ETV Bharat / bharat

হাসপাতালের ল্যাব থেকে কোরোনা রোগীর রক্ত নমুনা নিয়ে পালাল হনুমান - corona virus news

উত্তরপ্রদেশের মিরাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাব থেকে কোরোনা রোগীর রক্তের নমুনা নিয়ে পালায় হনুমান । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ।

ছবি
ছবি
author img

By

Published : May 29, 2020, 6:48 PM IST

লখনউ, 29 মে : ল্যাব টেকনিশিয়ানেরর উপর হামলা করে কোরোনা রোগীর রক্তের নমুনা নিয়ে পালাল হনুমান । উত্তরপ্রদেশের মিরাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা । ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতাল চত্বরের একটি গাছে বসে রয়েছে হনুমানটি । এক হাত রক্তের নমুনা । অন্যহাতে একটি সার্জিকাল মাস্ক । সেটি খাওয়ার চেষ্টা করছে সে।

এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । মিরাট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্য়ক্ষ এস কে গার্গ বলেন, "এটি কোনও সোয়াব নমুনা নয় । আগে থেকেই এই হাসপাতালে তিনজন কোরোনা রোগীর চিকিৎসাধীন । তাঁদের দৈনিক পরীক্ষা-নিরীক্ষা চলছিল। সেই সময় রক্তের নমুনা নিয়ে পালিয়েছে হনুমানটি ।"

ঘটনার পর থেকেই হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় কোরোনা সংক্রমণের ভয়ে আতঙ্কিত মানুষজন । এবিষয়ে অধ্য়ক্ষ এস কে গার্গ বলেন, "কোরোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করার পর, সেটি নিরাপদস্থানে রাখা হয় । এমনকি পরীক্ষার জন্য নমুনা অন্য কোথাও নিয়ে যাওয়ার সময়ও যাবতীয় সতর্কতা অবলম্বন করা হয় । তাই অযথা আতঙ্কিত হয়ে লাভ নেই । কোরোনা সংক্রমণের কোনওরকম সম্ভাবনা নেই । এটি সোয়াব নুমনা নয়, রক্তের নমুনা মাত্র। তাছাড়া এখনও পর্যন্ত হনুমান থেকে মানুষের শরীরে কোরোনা সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি । কোরোনা সংক্রান্ত নানা ধরনের গবেষণাতেও এরকম তথ্য় উঠে আসেনি। "

লখনউ, 29 মে : ল্যাব টেকনিশিয়ানেরর উপর হামলা করে কোরোনা রোগীর রক্তের নমুনা নিয়ে পালাল হনুমান । উত্তরপ্রদেশের মিরাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা । ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতাল চত্বরের একটি গাছে বসে রয়েছে হনুমানটি । এক হাত রক্তের নমুনা । অন্যহাতে একটি সার্জিকাল মাস্ক । সেটি খাওয়ার চেষ্টা করছে সে।

এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । মিরাট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্য়ক্ষ এস কে গার্গ বলেন, "এটি কোনও সোয়াব নমুনা নয় । আগে থেকেই এই হাসপাতালে তিনজন কোরোনা রোগীর চিকিৎসাধীন । তাঁদের দৈনিক পরীক্ষা-নিরীক্ষা চলছিল। সেই সময় রক্তের নমুনা নিয়ে পালিয়েছে হনুমানটি ।"

ঘটনার পর থেকেই হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় কোরোনা সংক্রমণের ভয়ে আতঙ্কিত মানুষজন । এবিষয়ে অধ্য়ক্ষ এস কে গার্গ বলেন, "কোরোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করার পর, সেটি নিরাপদস্থানে রাখা হয় । এমনকি পরীক্ষার জন্য নমুনা অন্য কোথাও নিয়ে যাওয়ার সময়ও যাবতীয় সতর্কতা অবলম্বন করা হয় । তাই অযথা আতঙ্কিত হয়ে লাভ নেই । কোরোনা সংক্রমণের কোনওরকম সম্ভাবনা নেই । এটি সোয়াব নুমনা নয়, রক্তের নমুনা মাত্র। তাছাড়া এখনও পর্যন্ত হনুমান থেকে মানুষের শরীরে কোরোনা সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি । কোরোনা সংক্রান্ত নানা ধরনের গবেষণাতেও এরকম তথ্য় উঠে আসেনি। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.