হায়দরাবাদ, 24 এপ্রিল: লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন অন্য রাজ্য থেকে কাজ করতে আসা শ্রমিক । দেশজুড়ে কোরোনা সংক্রমণ রোধে লকডাউন জারি হয়ে যাওয়ার পর থেকে তাঁরা ইচ্ছা থাকলেও স্বরাজ্যে ফিরতে পারছেন না । একই ছবি হায়দরাবাদেও । লকডাউনের কারণে এখানে আটকে পড়েছেন ছত্তিশগড় থেকে আসা 300জনেরও বেশি শ্রমিক । নিজের মাতৃভূমি থেকে তাঁরা এখন 1000 কিলোমিটার দূরে । তাঁদেরকে স্বরাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের কাছে ।
শ্রমিকরা প্রত্যেকেই রাজনন্দগাঁওয়ের বাসিন্দা । জানিয়েছেন, তাঁরা প্রবল সমস্যার মধ্যে রয়েছেন । এখন কাজ বন্ধ । পুঁজিও খুবই সামান্য । অর্থের চিন্তা তাঁদের প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে । একজন শ্রমিক জানান, "কখনও ভাবতেই পারিনি এভাবে ভিন রাজ্যে এসে আমরা এইভাবে আটকে পড়ব । যখন 24 মার্চ প্রথম লকডাউন জারি হল তখন আমরা ভেবেছিলাম কিছুদিনের তো ব্যাপার, 21দিন কোনওভাবে চালিয়ে নেব । কিন্তু এখন আবার লকডাউনের সময়সীমা অনেকটাই বেড়েছে । আমরা বাড়ি ফিরতে চাই । আমাদের টাকাও প্রায় ফুরিয়ে এসেছে । এই অবস্থায় আমাদের দয়া করে সাহায্য করা হোক । আমরা যাতে ছত্তিশগড়ে ফিরতে পারি সেই ব্যবস্থা নেওয়া হোক ।"
প্রতিটি রাজ্যেই লকডাউনের কারণে আটকে পড়েছেন ভিন রাজ্য থেকে আসা বহু শ্রমিক । প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের । হাতের টাকা ফুরিয়েছে । দু'বেলা দু'মুঠো খাবার জুটছে না । কবে বাড়ি ফিরতে পারবেন ঠিক নেই । সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা । পশ্চিমবঙ্গেও আটকে পড়েছেন অনেকে । তাঁদের নিজের নিজের রাজ্যে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বিরোধীরা ।