রাজগড় (মধ্যপ্রদেশ), 27 ডিসেম্বর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ মধ্যপ্রদেশের বাইয়োরার ঘটনা ৷ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, বাইয়োরা বাসস্ট্যান্ডে একটি বাসের মধ্যে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ সাব-ডিভিশনাল অফিসার অব পুলিশ NK নাহার জানান, "এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন তাঁর নাবালিকা কন্যা হারিয়ে গেছে ৷ সে ইন্দোর যাচ্ছিল ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ ৷ পরে ওই নাবালিকাকে বাইয়োরা বাসস্ট্যান্ডে একটি বাসে দু'জন ব্যক্তির সঙ্গে দেখতে পাওয়া যায় ৷ "
তিনি আরও জানান, "নাবালিকা জানিয়েছে ওই দুই ব্যক্তির মধ্যে একজন তাকে ধর্ষণ করে ৷ দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে ৷ "