মুম্বই, 11 অক্টোবর : IPS অফিসার সেজে সুরাতের ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বেঙ্গালুরু থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ । অভিযুক্ত ব্যক্তি ওই ব্যবসায়ীর থেকে 15 লাখ টাকা মুক্তিপণ আদায় করে বলেও অভিযোগ ।
মুম্বই পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর কাছ থেকে দামি স্মার্টফোন, স্মার্ট ঘড়ি ও মুক্তিপণ হিসেবে 15 লাখ টাকা আদায় করার পর তাঁকে ছেড়ে দেয় অভিযুক্ত ব্যক্তি । পরে তদন্ত করে জানা গেছে অভিযুক্তের নাম এস এস শর্মা ।
সুরাতের ওই ব্যবসায়ীর অভিযোগ, বিদেশ থেকে আসা কাপড় মুম্বই বন্দর থেকে ছাড়ানোর কথা বলে, নিজেকে IPS অফিসার পরিচয় দিয়ে তাঁকে ডেকে পাঠায় অভিযুক্ত । মুম্বই পৌঁছে তার সঙ্গে দেখা করেন তিনি । সেইসময় তাঁকে অপহরণ করে সুরাতে নিয়ে যায় সে ।
ইতিমধ্যেই IPC-র একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ । আদালতে তোলা হলে 13 অক্টোবর পর্যন্ত ধৃতকে পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক ।