি সোনিয়ার

author img

By

Published : Apr 13, 2020, 9:55 PM IST

লকডাউন পরিস্থতিতে দেশবাসীর খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির । স্বাগত জানালেন, কম দামে সরকারের খাদ্যশস্য সরবরাহের সিদ্ধান্তকে ।

ছবি
ছবি

দিল্লি, 13 এপ্রিল : কোরোনায় জর্জরিত দেশ । তারউপর লকডাউনে স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ । এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের দিন আনা দিন খাওয়া মানুষজন । বন্ধ রুজি-রোজগার । তাই দুবেলা খাবার জোগাড়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের । এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । দেশের একজন নাগরিকও যাতে অভুক্ত না থাকে, কেউ যেন খাদ্যের সমস্যায় না ভোগেন, সেই আবেদনই জানালেন প্রধানমন্ত্রীর কাছে । পাশাপাশি কেন্দ্র যে কম দামে খাদ্যশস্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন সোনিয়া। তাঁর আবেদন এই পরিষেবা যাতে সেপ্টেম্বর মাস পর্যন্ত চালু থাকে ।

চিঠিতে তিনি লেখেন, "এটা খুব দুঃখের যে, দেশের কাছে বৃহৎ পরিমাণ খাদ্য মজুত রয়েছে তবুও এই লকডাউনের সময় দেশের লাখ লাখ গরিব মানুষ খাদ্যসংকটে ভুগছে । তবে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (এপ্রিল-জুন 2020)-র আওতায় সবাইকে 5 কেজি খাদ্যশস্য দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন আপনি, তাকে আমি স্বাগত জানাই ।"

লকডাউনের জেরে রোজগারহীন হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ । এই গরিব মানুষরা বর্তমানে যে সংকটের সম্মুখীন হচ্ছে তার সমাধানে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন সোনিয়া । তিনি বলেন, "প্রথমত জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় খাদ্যশস্য সরবরাহের যে মেয়াদ রয়েছে তা আরও তিনমাস বাড়ানো হোক । অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত করা হোক ।" পাশাপাশি যাতে এই খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয় তার ব্যবস্থা করারও পরামর্শ দেন তিনি। বলেন, "অনেকেই আছেন এই মুহূর্তে যাঁদের কাছে NFSA কার্ড নেই । কিন্তু এই লকডাউনে চরমভাবে ক্ষতিগ্রস্ত । সেই সমস্ত মানুষজনও যেন আগামী ছ'মাস পর্যন্ত এই সুবিধা পান । তা যেন খতিয়ে দেখে সরকার ।" এই মুহূর্তে উৎপাদন, সরবরাহ ও মজুত প্রতিটি ক্ষেত্রেই নানা সমস্যা তৈরি হচ্ছে । তাই খাদ্য়সামগ্রীর মূল্যবৃদ্ধিও হতে পারে । এই পরিস্থিতিতে উপরোক্ত পদক্ষেপগুলি মানুষকে এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়তে সাহায্য করবে, বলে আশাবাদী সোনিয়া ।

উল্লেখ্য, বর্তমানে দেশে কোরোনা আক্রান্তর সংখ্যা 9,352 । মৃত্যু হয়েছে 324 জনের । গত 24 ঘণ্টায় 51 জনের মৃত্যু হয়েছে । এই পরিস্থিতিতে আরও দুসপ্তাহ অর্থাৎ 30 এপ্রিল পর্যন্ত বাড়তে পারে লকডাউন । একেই দেশের অর্থনীতির বেহাল দশা । ক্রমশ কমেছে GDP-র হার । এবার কোরোনা থাবায় রীতিমতো এক ভয়াবহ অনিশ্চয়তার পথে এগোচ্ছে দেশের অর্থনীতি ।

দিল্লি, 13 এপ্রিল : কোরোনায় জর্জরিত দেশ । তারউপর লকডাউনে স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ । এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের দিন আনা দিন খাওয়া মানুষজন । বন্ধ রুজি-রোজগার । তাই দুবেলা খাবার জোগাড়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের । এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । দেশের একজন নাগরিকও যাতে অভুক্ত না থাকে, কেউ যেন খাদ্যের সমস্যায় না ভোগেন, সেই আবেদনই জানালেন প্রধানমন্ত্রীর কাছে । পাশাপাশি কেন্দ্র যে কম দামে খাদ্যশস্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন সোনিয়া। তাঁর আবেদন এই পরিষেবা যাতে সেপ্টেম্বর মাস পর্যন্ত চালু থাকে ।

চিঠিতে তিনি লেখেন, "এটা খুব দুঃখের যে, দেশের কাছে বৃহৎ পরিমাণ খাদ্য মজুত রয়েছে তবুও এই লকডাউনের সময় দেশের লাখ লাখ গরিব মানুষ খাদ্যসংকটে ভুগছে । তবে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (এপ্রিল-জুন 2020)-র আওতায় সবাইকে 5 কেজি খাদ্যশস্য দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন আপনি, তাকে আমি স্বাগত জানাই ।"

লকডাউনের জেরে রোজগারহীন হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ । এই গরিব মানুষরা বর্তমানে যে সংকটের সম্মুখীন হচ্ছে তার সমাধানে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন সোনিয়া । তিনি বলেন, "প্রথমত জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় খাদ্যশস্য সরবরাহের যে মেয়াদ রয়েছে তা আরও তিনমাস বাড়ানো হোক । অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত করা হোক ।" পাশাপাশি যাতে এই খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয় তার ব্যবস্থা করারও পরামর্শ দেন তিনি। বলেন, "অনেকেই আছেন এই মুহূর্তে যাঁদের কাছে NFSA কার্ড নেই । কিন্তু এই লকডাউনে চরমভাবে ক্ষতিগ্রস্ত । সেই সমস্ত মানুষজনও যেন আগামী ছ'মাস পর্যন্ত এই সুবিধা পান । তা যেন খতিয়ে দেখে সরকার ।" এই মুহূর্তে উৎপাদন, সরবরাহ ও মজুত প্রতিটি ক্ষেত্রেই নানা সমস্যা তৈরি হচ্ছে । তাই খাদ্য়সামগ্রীর মূল্যবৃদ্ধিও হতে পারে । এই পরিস্থিতিতে উপরোক্ত পদক্ষেপগুলি মানুষকে এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়তে সাহায্য করবে, বলে আশাবাদী সোনিয়া ।

উল্লেখ্য, বর্তমানে দেশে কোরোনা আক্রান্তর সংখ্যা 9,352 । মৃত্যু হয়েছে 324 জনের । গত 24 ঘণ্টায় 51 জনের মৃত্যু হয়েছে । এই পরিস্থিতিতে আরও দুসপ্তাহ অর্থাৎ 30 এপ্রিল পর্যন্ত বাড়তে পারে লকডাউন । একেই দেশের অর্থনীতির বেহাল দশা । ক্রমশ কমেছে GDP-র হার । এবার কোরোনা থাবায় রীতিমতো এক ভয়াবহ অনিশ্চয়তার পথে এগোচ্ছে দেশের অর্থনীতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.