ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে নাবালিকা ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 2 - মধ্যপ্রদেশ

বাসের মধ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ মধ্যপ্রদেশের বাইয়োরা বাসস্ট্যান্ডের ঘটনা ৷ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

minor girl allegedly physically harrased inside bus
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 27, 2019, 8:38 AM IST

রাজগড় (মধ্যপ্রদেশ), 27 ডিসেম্বর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ মধ্যপ্রদেশের বাইয়োরার ঘটনা ৷ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বাইয়োরা বাসস্ট্যান্ডে একটি বাসের মধ্যে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ সাব-ডিভিশনাল অফিসার অব পুলিশ NK নাহার জানান, "এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন তাঁর নাবালিকা কন্যা হারিয়ে গেছে ৷ সে ইন্দোর যাচ্ছিল ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ ৷ পরে ওই নাবালিকাকে বাইয়োরা বাসস্ট্যান্ডে একটি বাসে দু'জন ব্যক্তির সঙ্গে দেখতে পাওয়া যায় ৷ "

তিনি আরও জানান, "নাবালিকা জানিয়েছে ওই দুই ব্যক্তির মধ্যে একজন তাকে ধর্ষণ করে ৷ দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে ৷ "

রাজগড় (মধ্যপ্রদেশ), 27 ডিসেম্বর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ মধ্যপ্রদেশের বাইয়োরার ঘটনা ৷ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বাইয়োরা বাসস্ট্যান্ডে একটি বাসের মধ্যে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ সাব-ডিভিশনাল অফিসার অব পুলিশ NK নাহার জানান, "এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন তাঁর নাবালিকা কন্যা হারিয়ে গেছে ৷ সে ইন্দোর যাচ্ছিল ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ ৷ পরে ওই নাবালিকাকে বাইয়োরা বাসস্ট্যান্ডে একটি বাসে দু'জন ব্যক্তির সঙ্গে দেখতে পাওয়া যায় ৷ "

তিনি আরও জানান, "নাবালিকা জানিয়েছে ওই দুই ব্যক্তির মধ্যে একজন তাকে ধর্ষণ করে ৷ দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে ৷ "

Mumbai, Dec 27 (ANI): Salman Khan turned 54 today and swarm of his fans gathered outside his residence to wish him. Salman cut his birthday cake with Sonakshi and Shera. Several top celebrities will join Salman on his special day.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.