দিল্লি, 29 সেপ্টেম্বর : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ার বিষয়ে এবার বিরোধীদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী । রাফাল চুক্তি নিয়ে প্রশ্ন তোলার বিষয়েও আজ বিরোধী দলগুলির বিরুদ্ধে সরব হন তিনি । উত্তরাখণ্ডে নমামি গঙ্গে মিশনের আওতায় ছয়টি প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি । সেখানেই বিরোধীদের প্রশ্নগুলি নিয়ে মুখ খোলেন তিনি ।
বলেন, "আজ টাকা জলে ধ্বংস করা হয় না, বরং জলের জন্য ব্যবহার করা হয় ।" রাফাল চুক্তির বিষয়ে বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে একের পর এক আক্রমণ করে এসেছে কেন্দ্রকে । সেই প্রসঙ্গে আজ প্রধানমন্ত্রী বলেন, "চার বছর আগে, মোটামুটি এই সময়েই দেশের বীর জওয়ানরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন । জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিয়েছিলেন । কিন্তু এঁরা (বিরোধীরা) সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ খুঁজছেন । সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে তাঁরা দেশের জন্য তাঁরা কী ভাবেন, তা স্পষ্ট করে দিয়েছেন ।"
2016 সাল । 28 -29 সেপ্টেম্বর । মাঝরাতে ভারতীয় সেনার বিশেষ বাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চপ্যাডগুলি ধ্বংস করে দেয়।
আরও পড়ুন : "কৃষকদের অপমান", ইন্ডিয়া গেটে ট্রাক্টর পোড়ানো প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী
উরির (জম্মু ও কাশ্মীর) সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী হামলার 10 দিন পরে এই প্রত্যাঘাত করেছিল সেনা । উরি সেনা ছাউনিতে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন 19 জন জওয়ান । তদন্তে জানা গেছিল পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের হাত ছিল এই হামলায় ।
সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই বিভিন্ন সময়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ নিয়ে । আজ বিরোধীদের সেই প্রশ্নেরই কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী ।