ETV Bharat / bharat

দীপাবলিতে আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি BMC-র - বৃহ্নমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন

মুম্বই সিভিক বডি অবশ্য় 14 নভেম্বর লক্ষ্মীপুজোয় হালকা আতশবাজি পোড়ানোয় ছাড় দিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, মুম্বইকররা আনার ও ফুলঝুরি পোড়াতে পারবেন ৷ তবে, শুধুমাত্র লক্ষ্মীপুজোর দিন ব্য়ক্তিগত সম্পত্তির মধ্যে থেকে তা করা যাবে ৷

mumbai-civic-body-bans-firecrackers-fireworks-ahead-of-diwali
দিপাবলীতে আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করলো BMC
author img

By

Published : Nov 9, 2020, 3:29 PM IST

মুম্বই, 9 নভেম্বর : রবিবারই মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্য়ের বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছিলেন, এবারের দীপাবলিতে আতশবাজি না পোড়াতে ৷ তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই মুম্বইয়ে আতশবাজি বিক্রি এবং পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন ৷ তদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরোনা সংক্রমণকে রুখতেই এই নির্দেশিকা ৷

মুম্বই সিভিক বডি অবশ্য় 14 নভেম্বর লক্ষ্মীপুজোয় হালকা আতশবাজি পোড়ানোয় ছাড় দিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, মুম্বইয়ের বাসিন্দারা আনার ও ফুলঝুরি পোড়াতে পারবেন ৷ তবে, শুধুমাত্র লক্ষ্মীপুজোর দিন ব্য়ক্তিগত সম্পত্তির মধ্যে থেকে তা করা যাবে ৷ নির্দেশিকায় BMC-র তরফে নাগরিকদের কাছে এও আবেদন করা হয়েছে, তাঁরা যেন কোরোনা সম্পর্কিত সবরকম বিধিনিষেধ ও সুরক্ষা বিধি মেনেই দীপাবলি উদযাপন করেন ৷

BMC-র এই নির্দেশ এসেছে গতকাল মহারাষ্ট্র সরকারের তরফে আতশবাজি না পোড়ানোর জন্য় আবেদন করার পরেই ৷ সেখানে সরকারের তরফে নাগরিকদের বলা হয়েছিল, বাজির ধোঁয়ায় দূষণ তৈরি হবে ৷ এতে, কোরোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট হবে ৷ BMC-র তরফে বলা হয়েছে, তারা জেনেছে যে রাজস্থান সরকার মহামারী আইনের সাহায্য়ে সরকারি বা ব্য়ক্তিগত সম্পত্তি কোথাও আতশবাজি পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে BMC-র তরফে আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

BMC-র তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী আদিত্য় ঠাকরে তাদের নির্দেশ দিয়েছিলেন, মহামারীর মধ্য়ে বায়ু দূষণ রুখতে কী ব্য়বস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে ৷ তারপরেই সে রাজ্য়ের স্বাস্থ্য় প্রতিমন্ত্রী রাজেশ তোপে ‘বাজি মুক্ত’ দীপাবলির প্রস্তাব দেন ৷ COVID-19 টাস্ক ফোর্সের বৈঠকে কোরোনার দ্বিতীয় ঢেউকে কীভাবে আটকানো যায়, সে নিয়ে আলোচনার সময়ই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন ৷ যা মেনে নিয়ে BMC-র আধিকারিকরা এই সিদ্ধন্ত নিয়েছেন ৷

মুম্বই, 9 নভেম্বর : রবিবারই মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্য়ের বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছিলেন, এবারের দীপাবলিতে আতশবাজি না পোড়াতে ৷ তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই মুম্বইয়ে আতশবাজি বিক্রি এবং পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন ৷ তদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরোনা সংক্রমণকে রুখতেই এই নির্দেশিকা ৷

মুম্বই সিভিক বডি অবশ্য় 14 নভেম্বর লক্ষ্মীপুজোয় হালকা আতশবাজি পোড়ানোয় ছাড় দিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, মুম্বইয়ের বাসিন্দারা আনার ও ফুলঝুরি পোড়াতে পারবেন ৷ তবে, শুধুমাত্র লক্ষ্মীপুজোর দিন ব্য়ক্তিগত সম্পত্তির মধ্যে থেকে তা করা যাবে ৷ নির্দেশিকায় BMC-র তরফে নাগরিকদের কাছে এও আবেদন করা হয়েছে, তাঁরা যেন কোরোনা সম্পর্কিত সবরকম বিধিনিষেধ ও সুরক্ষা বিধি মেনেই দীপাবলি উদযাপন করেন ৷

BMC-র এই নির্দেশ এসেছে গতকাল মহারাষ্ট্র সরকারের তরফে আতশবাজি না পোড়ানোর জন্য় আবেদন করার পরেই ৷ সেখানে সরকারের তরফে নাগরিকদের বলা হয়েছিল, বাজির ধোঁয়ায় দূষণ তৈরি হবে ৷ এতে, কোরোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট হবে ৷ BMC-র তরফে বলা হয়েছে, তারা জেনেছে যে রাজস্থান সরকার মহামারী আইনের সাহায্য়ে সরকারি বা ব্য়ক্তিগত সম্পত্তি কোথাও আতশবাজি পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে BMC-র তরফে আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

BMC-র তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী আদিত্য় ঠাকরে তাদের নির্দেশ দিয়েছিলেন, মহামারীর মধ্য়ে বায়ু দূষণ রুখতে কী ব্য়বস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে ৷ তারপরেই সে রাজ্য়ের স্বাস্থ্য় প্রতিমন্ত্রী রাজেশ তোপে ‘বাজি মুক্ত’ দীপাবলির প্রস্তাব দেন ৷ COVID-19 টাস্ক ফোর্সের বৈঠকে কোরোনার দ্বিতীয় ঢেউকে কীভাবে আটকানো যায়, সে নিয়ে আলোচনার সময়ই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন ৷ যা মেনে নিয়ে BMC-র আধিকারিকরা এই সিদ্ধন্ত নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.