ETV Bharat / bharat

চুরি চিতাভস্ম-পোস্টারে কুকথা, মধ্যপ্রদেশে গান্ধি ভবনের ঘটনায় নিন্দা সর্বত্র - মধ্যপ্রদেশের গান্ধি ভবন

গান্ধি জয়ন্তী, অর্থাৎ 2 অক্টোবর গোটা দেশ যখন জাতির জনকের 150তম জন্মবার্ষিকী পালনে ব্যস্ত, ঠিক তখনই এমন জঘন্য ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ার জেলার ৷

গান্ধি
author img

By

Published : Oct 4, 2019, 4:50 AM IST

Updated : Oct 4, 2019, 6:03 AM IST

রেওয়া (মধ্যপ্রদেশ), 4 অক্টোবর : গেছিলেন জাতীর জনককে শ্রদ্ধা জানাতে ৷ কিন্তু, রেওয়ার লক্ষ্মণবাগের গান্ধিভবনে ঢুকেই চক্ষু চড়কগাছ কংগ্রেস নেতার ৷ তিনি দেখলেন, ভবন থেকে চুরি গেছে জাতির জনকের চিতাভস্ম ৷ এখানেই শেষ নয়, গান্ধির পোস্টারে 'রাষ্ট্রদোহী' লিখে গেছে দুষ্কৃতীরা ৷

এমন ঘটনা দেখা মাত্রই স্থানীয় থানায় অভিযোগ করেন কংগ্রেস নেতা গুরমিত সিং ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি, গোটা ঘটনায় নিরাপত্তাজনিত গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস ৷

গান্ধি জয়ন্তী, অর্থাৎ 2 অক্টোবর গোটা দেশ যখন জাতির জনকের 150তম জন্মবার্ষিকী পালনে ব্যস্ত, ঠিক তখনই এমন জঘন্য ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ার জেলার ৷

গান্ধি ভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয় স্পষ্ট করে পুলিশ কিছু জানাতে পারেনি ৷ যদিও গুরমিতের দাবি, এই ঘটনার পিছনে হাত রয়েছে নাথুরাম গডসের অনুগামীদের ৷ ঘটনার নিন্দা করেছেন স্থানীয়রা ৷ সরব বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ৷

রেওয়া (মধ্যপ্রদেশ), 4 অক্টোবর : গেছিলেন জাতীর জনককে শ্রদ্ধা জানাতে ৷ কিন্তু, রেওয়ার লক্ষ্মণবাগের গান্ধিভবনে ঢুকেই চক্ষু চড়কগাছ কংগ্রেস নেতার ৷ তিনি দেখলেন, ভবন থেকে চুরি গেছে জাতির জনকের চিতাভস্ম ৷ এখানেই শেষ নয়, গান্ধির পোস্টারে 'রাষ্ট্রদোহী' লিখে গেছে দুষ্কৃতীরা ৷

এমন ঘটনা দেখা মাত্রই স্থানীয় থানায় অভিযোগ করেন কংগ্রেস নেতা গুরমিত সিং ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি, গোটা ঘটনায় নিরাপত্তাজনিত গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস ৷

গান্ধি জয়ন্তী, অর্থাৎ 2 অক্টোবর গোটা দেশ যখন জাতির জনকের 150তম জন্মবার্ষিকী পালনে ব্যস্ত, ঠিক তখনই এমন জঘন্য ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ার জেলার ৷

গান্ধি ভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয় স্পষ্ট করে পুলিশ কিছু জানাতে পারেনি ৷ যদিও গুরমিতের দাবি, এই ঘটনার পিছনে হাত রয়েছে নাথুরাম গডসের অনুগামীদের ৷ ঘটনার নিন্দা করেছেন স্থানীয়রা ৷ সরব বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ৷

Visakhapatnam (Andhra Pradesh), Oct 03 (ANI): After scoring his maiden double in the Test, Indian Cricket Team's Mayank Agarwal on October 3 said that he is extremely happy to contribute to the team and added that being part of a winning outfit is a privilege. "I am extremely happy that I was able to contribute to the team. Being part of a side that is winning matches and tournaments is a privilege and I am happy to be part of the squad. Having crossed the milestone of 100, eased my nerves and being out there for a long time in the middle gave me confidence," said Agarwal. The play day two was closed: 'Men in Blue' declared their innings at 502/7. Proteas ended the day at 39/3.
Last Updated : Oct 4, 2019, 6:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.