ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের পিলিভিটে নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ - উত্তর প্রদেশ

ওই নাবালিকার বাড়ি বিসালপুর থানা এলাকায় । বিসালপুর থানাতে তার পরিবারের লোকেরা অপহরণের অভিযোগ জানান ।

Uttar Pradesh
Uttar Pradesh
author img

By

Published : Oct 3, 2020, 2:51 PM IST

পিলিভিট, 3 অক্টোবর : উত্তরপ্রদেশের পিলিভিটে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ । অভিযোগ পাওয়ার পরই ওই নাবালিকাকে উদ্ধার কাজে লাগে পুলিশ । তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ওই নাবালিকার বাড়ি বিসালপুর এলাকায় । এদিন বিসালপুর থানাতে তার পরিবারের লোকেরা অভিযোগ জানান । এরপরই পুলিশ ওই নাবালিকার খোঁজে তল্লাশি শুরু করে । নাবালিকাকে উদ্ধার করে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় । উদ্ধারের পর পরিবারের লোকেদের সমস্ত ঘটনা জানায় ওই নাবালিকা । তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই বিষয়ে পিলিভিটের SP জয় প্রকাশ যাদব বলেন, " নাবালিকার বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে । কেউ ছাড়া পাবে না । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । যারা মহিলাদের অসম্মান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । " পাশাপাশি তিনি জানান, ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হবে খুব তাড়াতাড়ি ।

উত্তরপ্রদেশের হাথরসে যুবতিকে নির্যাতনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই কোণঠাসা যোগী সরকার । কংগ্রেস সহ বিরোধী দলের ক্ষোভের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । একদিকে যখন থমথমে হাথরস, তখন এক যুবতিকে ধর্ষণের অভিযোগ ওঠে বলরামপুর এলাকায় । 22 বছরের ওই যুবতিকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে । উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা । মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে গতকাল জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । টুইট করে তিনি বলেন, "রাজ্যের সব মা ও বোনের নিরাপত্তা, সুরক্ষা ও বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ উত্তরপ্রদেশের সরকার ।"

পিলিভিট, 3 অক্টোবর : উত্তরপ্রদেশের পিলিভিটে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ । অভিযোগ পাওয়ার পরই ওই নাবালিকাকে উদ্ধার কাজে লাগে পুলিশ । তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ওই নাবালিকার বাড়ি বিসালপুর এলাকায় । এদিন বিসালপুর থানাতে তার পরিবারের লোকেরা অভিযোগ জানান । এরপরই পুলিশ ওই নাবালিকার খোঁজে তল্লাশি শুরু করে । নাবালিকাকে উদ্ধার করে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় । উদ্ধারের পর পরিবারের লোকেদের সমস্ত ঘটনা জানায় ওই নাবালিকা । তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই বিষয়ে পিলিভিটের SP জয় প্রকাশ যাদব বলেন, " নাবালিকার বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে । কেউ ছাড়া পাবে না । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । যারা মহিলাদের অসম্মান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । " পাশাপাশি তিনি জানান, ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হবে খুব তাড়াতাড়ি ।

উত্তরপ্রদেশের হাথরসে যুবতিকে নির্যাতনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই কোণঠাসা যোগী সরকার । কংগ্রেস সহ বিরোধী দলের ক্ষোভের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । একদিকে যখন থমথমে হাথরস, তখন এক যুবতিকে ধর্ষণের অভিযোগ ওঠে বলরামপুর এলাকায় । 22 বছরের ওই যুবতিকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে । উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা । মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে গতকাল জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । টুইট করে তিনি বলেন, "রাজ্যের সব মা ও বোনের নিরাপত্তা, সুরক্ষা ও বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ উত্তরপ্রদেশের সরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.