ETV Bharat / bharat

উদ্ধবকে নিয়ে পোস্টের জের, ব্যক্তির মাথা মুড়িয়ে দিল সেনা !

সোশাল মিডিয়ায় উদ্ধব ঠাকরেকে নিয়ে সমালোচনামূলক পোস্ট করায় এক ব্যক্তির মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷

hirmani tiwari
হিরমানি তিওয়ারি
author img

By

Published : Dec 24, 2019, 1:01 PM IST

Updated : Dec 24, 2019, 2:20 PM IST

মুম্বই, 24 ডিসেম্বর : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় এক ব্যক্তিকে মারধর করে মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শিবসেনার বিরুদ্ধে ৷ আক্রান্ত ব্যক্তির নাম হিরমানি তিওয়ারি ৷ ওয়াদালার ওই বাসিন্দা জানান, "নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় অশান্তির সঙ্গে জালিয়ানওয়ালাবাগের তুলনা করেছিলেন উদ্ধব ঠাকরে ৷ আমি তা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করি ৷ সেই কারণে আমাকে হেনস্থা করা হয় ৷ শিবসেনার 25 থেকে 30 জন আমার উপর আক্রমণ করে ৷ আমার মাথা মুড়িয়ে দেয় ৷"

ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হিরমানি তিওয়ারি থানায় যান ৷ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন ৷ কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ তিনি জানান, "পুলিশ প্রথমে অভিযোগ নেয় ৷ কিন্তু, পরে আমাকে সমঝোতা করতে বলে ৷" দোষীদের সাজার দাবি তুলেছেন তিনি ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সারা দেশের সঙ্গে সঙ্গে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ ৷ তাদের মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ যার নিন্দা করেন উদ্ধব ঠাকরে ৷ তিনি বলেন, "জালিয়ানওয়াবাগের মতো অবস্থা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ৷ ছাত্রদের সঙ্গে কেন্দ্রীয় সরকার যা করছে তা কাম্য নয় ৷ সরকারের এমন করা উচিত নয় ৷"

প্রসঙ্গত লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করেছিল শিবসেনা ৷ এই বিলে অনেক বিষয় পরিষ্কার নয়, এই অভিযোগে রাজ্যসভায় ভোটদান থেকে বিরত থাকে তারা ৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যসভাতেও বিলটি পাশ হয় ৷ এবং তা পরে আইনে পরিণত হয় ৷

মুম্বই, 24 ডিসেম্বর : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় এক ব্যক্তিকে মারধর করে মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শিবসেনার বিরুদ্ধে ৷ আক্রান্ত ব্যক্তির নাম হিরমানি তিওয়ারি ৷ ওয়াদালার ওই বাসিন্দা জানান, "নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় অশান্তির সঙ্গে জালিয়ানওয়ালাবাগের তুলনা করেছিলেন উদ্ধব ঠাকরে ৷ আমি তা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করি ৷ সেই কারণে আমাকে হেনস্থা করা হয় ৷ শিবসেনার 25 থেকে 30 জন আমার উপর আক্রমণ করে ৷ আমার মাথা মুড়িয়ে দেয় ৷"

ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হিরমানি তিওয়ারি থানায় যান ৷ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন ৷ কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ তিনি জানান, "পুলিশ প্রথমে অভিযোগ নেয় ৷ কিন্তু, পরে আমাকে সমঝোতা করতে বলে ৷" দোষীদের সাজার দাবি তুলেছেন তিনি ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সারা দেশের সঙ্গে সঙ্গে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ ৷ তাদের মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ যার নিন্দা করেন উদ্ধব ঠাকরে ৷ তিনি বলেন, "জালিয়ানওয়াবাগের মতো অবস্থা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ৷ ছাত্রদের সঙ্গে কেন্দ্রীয় সরকার যা করছে তা কাম্য নয় ৷ সরকারের এমন করা উচিত নয় ৷"

প্রসঙ্গত লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করেছিল শিবসেনা ৷ এই বিলে অনেক বিষয় পরিষ্কার নয়, এই অভিযোগে রাজ্যসভায় ভোটদান থেকে বিরত থাকে তারা ৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যসভাতেও বিলটি পাশ হয় ৷ এবং তা পরে আইনে পরিণত হয় ৷

Jaipur (Rajasthan), Dec 22 (ANI): Chief Minister of Rajasthan Ashok Gehlot said Citizenship Amendment Act (CAA) and National Register of Citizens (NRC) are not going to be implemented in Rajasthan. Punjab Chief Minister Amarinder Singh, West Bengal Chief Minister Mamata Banerjee, Chhattisgarh Chief Minister Bhupesh Baghel are among the non-BJP chief ministers, who have opposed the Citizenship Amendment Act.

Last Updated : Dec 24, 2019, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.