ETV Bharat / bharat

লকডাউনের মেয়াদ আরও 15দিন বাড়াতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক : গোয়ার মুখ্যমন্ত্রী

author img

By

Published : May 29, 2020, 2:53 PM IST

অমিত শাহের সঙ্গে কী আলোচনা হল সেই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রমোদ সাওয়ান্ত । 31মে-র পরেও যে লকডাউন বাড়তে পারে সেই ইঙ্গিতই পেয়ছেন বলে জানান । তবে তাঁর রাজ্যের ক্ষেত্রে নিয়মে তিনি কয়েকটি পরিবর্তন আনবেন । রেস্তরাঁ, হোটেল, মল এবং জিম আবার খোলা হবে । তবে প্রত্যেককেই মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ।

pramod sawant
pramod sawant

পানাজি, 29মে : চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে 31মে । পরবর্তী পরিকল্পনার জন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ফোনে আলোচনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, লকডাউনের মেয়াদ বাড়তে পারে আরও 15দিন ।

অমিত শাহের সঙ্গে কী আলোচনা হল সেই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রমোদ সাওয়ান্ত । 31মে-র পরেও যে লকডাউন বাড়তে পারে সেই ইঙ্গিতই পেয়ছেন বলে জানান । তবে তাঁর রাজ্যের ক্ষেত্রে নিয়মে তিনি কয়েকটি পরিবর্তন আনবেন । রেস্তরাঁ, হোটেল, শপিং মল এবং জিম আবার খোলা হবে । তবে প্রত্যেককেই মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ।

প্রমোদ সাওয়ান্ত বলেন, “অমিত শাহর সঙ্গে ফোনে কথা হয়েছে । দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় । লকডাউন আরও 15দিনের জন্য বাড়তে পারে ।” পাশাপাশি বাড়তে থাকা কোরোনা সংক্রমণের বিষয়ে তিনি কথা বলেন । লকডাউনের মেয়াদ বাড়িয়েই এই সংক্রমণ প্রতিরোধ সম্ভব বলে জানান প্রমোদ ।

এইদিকে গোয়ায় রেস্তরাঁ, মল , হোটেল এবং জিম খোলার জন্য আবেদন জানানো হচ্ছে বারবার । সেই বিষয়টির দিকেও নজর রাখছেন মুখ্যমন্ত্রী । তিনি জানান রাজ্যের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে মল, হোটেল ইত্যাদি খোলার জন্য আবেদন জানানো হবে । প্রমোদ বলেন, “আমরা মনে করি সামাজিক দূরত্ব মেনে অন্তত এই রেস্তরাঁ, শপিং মল এবং জিম আবার খোলা উচিত । আমরা স্বরাষ্ট্রমন্ত্রককে বিষয়টি জানাব । স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা আগামীকালের মধ্যে হয়তো প্রকাশ করা হবে । ”

স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গোয়ায় এখন কোরোনা আক্রান্তের সংখ্যা মোট 31 ।

পানাজি, 29মে : চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে 31মে । পরবর্তী পরিকল্পনার জন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ফোনে আলোচনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, লকডাউনের মেয়াদ বাড়তে পারে আরও 15দিন ।

অমিত শাহের সঙ্গে কী আলোচনা হল সেই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রমোদ সাওয়ান্ত । 31মে-র পরেও যে লকডাউন বাড়তে পারে সেই ইঙ্গিতই পেয়ছেন বলে জানান । তবে তাঁর রাজ্যের ক্ষেত্রে নিয়মে তিনি কয়েকটি পরিবর্তন আনবেন । রেস্তরাঁ, হোটেল, শপিং মল এবং জিম আবার খোলা হবে । তবে প্রত্যেককেই মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ।

প্রমোদ সাওয়ান্ত বলেন, “অমিত শাহর সঙ্গে ফোনে কথা হয়েছে । দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় । লকডাউন আরও 15দিনের জন্য বাড়তে পারে ।” পাশাপাশি বাড়তে থাকা কোরোনা সংক্রমণের বিষয়ে তিনি কথা বলেন । লকডাউনের মেয়াদ বাড়িয়েই এই সংক্রমণ প্রতিরোধ সম্ভব বলে জানান প্রমোদ ।

এইদিকে গোয়ায় রেস্তরাঁ, মল , হোটেল এবং জিম খোলার জন্য আবেদন জানানো হচ্ছে বারবার । সেই বিষয়টির দিকেও নজর রাখছেন মুখ্যমন্ত্রী । তিনি জানান রাজ্যের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে মল, হোটেল ইত্যাদি খোলার জন্য আবেদন জানানো হবে । প্রমোদ বলেন, “আমরা মনে করি সামাজিক দূরত্ব মেনে অন্তত এই রেস্তরাঁ, শপিং মল এবং জিম আবার খোলা উচিত । আমরা স্বরাষ্ট্রমন্ত্রককে বিষয়টি জানাব । স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা আগামীকালের মধ্যে হয়তো প্রকাশ করা হবে । ”

স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গোয়ায় এখন কোরোনা আক্রান্তের সংখ্যা মোট 31 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.