ETV Bharat / bharat

বাদল অধিবেশনে প্রতিদিন বাধ্যতামূলক অ্যান্টিজেন পরীক্ষা

author img

By

Published : Sep 18, 2020, 6:03 PM IST

নতুন নিয়ম অনুসারে সংসদে প্রবেশকারী সমস্ত কর্মী ও সাংবাদিকদের প্রত্যেকদিন অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে । যে সমস্ত সাংবাদিকরা লোকসভা ও রাজ্যসভায় প্রেস গ্যালারি থেকে বাদল অধিবেশন কভার করেন তাঁদেরকে RT-PCR টেস্ট করাতে হবে । এটি 72 ঘণ্টা পর্যন্ত বৈধ থাকবে ।

সংসদ
সংসদ

দিল্লি, 18 সেপ্টেম্বর: বাড়ছে কোরোনা সংক্রমণ । বাদ পড়ছেন না সাংসদরাও । উত্তরোত্তর তাঁদের মধ্যেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। তাই এবার সংসদ চত্বরে প্রবেশের ক্ষেত্রে সাংসদ, সাংবাদিক, সংসদ কর্মীদের জন্য বেশকিছু নিয়ামবলী বেঁধে দেওয়া হচ্ছে । সংসদ চত্বরে প্রবেশের আগে তাঁদের প্রত্যেককে বাধ্যতামূলক অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে ।

সংসদের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রতিদিন দুই কক্ষের সদস্যদের বিরতির সময় স্বেচ্ছায় RT-PCR টেস্ট করাতে হবে । কেউ চাইলে একাধিকবারও পরীক্ষাও করাতে পারবেন ।

লোকসভা এবং রাজ্যসভায় এই সময় চলছে বাদল অধিবেশন । সাংবাদিকরা প্রেস গ্যালারি থেকে বিষয়টি কভার করেন । তাই তাঁদেরকেও RT-PCR পরীক্ষা করতে হবে । আর পরীক্ষাটি 72 ঘণ্টা পর্যন্ত বৈধ থাকবে । তবে যেহেতু RT-PCR টেস্টে রিপোর্ট আসতে বেশি সময় লাগে তাই প্রত্যেকদিন অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে ।

বিলের আলোচনার সময় মন্ত্রীদের সঙ্গে থাকা সরকারি আধিকারিকদেরও RT-PCR টেস্ট করাতে হবে । তাঁদের রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই তাঁরা প্রবেশের অনুমতি পাবেন । তাঁদের রিপোর্টও 72 ঘণ্টা পর্যন্ত বৈধ থাকবে ।

সম্প্রতি কোরোনা আক্রান্ত হয়েছেন নীতিন গড়করি ও প্রল্লাদ প্যাটেল । তাঁরা দু'জনেই 14 সেপ্টেম্বর চলতি অধিবেশনে অংশ নিয়েছিলেন । এছাড়া অধিবেশন শুরুর সময় বেশ কয়েকজন সাংসদের কোরোনা রিপোর্ট পজিটিভ আসে । তাঁদেরকে অধিবেশনে অংশ নিতে নিষেধ করা হয়েছে ।

দিল্লি, 18 সেপ্টেম্বর: বাড়ছে কোরোনা সংক্রমণ । বাদ পড়ছেন না সাংসদরাও । উত্তরোত্তর তাঁদের মধ্যেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। তাই এবার সংসদ চত্বরে প্রবেশের ক্ষেত্রে সাংসদ, সাংবাদিক, সংসদ কর্মীদের জন্য বেশকিছু নিয়ামবলী বেঁধে দেওয়া হচ্ছে । সংসদ চত্বরে প্রবেশের আগে তাঁদের প্রত্যেককে বাধ্যতামূলক অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে ।

সংসদের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রতিদিন দুই কক্ষের সদস্যদের বিরতির সময় স্বেচ্ছায় RT-PCR টেস্ট করাতে হবে । কেউ চাইলে একাধিকবারও পরীক্ষাও করাতে পারবেন ।

লোকসভা এবং রাজ্যসভায় এই সময় চলছে বাদল অধিবেশন । সাংবাদিকরা প্রেস গ্যালারি থেকে বিষয়টি কভার করেন । তাই তাঁদেরকেও RT-PCR পরীক্ষা করতে হবে । আর পরীক্ষাটি 72 ঘণ্টা পর্যন্ত বৈধ থাকবে । তবে যেহেতু RT-PCR টেস্টে রিপোর্ট আসতে বেশি সময় লাগে তাই প্রত্যেকদিন অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে ।

বিলের আলোচনার সময় মন্ত্রীদের সঙ্গে থাকা সরকারি আধিকারিকদেরও RT-PCR টেস্ট করাতে হবে । তাঁদের রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই তাঁরা প্রবেশের অনুমতি পাবেন । তাঁদের রিপোর্টও 72 ঘণ্টা পর্যন্ত বৈধ থাকবে ।

সম্প্রতি কোরোনা আক্রান্ত হয়েছেন নীতিন গড়করি ও প্রল্লাদ প্যাটেল । তাঁরা দু'জনেই 14 সেপ্টেম্বর চলতি অধিবেশনে অংশ নিয়েছিলেন । এছাড়া অধিবেশন শুরুর সময় বেশ কয়েকজন সাংসদের কোরোনা রিপোর্ট পজিটিভ আসে । তাঁদেরকে অধিবেশনে অংশ নিতে নিষেধ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.