ETV Bharat / bharat

রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে শেষকৃত্য অরুণ জেটলির - Arun jatley passes away

গতকাল বেলা 12টা 07 মিনিটে প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি । রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে জেটলির শেষকৃত্য সম্পন্ন হল ৷ তার আগে দিল্লিতে BJP-র সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে তাঁর দেহ ।

ছবি সৌজন্যে : ANI
author img

By

Published : Aug 25, 2019, 10:22 AM IST

Updated : Aug 25, 2019, 4:26 PM IST

দিল্লি, 25 অগাস্ট : পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ আজ রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ৷ এর আগে সকালে BJP-র সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় অরুণ জেটলির মরদেহ । তাঁকে শেষশ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, BJP কার্যকরী সভাপতি জে পি নাড্ডা সহ আরও অনেকে।

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন জেটলি । 9 অগাস্ট তাঁকে AIIMS-এ ভরতি করা হয় । গতকাল বেলা 12টা 07 মিনিটে প্রয়াত হন । বয়স হয়েছিল 66 বছর ।

এই সংক্রান্ত আরও খবর : প্রয়াত অরুণ জেটলি

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন দেশের প্রথমসারির নেতা-নেত্রীরা । শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "মূল্যবান বন্ধুকে হারালাম ।" মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, "সবদলের কাছে গ্রহণযোগ্য ছিলেন অরুণ জেটলি ।"

এই সংক্রান্ত আরও খবর : অস্ত গেলেন অরুণ

এই সংক্রান্ত আরও খবর : আইনের ছাত্র থেকে মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড : এক বর্ণময় সফর

দিল্লি, 25 অগাস্ট : পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ আজ রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ৷ এর আগে সকালে BJP-র সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় অরুণ জেটলির মরদেহ । তাঁকে শেষশ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, BJP কার্যকরী সভাপতি জে পি নাড্ডা সহ আরও অনেকে।

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন জেটলি । 9 অগাস্ট তাঁকে AIIMS-এ ভরতি করা হয় । গতকাল বেলা 12টা 07 মিনিটে প্রয়াত হন । বয়স হয়েছিল 66 বছর ।

এই সংক্রান্ত আরও খবর : প্রয়াত অরুণ জেটলি

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন দেশের প্রথমসারির নেতা-নেত্রীরা । শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "মূল্যবান বন্ধুকে হারালাম ।" মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, "সবদলের কাছে গ্রহণযোগ্য ছিলেন অরুণ জেটলি ।"

এই সংক্রান্ত আরও খবর : অস্ত গেলেন অরুণ

এই সংক্রান্ত আরও খবর : আইনের ছাত্র থেকে মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড : এক বর্ণময় সফর

Antigua, Aug 25 (ANI): After the West Indian team was wrapped up for less than expected score of 222 in their first innings against India which put up a total of 297 in the first test at the Sir Vivian Richards Stadium, Caribbean captain Jason Holder said he was "extremely disappointed" with the performance of the top order which, the WI skipper said, couldn't stand up to its responsibilities in last few innings. Holder, however, added that the lower order put up a good fight against the Indian bowlers.

Last Updated : Aug 25, 2019, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.