ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত : মোদি - rajyasabha

আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে গণপিটুনিতে মৃত্যু, এনসেফালাইটিসে শিশুমৃত্যু থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে জল সংকট নিয়ে মুখ খুললেন মোদি ।

ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত : মোদি
author img

By

Published : Jun 26, 2019, 10:18 PM IST

দিল্লি, 26 জুন : ঝাড়খণ্ডে গত সপ্তাহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আজ প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে গণপিটুনিতে মৃত্যু, এনসেফালাইটিসে শিশুমৃত্যু থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে জল সংকট নিয়ে মুখ খুললেন মোদি ।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, "গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত । আমরা সুবিচার নিশ্চিত করতে চাই । এই ঘটনা যাতে বারবার না ঘটে তা নিয়ে পদক্ষেপ করতে চাই ।" তিনি তারপর বিরোধীদের উদ্দেশে বলেন, "রাজ্যসভার কিছু সদস্য ঝাড়খণ্ডকে গণপ্রহারের আখড়া বলে বর্ণনা করছেন । এটা কি ঠিক ? একটা রাজ্যকে অপমান করবেন কেন ? আমাদের কারও অধিকার নেই ঝাড়খণ্ডকে অপমান করার ।"

বিহারে এনসেফালাইটিসে শিশুমৃত্যু নিয়েও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "এই ঘটনা দুঃখজনক। আমাদের জন্য লজ্জার বিষয় । আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি । আশা করি সকলের মিলিত চেষ্টায় দ্রুত এই সমস্যার সমাধান করতে পারব ।"

জল সংকট নিয়ে মোদি বলেন, "দেশের মোট 226টি জেলায় জল সংকট রয়েছে । আমরা স্থানীয় সাংসদদের অনুরোধ করেছি, কীভাবে সাংসদ উন্নয়ন তহবিলের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় তা খুঁজে বের করতে । সমাজেও সচেতনতা বাড়াতে হবে ।"

দিল্লি, 26 জুন : ঝাড়খণ্ডে গত সপ্তাহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আজ প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে গণপিটুনিতে মৃত্যু, এনসেফালাইটিসে শিশুমৃত্যু থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে জল সংকট নিয়ে মুখ খুললেন মোদি ।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, "গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত । আমরা সুবিচার নিশ্চিত করতে চাই । এই ঘটনা যাতে বারবার না ঘটে তা নিয়ে পদক্ষেপ করতে চাই ।" তিনি তারপর বিরোধীদের উদ্দেশে বলেন, "রাজ্যসভার কিছু সদস্য ঝাড়খণ্ডকে গণপ্রহারের আখড়া বলে বর্ণনা করছেন । এটা কি ঠিক ? একটা রাজ্যকে অপমান করবেন কেন ? আমাদের কারও অধিকার নেই ঝাড়খণ্ডকে অপমান করার ।"

বিহারে এনসেফালাইটিসে শিশুমৃত্যু নিয়েও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "এই ঘটনা দুঃখজনক। আমাদের জন্য লজ্জার বিষয় । আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি । আশা করি সকলের মিলিত চেষ্টায় দ্রুত এই সমস্যার সমাধান করতে পারব ।"

জল সংকট নিয়ে মোদি বলেন, "দেশের মোট 226টি জেলায় জল সংকট রয়েছে । আমরা স্থানীয় সাংসদদের অনুরোধ করেছি, কীভাবে সাংসদ উন্নয়ন তহবিলের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় তা খুঁজে বের করতে । সমাজেও সচেতনতা বাড়াতে হবে ।"


New Delhi, June 26, ANI: As Arjun Kapoor turned 34 today, wishes are pouring in for the actor. Scores of Bollywood celebrities, from his sister Janhvi Kapoor to his cousin Sonam Kapoor, everyone chose a unique way to wish him on his special day. Sister Janhvi showered all her love on 'Arjun bhaiya' and shared an adorable picture which also features Anshula Kapoor. Bollywood actor and Arjun's cousin Sonam Kapoor gave a glimpse of their younger versions as she posted a throwback picture with the birthday boy when they were kids. Anil Kapoor gave the wishes a fun twist using a collage featuring some really fun and amusing moments shared by the two. He tweeted, "Happy Birthday, Chachu!!! Arjun Kapoor. You make us so happy everyday! Always giving your 100% to everything! You're all heart! I hope you keep rising higher and overcome every obstacle and reach the success you deserve! Love you!" Choreographer Farah Khan added some wit to her wish and wrote about Arjun 'gatecrashing' her sangeet. On the work front, Arjun is prepping for 'Panipat' based on the third battle of Panipat fought between the Maratha Empire led by Sadashiv Rao Bhau and the invading forces of Ahmad Shah Abdali, the king of Afganistan. The Ashutosh Gowariker directorial also stars Kriti Sanon and Sanjay Dutt. It is slated to release on December 6, 2019.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.