ETV Bharat / bharat

অবন্তীপোরায় নিকেশ জঙ্গি

ফের গুলির লড়াই উপত্যকায় ৷ আজ সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা সংলগ্ন কাইভান অঞ্চলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ বাধে ৷ দু'পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয় বলে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে ৷

author img

By

Published : Oct 8, 2019, 12:28 PM IST

গুলির লড়াই

অবন্তীপোরা, 8 অক্টোবর : ফের উত্তপ্ত উপত্যকা ৷ আজ সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা সংলগ্ন কাইভান অঞ্চলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ বাধে ৷ দু'পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয় ৷

কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ৷ প্রায় দু'মাস পর বৃহস্পতিবার থেকে ফের পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উপত্যকা ৷ ঠিক এই সময়ে আবারও সংঘর্ষ অবন্তীপোরায় ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বুলেট ৷ তবে মৃত জঙ্গির পরিচয় ও কোন সংগঠনের সাথে যুক্ত তা এখনও জানা যায়নি ৷

কাশ্মীর পুলিশের তরফে একটি টুইটে জানানো হয়, "অবন্তীপোরা সংলগ্ন অঞ্চলে সংঘর্ষে এক জঙ্গি মারা যায় ৷ আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হলেও মৃত জঙ্গির পরিচয় ও কোন সংগঠনের সাথে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ "

অবন্তীপোরা, 8 অক্টোবর : ফের উত্তপ্ত উপত্যকা ৷ আজ সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা সংলগ্ন কাইভান অঞ্চলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ বাধে ৷ দু'পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয় ৷

কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ৷ প্রায় দু'মাস পর বৃহস্পতিবার থেকে ফের পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উপত্যকা ৷ ঠিক এই সময়ে আবারও সংঘর্ষ অবন্তীপোরায় ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বুলেট ৷ তবে মৃত জঙ্গির পরিচয় ও কোন সংগঠনের সাথে যুক্ত তা এখনও জানা যায়নি ৷

কাশ্মীর পুলিশের তরফে একটি টুইটে জানানো হয়, "অবন্তীপোরা সংলগ্ন অঞ্চলে সংঘর্ষে এক জঙ্গি মারা যায় ৷ আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হলেও মৃত জঙ্গির পরিচয় ও কোন সংগঠনের সাথে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ "

Jalgaon (Maharashtra), Oct 08 (ANI): Police have arrested three persons in connection with the murder of local Bharatiya Janata Party (BJP) leader Ravindra Kharat, three of his family members and one of his son's friend in Maharashtra's Jalgaon district on October 07. While speaking to ANI, Superintendent of Police (SP) of Bhusawal Panjabrao Ugale said, "Three people have been arrested in connection with case wherein BJP leader Ravindra Kharat, three members of his family and his son's friend, were killed by unidentified miscreants in Bhusawal on October 06." Five persons had died after some unidentified persons opened fire at a local BJP leader and his family members at their residence in Bhusawal city around 9:30 pm. According to the police, the assailants had used guns and knives in the attack and then fled the spot. The police had detained the accused persons in the matter the same day. A case has been registered and further investigations are on.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.