ETV Bharat / bharat

"পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করা বন্ধ করুন, নইলে ব্যবস্থা নেব"

পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রায় ৪০ জন CRPF জওয়ানের মৃত্যুর পর পাকিস্তানি গায়কদের বিরুদ্ধে বলিউডে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)।

রাহাত ফতেহ আলি খান
author img

By

Published : Feb 17, 2019, 12:44 PM IST

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রায় ৪০ জন CRPF জওয়ানের মৃত্যুর পর পাকিস্তানি গায়কদের বিরুদ্ধে বলিউডে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। মুম্বইয়ের মিউজ়িক কোম্পানিগুলিকে পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করা বন্ধ করতে বলেছে MNS-এর চিত্রপট সেনা।

গতকাল চিত্রপট সেনার তরফে অমেয় খোপকার বলেন, "আমরা পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ না করার ব্যাপারে টি-সিরিজ়, সোনি মিউজ়িক, ভেনাস, টিপস মিউজ়িক সহ অন্যান্য মিউজ়িক কম্পানিগুলির সঙ্গে কথা বলেছি। ওই কম্পানিগুলি পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ বন্ধ করুক। নয়তো আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে ব্যবস্থা নেব।"

সম্প্রতি, ভূষণ কুমারের টি-সিরিজ় কম্পানি দুটি গানের জন্য পাকিস্তানের গায়ক রাহাত ফতেহ আলি খান এবং আতিফ আসলামের সঙ্গে চুক্তি করেছিল। অমেয় খোপকার দাবি করেন, "আমরা সতর্ক করার পরে টি-সিরিজ় গানগুলি তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দিয়েছে।"

২০১৬ সালে জঙ্গিদের উরি হামলার পরেও রাজ ঠাকরে নেতৃত্বাধীন MNS একইভাবে পাকিস্তানের শিল্পীদের বিরুদ্ধে বলিউডে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই বার ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছিল পাকিস্তানের শিল্পীদের।

undefined

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রায় ৪০ জন CRPF জওয়ানের মৃত্যুর পর পাকিস্তানি গায়কদের বিরুদ্ধে বলিউডে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। মুম্বইয়ের মিউজ়িক কোম্পানিগুলিকে পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করা বন্ধ করতে বলেছে MNS-এর চিত্রপট সেনা।

গতকাল চিত্রপট সেনার তরফে অমেয় খোপকার বলেন, "আমরা পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ না করার ব্যাপারে টি-সিরিজ়, সোনি মিউজ়িক, ভেনাস, টিপস মিউজ়িক সহ অন্যান্য মিউজ়িক কম্পানিগুলির সঙ্গে কথা বলেছি। ওই কম্পানিগুলি পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ বন্ধ করুক। নয়তো আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে ব্যবস্থা নেব।"

সম্প্রতি, ভূষণ কুমারের টি-সিরিজ় কম্পানি দুটি গানের জন্য পাকিস্তানের গায়ক রাহাত ফতেহ আলি খান এবং আতিফ আসলামের সঙ্গে চুক্তি করেছিল। অমেয় খোপকার দাবি করেন, "আমরা সতর্ক করার পরে টি-সিরিজ় গানগুলি তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দিয়েছে।"

২০১৬ সালে জঙ্গিদের উরি হামলার পরেও রাজ ঠাকরে নেতৃত্বাধীন MNS একইভাবে পাকিস্তানের শিল্পীদের বিরুদ্ধে বলিউডে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই বার ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছিল পাকিস্তানের শিল্পীদের।

undefined
AP Video Delivery Log - 0600 GMT ENTERTAINMENT
Sunday, 17 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last 6 hours. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0202: ARCHIVE Miranda Lambert AP Clients Only 4196557
Country star Miranda Lambert weds in secret
AP-APTN-2355: Germany Winner Reactions AP Clients Only 4196555
Nadav Lapid reaction to Golden Bear win
AP-APTN-1920: Brazil Street Carnival AP Clients Only 4196531
Thousands show up to Rio superhero party
AP-APTN-1900: Germany Closing Red Carpet AP Clients Only 4196529
Stars of the 69th Berlin International Film Festival arrive for final night
AP-APTN-1700: UK Brexit Fashion No access by BBC, ITN (Including Channel 4 And 5), Al Jazeera, Bloomberg 4196514
Fears that Brexit will affect UK fashion industry
AP-APTN-1535: OBIT Bruno Ganz AP Clients Only 4196503
Swiss actor Bruno Ganz, star of 'Downfall,' dies at 77
AP-APTN-1518: Germany Female Filmmakers Content has significant restrictions, see script for details 4196499
Female filmmakers dominate Berlin Film Festival
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.