লখনউ, 28 সেপ্টেম্বর : মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমিতে অবস্থিত মসজিদ নিয়ে বিতর্ক । মন্দিরের পাশ থেকে মসজিদ সরানোর দাবিতে মামলা মথুরা সিভিল কোর্টে।
লখনউয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রী ও আরও পাঁচজন আবেদনকারী আদালতে 'বিতর্কিত স্থানে' অবস্থিত মসজিদটি সরানোর দাবি জানিয়েছেন । কথিত আছে, 1669-70 সাল নাগাদ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে মসজিদটি তৈরি হয়েছিল । যা শ্রীকৃষ্ণ জন্মস্থান, কাতরা কেশবদেব মন্দিরের 13.37 একর জমির মধ্যে অবস্থিত ।
মথুরা শহরে শ্রীকৃষ্ণ জন্মস্থানে মসজিদ নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয় । এর আগেও মামলা হয়েছে। 1968 সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থা ও শাহি ইদগাহ ম্যানেজমেন্ট কমিটির মধ্যে জমি বিবাদ নিয়ে মামলা হয়। সেই মামলায় মথুরা আদালত মন্দির ও মসজিদের সহাবস্থানের পক্ষে রায় দেয়। শুক্রবার মথুরা দায়রা আদালতের বিচারক ছায়া শর্মার এজলাসে যে আবেদন জমা পড়ে, তাতে 1968 সালে আদালতের রায় বাতিল করে মসজিদ সরানোর আবেদন জানানো হয়।