ETV Bharat / bharat

ভারতীয় গণতন্ত্রের কালো দিন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক ; টুইট মেহবুবার - অমিত শাহ

"370 ধারা বিলোপ অসাংবিধানিক ও বেআইনি ৷ রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে জম্মু-কাশ্মীর দখল করতে চায় কেন্দ্র ৷ নতুন ভারতে ধর্মের নাম গণহত্যা চলছে ৷ "জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিল পেশের পর একথা বললেন মেহবুবা মুফতি৷

মেহবুবার
author img

By

Published : Aug 5, 2019, 1:39 PM IST

Updated : Aug 5, 2019, 8:54 PM IST

শ্রীনগর, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের 370 ধারা প্রত্যাহারকে 'গণতন্ত্রের কালো দিন' বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় 370 ধারা প্রত্যাহারের রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান ৷ পাশাপাশি পেশ করেন জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । পুনর্গঠন বিলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় । যার ফলে বিশেষ মর্যাদা হারাতে চলেছে জম্মু ও কাশ্মীর ৷

টুইট করে তিনি লেখেন, "370 ধারা বিলোপ অসাংবিধানিক ও বেআইনি ৷ রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে জম্মু ও কাশ্মীর দখল করতে চায় কেন্দ্র ৷ নতুন ভারতে ধর্মের নাম গণহত্যা চলছে ৷ মানুষের কথা বলতে গিয়ে আমাকে যদি বিচ্ছিন্নতাবাদী, রাষ্ট্রদ্রোহী বলা হয়, তাহলে গর্বের সঙ্গে সেই তকমা আমি গ্রহণ করব ৷"

ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন ৷ বলেন, "সংবিধানের জন্য এই সিদ্ধান্ত ভীষণ বিপজ্জনক ৷ এই সিদ্ধান্ত নিয়ে কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল কেন্দ্রীয় সরকার ৷ যার পরিণাম ভয়ংকর হতে পারে ৷ "

অন্যদিকে, এই নিয়ে টুইট করেন অরুণ জেটলিও ৷ তিনি লেখেন, "370 ধারা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত জাতীয় সংহতির ক্ষেত্রে স্মরণীয় ৷ এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ৷ এই সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের সুবিধা হবে ৷ ওখানে আরও বিনিয়োগ, শিল্প, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে ৷ আরও বেশি করে কর্মসংস্থান গড়ে উঠবে ৷ মানুষের উপার্জন বাড়বে । পৃথক মর্যাদা একটি রাজ্যকে বিচ্ছিন্নতাবাদের দিকে পরিচালিত করে । কোনও গতিশীল জাতি এই পরিস্থিতি অব্যাহত রাখতে দেয় না ।"

বিরোধীদের কটাক্ষ করে জেটলি বলেন , "এতদিন ধরে কাশ্মীরের মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছিল কাশ্মীরের স্থানীয় নেতারা ৷ আর তা হবে না ৷"

শ্রীনগর, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের 370 ধারা প্রত্যাহারকে 'গণতন্ত্রের কালো দিন' বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় 370 ধারা প্রত্যাহারের রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান ৷ পাশাপাশি পেশ করেন জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । পুনর্গঠন বিলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় । যার ফলে বিশেষ মর্যাদা হারাতে চলেছে জম্মু ও কাশ্মীর ৷

টুইট করে তিনি লেখেন, "370 ধারা বিলোপ অসাংবিধানিক ও বেআইনি ৷ রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে জম্মু ও কাশ্মীর দখল করতে চায় কেন্দ্র ৷ নতুন ভারতে ধর্মের নাম গণহত্যা চলছে ৷ মানুষের কথা বলতে গিয়ে আমাকে যদি বিচ্ছিন্নতাবাদী, রাষ্ট্রদ্রোহী বলা হয়, তাহলে গর্বের সঙ্গে সেই তকমা আমি গ্রহণ করব ৷"

ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন ৷ বলেন, "সংবিধানের জন্য এই সিদ্ধান্ত ভীষণ বিপজ্জনক ৷ এই সিদ্ধান্ত নিয়ে কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল কেন্দ্রীয় সরকার ৷ যার পরিণাম ভয়ংকর হতে পারে ৷ "

অন্যদিকে, এই নিয়ে টুইট করেন অরুণ জেটলিও ৷ তিনি লেখেন, "370 ধারা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত জাতীয় সংহতির ক্ষেত্রে স্মরণীয় ৷ এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ৷ এই সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের সুবিধা হবে ৷ ওখানে আরও বিনিয়োগ, শিল্প, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে ৷ আরও বেশি করে কর্মসংস্থান গড়ে উঠবে ৷ মানুষের উপার্জন বাড়বে । পৃথক মর্যাদা একটি রাজ্যকে বিচ্ছিন্নতাবাদের দিকে পরিচালিত করে । কোনও গতিশীল জাতি এই পরিস্থিতি অব্যাহত রাখতে দেয় না ।"

বিরোধীদের কটাক্ষ করে জেটলি বলেন , "এতদিন ধরে কাশ্মীরের মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছিল কাশ্মীরের স্থানীয় নেতারা ৷ আর তা হবে না ৷"

Kanpur (Uttar Pradesh)/ Moradabad (UP)/ Varanasi (UP), Aug 05 (ANI): 'Sawan' month is dedicated to Lord Shiva which is one of the most auspicious months according to Hindu culture and tradition. Devotees offered prayers at temple across the country on the third Monday of 'Sawan' today. People across nation also celebrated Nag Panchami festival along with the third 'Somvaar' of 'Sawan' month. Milk is offered to snakes during the Nag Panchami festival. Men and women offer prayers to Lord Shiva by observing fast which holds great religious importance in Hindu beliefs.
Last Updated : Aug 5, 2019, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.