ETV Bharat / bharat

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রথম 100 দিনের কাজের প্রশংসায় BSF-এর প্রাক্তন DG

author img

By

Published : Sep 8, 2019, 7:08 PM IST

Updated : Sep 9, 2019, 12:33 PM IST

ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রশংসা করেন BSF-এর প্রাক্তন ডিরেক্টর জেনেরাল প্রকাশ সিং ।

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রথম 100 দিনের কাজের প্রশংসায় BSF-এর প্রাক্তন DG

দিল্লি, 8 সেপ্টেম্বর : 100 দিন পূর্ণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন NDA সরকারের । দ্বিতীয় ইনিংসের প্রথম সংসদ অধিবেশনেই বিল পাশে রেকর্ড গড়ে মোদি সরকার । সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রশংসা করেন BSF-এর প্রাক্তন ডিরেক্টর জেনেরাল প্রকাশ সিং ।

বিল পাশের নিরিখে 1952 সালের রেকর্ড ভেঙেছে সপ্তদশ লোকসভার বাদল অধিবেশন । লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর 35টি বিল পাশ হয়েছে সংসদে । 1952 সালে 64 দিনে পাশ হয়েছিল 27টি বিল । বর্তমান সরকারের প্রথম সংসদ অধিবেশনে পাশ হওয়া বিলগুলির মধ্যে উল্লেখযোগ্য UAPA সংশোধনী বিল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল, 370 ধারা প্রত্যাহার ইত্যাদি ।

ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই সব বিষয়েই সরকারের প্রশংসা করেন BSF-এর প্রাক্তন ডিরেক্টর জেনেরাল প্রকাশ সিং । প্রকাশ সিং বলেন, "বর্তমান সরকার ও তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফলাফলে বিশ্বাসী । মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না ।"

পাশ হওয়া UAPA সংশোধনী বিলের প্রশংসা করেন প্রাক্তন DG । প্রসঙ্গত, এই বিল কাজে লাগিয়েই হাফিজ় সইদ, মাসুদ আজ়হার, দাউদ ইব্রাহিমকে জঙ্গি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত মাসুদ আজ়হার ৷ উপরোক্ত আইনের আওতায় তাকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ 26/11 মুম্বই হামলার মূল চক্রী হাফিজ় সইদকেও জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে এই আইনে ৷ 2000 সালে লালকেল্লা হামলা, 2008 সালে রামপুর হামলা ও 2015 সালে উধমপুরে BSF-র কনভয়ে হামলা ঘটনায় জড়িত থাকার জন্য হাফিজ়কে জঙ্গি তকমা দেওয়া হয়েছে ৷ এদিকে, 26/11 মুম্বই হামলায় জড়িত থাকার জন্য লকভিকেও এই আইনে জঙ্গি হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

UAPA সংশোধনী বিলের পাশপাশি জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেন DG প্রকাশ সিং । এই সিদ্ধান্তের জেরে কাশ্মীরের জনজীবন ক্রমশ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

প্রসঙ্গত, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে । যার ফলে খুশি লাদাখের জনগণ । এই পদক্ষেপের ফলে কাশ্মীরেও জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের মত । পাশাপাশি প্রথমবার জম্মু ও কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন আয়োজিত হতে চলেছে ৷ 370 ধারা প্রত্যাহারের এক সপ্তাহ পর আন্তর্জাতিক স্তরের এই সম্মেলনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ 12 থেকে 14 অক্টোবর চলবে এই সম্মেলন ৷

দিল্লি, 8 সেপ্টেম্বর : 100 দিন পূর্ণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন NDA সরকারের । দ্বিতীয় ইনিংসের প্রথম সংসদ অধিবেশনেই বিল পাশে রেকর্ড গড়ে মোদি সরকার । সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রশংসা করেন BSF-এর প্রাক্তন ডিরেক্টর জেনেরাল প্রকাশ সিং ।

বিল পাশের নিরিখে 1952 সালের রেকর্ড ভেঙেছে সপ্তদশ লোকসভার বাদল অধিবেশন । লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর 35টি বিল পাশ হয়েছে সংসদে । 1952 সালে 64 দিনে পাশ হয়েছিল 27টি বিল । বর্তমান সরকারের প্রথম সংসদ অধিবেশনে পাশ হওয়া বিলগুলির মধ্যে উল্লেখযোগ্য UAPA সংশোধনী বিল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল, 370 ধারা প্রত্যাহার ইত্যাদি ।

ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই সব বিষয়েই সরকারের প্রশংসা করেন BSF-এর প্রাক্তন ডিরেক্টর জেনেরাল প্রকাশ সিং । প্রকাশ সিং বলেন, "বর্তমান সরকার ও তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফলাফলে বিশ্বাসী । মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না ।"

পাশ হওয়া UAPA সংশোধনী বিলের প্রশংসা করেন প্রাক্তন DG । প্রসঙ্গত, এই বিল কাজে লাগিয়েই হাফিজ় সইদ, মাসুদ আজ়হার, দাউদ ইব্রাহিমকে জঙ্গি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত মাসুদ আজ়হার ৷ উপরোক্ত আইনের আওতায় তাকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ 26/11 মুম্বই হামলার মূল চক্রী হাফিজ় সইদকেও জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে এই আইনে ৷ 2000 সালে লালকেল্লা হামলা, 2008 সালে রামপুর হামলা ও 2015 সালে উধমপুরে BSF-র কনভয়ে হামলা ঘটনায় জড়িত থাকার জন্য হাফিজ়কে জঙ্গি তকমা দেওয়া হয়েছে ৷ এদিকে, 26/11 মুম্বই হামলায় জড়িত থাকার জন্য লকভিকেও এই আইনে জঙ্গি হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

UAPA সংশোধনী বিলের পাশপাশি জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেন DG প্রকাশ সিং । এই সিদ্ধান্তের জেরে কাশ্মীরের জনজীবন ক্রমশ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

প্রসঙ্গত, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে । যার ফলে খুশি লাদাখের জনগণ । এই পদক্ষেপের ফলে কাশ্মীরেও জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের মত । পাশাপাশি প্রথমবার জম্মু ও কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন আয়োজিত হতে চলেছে ৷ 370 ধারা প্রত্যাহারের এক সপ্তাহ পর আন্তর্জাতিক স্তরের এই সম্মেলনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ 12 থেকে 14 অক্টোবর চলবে এই সম্মেলন ৷

Intro:New Delhi: Ever since the Narendra Modi 2.0 government came to power, Union Home Ministry under the leadership of Amit Shah has taken several bold decision in last 100 days.


Body:"Amit Shah has shows that he means business. He is a go-getter and believe in producing results. He has taken several farm decisions in last 100 days," said former BSF director general Prakash Singh.

Taking to ETV Bharat, Singh said that the most outstanding was the abrogation of Article 370.

"However, the real taste will come now, how does the MHA normalize the situation!...There are problem about people facing hardship," said Singh.

In the last 100 days the Home Ministry has also taken several other decisions including implementation of National Register of Citizen (NRC) in Assam.

"In Assam the government went ahead with the NRC, though some people from BJP has also opposed it," said Singh.

The former BSF DG further said that tripple talaq, amendment of UAPA as well as strengthening the NIA are also some other major decisions that were taken by the Home Ministry.

Interestingly, under UAPA law, home ministry on Wednesday put underworld don Dawood Ibrahim, Maulana Masood Azhar and Hafiz Saeed, chief of Jaish-e-mohammad and Lashkar-e-Taeeba in the list of terrorist.


Conclusion:Meanwhile, home ministry officials said that restrictions in the valley would eased only after assessing the ground situation and this could take "considerable time."

end.
Last Updated : Sep 9, 2019, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.