ETV Bharat / bharat

ফের ভেঙে পড়ল মিগ-21

ভেঙে পড়ল মিগ-21 যুদ্ধবিমান । আজ সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সেটি ভেঙে পড়ে ।

author img

By

Published : Sep 25, 2019, 11:34 AM IST

Updated : Sep 25, 2019, 1:35 PM IST

মিগ-21

গোয়ালিয়র, 25 সেপ্টেম্বর : ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-21 । আজ সকালে রুটিন মহড়া চলাকালীন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বায়ুসেনার বেসের কাছে সেটি ভেঙে পড়ে । বিমানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লিডার । তাঁরা দু'জনই সুরক্ষিত রয়েছেন । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা । এই তদন্তের নেতৃত্বে থাকবেন একজন IAF অফিসার, যিনি কর্নেল পদে রয়েছেন ।

চলতি বছরের মার্চে রাজস্থানের বিকানিরে একটি মিগ-21 বাইসন বিমান ভেঙে পড়েছিল । সেইসময় পাইলট সুরক্ষিতভাবে বেল আউট করতে সক্ষম হয়েছিলেন । সূত্রের খবর, রুটিন মহড়ার জন্য বিমানটির উড়ানের পর কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল । উল্লেখ্য, মিগ-21 বাইসন বিমান নিয়ে পাকিস্তানের এফ-16 যুদ্ধবিমানকে গুলি করে নিচে নামিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ।

বায়ুসেনা সূত্রে খবর, মিগ-21 ও মিগ-21 বাইসন বিমান সাবেক সোভিয়েত যুগের সিঙ্গল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার বা গ্রাউন্ট অ্যাটাক বিমান ।

গোয়ালিয়র, 25 সেপ্টেম্বর : ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-21 । আজ সকালে রুটিন মহড়া চলাকালীন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বায়ুসেনার বেসের কাছে সেটি ভেঙে পড়ে । বিমানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লিডার । তাঁরা দু'জনই সুরক্ষিত রয়েছেন । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা । এই তদন্তের নেতৃত্বে থাকবেন একজন IAF অফিসার, যিনি কর্নেল পদে রয়েছেন ।

চলতি বছরের মার্চে রাজস্থানের বিকানিরে একটি মিগ-21 বাইসন বিমান ভেঙে পড়েছিল । সেইসময় পাইলট সুরক্ষিতভাবে বেল আউট করতে সক্ষম হয়েছিলেন । সূত্রের খবর, রুটিন মহড়ার জন্য বিমানটির উড়ানের পর কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল । উল্লেখ্য, মিগ-21 বাইসন বিমান নিয়ে পাকিস্তানের এফ-16 যুদ্ধবিমানকে গুলি করে নিচে নামিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ।

বায়ুসেনা সূত্রে খবর, মিগ-21 ও মিগ-21 বাইসন বিমান সাবেক সোভিয়েত যুগের সিঙ্গল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার বা গ্রাউন্ট অ্যাটাক বিমান ।

New Delhi, Sep 25 (ANI): In addition to its Pixel 4 lineup, Google is also expected to introduce its new laptop series and if the latest reports are anything to go by, the Pixelbook Go may make its debut at the October 15 event. According to Cnet, the Pixelbook Go is likely to feature a 13.3-inch, 16:9 screen, and come in 1080p and 4K models. The 4K model will be high-end and will come with the 'Molecular Display' branding as seen on the Google Pixel Slate tablet. Configurations are likely to include Intel Core m3, i5 or i7 processors, up to 16GB of RAM and 256GB of storage.


Last Updated : Sep 25, 2019, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.