মুম্বই, 21 নভেম্বর : মুম্বইয়ে এবার গণধর্ষণের শিকার তিন বছরের শিশু ৷ ঘটনায় অভিযুক্ত দুজনও নাবালক ৷ দুজনের বিরুদ্ধে IPC ধারা 376 এবং পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ ৷
শিশুটির পরিবারের সঙ্গে অভিযুক্ত দুই নাবালকের পরিচিতি ছিল ৷ ঘটনার পর শিশুটির মা দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ কস্তুরবা মার্গ পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর জানিয়েছেন, "IPC ধারা 376 এবং পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে ৷"