ETV Bharat / bharat

বিতর্ক জারি 'ফ্রি কাশ্মীর' পোস্টারে, মুম্বইয়ে প্রতিবাদীদের আজ়াদ ময়দানে সরাল পুলিশ

মুম্বইয়ে প্রতিবাদীদের সরিয়ে নিয়ে যাওয়া হল অন্যত্র ৷

ইশু JNU : মুম্বইয়ে প্রতিবাদীদের আজ়াদ ময়দানে সরাল পুলিশ
ইশু JNU : মুম্বইয়ে প্রতিবাদীদের আজ়াদ ময়দানে সরাল পুলিশ
author img

By

Published : Jan 7, 2020, 9:18 AM IST

Updated : Jan 7, 2020, 10:46 AM IST

মুম্বই, 7 জানুয়ারি : রড নিয়ে দুষ্কৃতী হামলা চলেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর ৷ আক্রান্ত শিক্ষকরাও ৷ প্রতিবাদে পথে নেমেছে দলমত নির্বিশেষে পড়ুয়ারা ৷ মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও দেখা যায় প্রতিবাদ ৷ রাতভর প্রতিবাদে মুখর ছিল বাণিজ্যনগরী ৷ আজ সকালে প্রতিবাদীদের পুলিশের ভ্যানে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হল আজ়াদ ময়দানে ৷ গতকাল রাতে মুম্বইয়ের প্রতিবাদ সভায় এক মহিলাকে 'কাশ্মীরের মুক্তি'-র দাবি জানিয়ে পোস্টার হাতে দেখা যায় ৷ এরপরই সতর্ক হয়ে ওঠে পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগও ওঠে ৷

  • Kirit Somaiya,BJP on 'free Kashmir' poster seen in protest at Gateway of India yesterday: I have filed a complaint with Police, they have assured me of investigation. #Mumbai (file pic) pic.twitter.com/vQv7QDfVCA

    — ANI (@ANI) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জোন 1-এর DCP সংগ্রামসিং নিশানদার বলেন, '' ফ্রি কাশ্মীর লেখা পোস্টার দেখা গিয়েছে JNU হামলার প্রতিবাদ সভায় ৷ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে ৷'' পুলিশের দাবি, প্রতিবাদীদের শত অনুরোধেও লাভ হয়নি ৷ তাই বাধ্য হয়েই পুলিশ প্রতিবাদীদের 2 কিমি দূরে সরিয়ে দিয়েছে ৷ BJP প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া বলেন, তিনি FIR দায়ের করেছেন এই ঘটনায় ৷

  • Sangramsingh Nishandar, DCP (Zone 1): We have taken serious cognizance of the 'free Kashmir' poster seen in the protest last night at Gateway of India.We are definitely investigating it. #Mumbai pic.twitter.com/ldtmO0J2lM

    — ANI (@ANI) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাম সংগঠনের নেত্রী ঐশী ঘোষ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিক সুচিত্রা সেন সহ একাধিক জনকে মারধরের ঘটনায় প্রতিবাদে পথে নেমেছে সারা দেশ ৷ গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে সমবেত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা । তারা স্লোগান তুলে দাবি জানাতে থাকে, কেন্দ্রীয় সরকার JNU-এর পড়ুয়াদের উপরে হাম‌লা চালানো দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক । তাদের স্লোগান থেকে বোঝা যায়, তাদের অভিযোগ ABVP-র দিকেই ৷

গেটওয়ে অফ ইন্ডিয়া ছাড়াও সোমবার মুম্বইয়ের কার্টার রোডে প্রতিবাদ সভা করেন বলিউডের তারকারা । শান্তিপূর্ণ সে সভায় অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা-সহ উপস্থিত ছিলেন বিশাল ভরদ্বাজ, দিয়া মির্জা়, রিচা চাড্ডা, গওহর খান এবং তাপসী পান্নু । হিংসার ঘটনাকে মুম্বই হামলার সঙ্গে তুলনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ হামলাকারীদের পরিচয় প্রকাশ্যে আসবে বলেও মন্তব্য করেন তিনি ৷

মুম্বই, 7 জানুয়ারি : রড নিয়ে দুষ্কৃতী হামলা চলেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর ৷ আক্রান্ত শিক্ষকরাও ৷ প্রতিবাদে পথে নেমেছে দলমত নির্বিশেষে পড়ুয়ারা ৷ মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও দেখা যায় প্রতিবাদ ৷ রাতভর প্রতিবাদে মুখর ছিল বাণিজ্যনগরী ৷ আজ সকালে প্রতিবাদীদের পুলিশের ভ্যানে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হল আজ়াদ ময়দানে ৷ গতকাল রাতে মুম্বইয়ের প্রতিবাদ সভায় এক মহিলাকে 'কাশ্মীরের মুক্তি'-র দাবি জানিয়ে পোস্টার হাতে দেখা যায় ৷ এরপরই সতর্ক হয়ে ওঠে পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগও ওঠে ৷

  • Kirit Somaiya,BJP on 'free Kashmir' poster seen in protest at Gateway of India yesterday: I have filed a complaint with Police, they have assured me of investigation. #Mumbai (file pic) pic.twitter.com/vQv7QDfVCA

    — ANI (@ANI) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জোন 1-এর DCP সংগ্রামসিং নিশানদার বলেন, '' ফ্রি কাশ্মীর লেখা পোস্টার দেখা গিয়েছে JNU হামলার প্রতিবাদ সভায় ৷ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে ৷'' পুলিশের দাবি, প্রতিবাদীদের শত অনুরোধেও লাভ হয়নি ৷ তাই বাধ্য হয়েই পুলিশ প্রতিবাদীদের 2 কিমি দূরে সরিয়ে দিয়েছে ৷ BJP প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া বলেন, তিনি FIR দায়ের করেছেন এই ঘটনায় ৷

  • Sangramsingh Nishandar, DCP (Zone 1): We have taken serious cognizance of the 'free Kashmir' poster seen in the protest last night at Gateway of India.We are definitely investigating it. #Mumbai pic.twitter.com/ldtmO0J2lM

    — ANI (@ANI) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাম সংগঠনের নেত্রী ঐশী ঘোষ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিক সুচিত্রা সেন সহ একাধিক জনকে মারধরের ঘটনায় প্রতিবাদে পথে নেমেছে সারা দেশ ৷ গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে সমবেত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা । তারা স্লোগান তুলে দাবি জানাতে থাকে, কেন্দ্রীয় সরকার JNU-এর পড়ুয়াদের উপরে হাম‌লা চালানো দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক । তাদের স্লোগান থেকে বোঝা যায়, তাদের অভিযোগ ABVP-র দিকেই ৷

গেটওয়ে অফ ইন্ডিয়া ছাড়াও সোমবার মুম্বইয়ের কার্টার রোডে প্রতিবাদ সভা করেন বলিউডের তারকারা । শান্তিপূর্ণ সে সভায় অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা-সহ উপস্থিত ছিলেন বিশাল ভরদ্বাজ, দিয়া মির্জা়, রিচা চাড্ডা, গওহর খান এবং তাপসী পান্নু । হিংসার ঘটনাকে মুম্বই হামলার সঙ্গে তুলনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ হামলাকারীদের পরিচয় প্রকাশ্যে আসবে বলেও মন্তব্য করেন তিনি ৷

Poonch (JandK), Jan 07 (ANI): Jammu and Kashmir's Poonch is covered in thick blanket of snow following fresh snow spell. Tourists are flocking to Poonch to witness and experience the fresh white snow. Temperature has dipped drastically in the region. While snow is attracting the tourists, it has also created trouble in vehicular movement.
Last Updated : Jan 7, 2020, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.