ETV Bharat / bharat

নতুন আইনে মাসুদ আজ়হার, হাফিজ় সইদ, দাউদ ইব্রাহিমকে জঙ্গি তকমা কেন্দ্রের

author img

By

Published : Sep 4, 2019, 9:40 PM IST

মাসুদ আজ়হার, হাফিজ় সইদ, দাউদ ইব্রাহিমকে জঙ্গি হিসেবে ঘোষণা করল কেন্দ্র ৷

মাসুদ আজ়হার

দিল্লি, 4 সেপ্টেম্বর : হাফিজ় সইদ, মাসুদ আজ়হার, দাউদ ইব্রাহিমকে জঙ্গি হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ UAP(A) আইনের আওতায় তাদের জঙ্গির তকমা দেওয়া হয় ৷

নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় জমানার শুরুতেই পাশ হয়েছিল UAP(A) আইন ৷ এর আওতায় কোনও ব্যক্তিকে জঙ্গির তকমা দিতে পারে কেন্দ্র ৷ রাজ্যসভায় সংশোধনী বিলটি পাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, "শুধু সন্ত্রাসবাদী সংগঠন নয়, সন্ত্রাসবাদীদের চিহ্নিত করাও গুরুত্বপূর্ণ ৷" তার মাসখানেক পরেই সেই ঘোষণা মতো পদক্ষেপ করল কেন্দ্র ৷ আজ লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ় সইদ, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হার, দাউদ ইব্রাহিম, জ়াকি-উর-রেহমান লকভিকে জঙ্গি হিসেবে ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ UAP(A) আইনের 35(1)(A) ধারা প্রয়োগ করে তাদের জঙ্গি তকমা দেওয়া হয়েছে ৷

আজ একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, কেন্দ্রীয় সরকারের বিশ্বাস, সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে মাসুদ আজ়হার ৷ উপরোক্ত আইনের আওতায় তাকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হচ্ছে ৷ 26/11 মুম্বই হামলার মূল চক্রী হাফিজ় সইদের ক্ষেত্রেও একই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এছাড়াও 2000 সালে লালকেল্লা হামলা, 2008 সালে রামপুর হামলা ও 2015 সালে উধমপুরে BSF-র কনভয়ে হামলা ঘটনায় জড়িত থাকার জন্য হাফিজ়কে জঙ্গি তকমা দেওয়া হয়েছে ৷ এদিকে, 26/11 মুম্বই হামলায় জড়িত থাকার জন্য লকভিকে জঙ্গি হিসেবে ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷

দিল্লি, 4 সেপ্টেম্বর : হাফিজ় সইদ, মাসুদ আজ়হার, দাউদ ইব্রাহিমকে জঙ্গি হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ UAP(A) আইনের আওতায় তাদের জঙ্গির তকমা দেওয়া হয় ৷

নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় জমানার শুরুতেই পাশ হয়েছিল UAP(A) আইন ৷ এর আওতায় কোনও ব্যক্তিকে জঙ্গির তকমা দিতে পারে কেন্দ্র ৷ রাজ্যসভায় সংশোধনী বিলটি পাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, "শুধু সন্ত্রাসবাদী সংগঠন নয়, সন্ত্রাসবাদীদের চিহ্নিত করাও গুরুত্বপূর্ণ ৷" তার মাসখানেক পরেই সেই ঘোষণা মতো পদক্ষেপ করল কেন্দ্র ৷ আজ লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ় সইদ, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হার, দাউদ ইব্রাহিম, জ়াকি-উর-রেহমান লকভিকে জঙ্গি হিসেবে ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ UAP(A) আইনের 35(1)(A) ধারা প্রয়োগ করে তাদের জঙ্গি তকমা দেওয়া হয়েছে ৷

আজ একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, কেন্দ্রীয় সরকারের বিশ্বাস, সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে মাসুদ আজ়হার ৷ উপরোক্ত আইনের আওতায় তাকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হচ্ছে ৷ 26/11 মুম্বই হামলার মূল চক্রী হাফিজ় সইদের ক্ষেত্রেও একই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এছাড়াও 2000 সালে লালকেল্লা হামলা, 2008 সালে রামপুর হামলা ও 2015 সালে উধমপুরে BSF-র কনভয়ে হামলা ঘটনায় জড়িত থাকার জন্য হাফিজ়কে জঙ্গি তকমা দেওয়া হয়েছে ৷ এদিকে, 26/11 মুম্বই হামলায় জড়িত থাকার জন্য লকভিকে জঙ্গি হিসেবে ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷

AP Video Delivery Log - 1500 GMT News
Wednesday, 4 September, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1453: Germany Panda Cubs Must credit Berlin Zoo; Material can only be used for the purposes of reporting on Zoo Berlin. All other rights are reserved, particularly, but not exclusively, the right to use this material for commercial purposes. 4228193
Panda cubs born in Germany for first time ever
AP-APTN-1447: Hong Kong Lam Reactions AP Clients Only 4228179
More pro-democracy lawmakers reax to Lam statement
AP-APTN-1446: US TX Shooting Community AP Clients Only 4228190
Texas attack draws intertwined cities even closer
AP-APTN-1441: Belgium NATO AP Clients Only 4228189
NATO chief: NATO, US will leave Afghanistan together
AP-APTN-1434: Belgium Brexit Barnier AP Clients Only 4228188
Barnier: 'I'm still at work' on Brexit
AP-APTN-1426: Bahamas Dorian Aftermath AP Clients Only 4228187
Freeport area where displaced people search rescue
AP-APTN-1413: Taiwan Wong AP Clients Only 4228184
Activist: anti-govt protest to continue in HK
AP-APTN-1409: Switzerland UN Human Rights AP Clients Only 4228182
UN Chief: 1000 civilians dead in Syria over 4 months
AP-APTN-1357: Germany Brexit AP Clients Only 4228178
German govt on new Brexit extension possibility
AP-APTN-1352: India Explosion AP Clients Only 4228177
Explosion at Indian fireworks factory kills at least 16
AP-APTN-1333: Pakistan India Border AP Clients Only 4228174
Indian, Pakistani officials meet at Wagha border
AP-APTN-1327: India Pakistan Border AP Clients Only 4228173
Pakistan, India officials finalise agreement draft
AP-APTN-1326: Australia Raids No access Australia 4228172
Australia police search home of intelligence officer
AP-APTN-1312: Belgium UK Brexit AP Clients Only 4228169
UK Brexit envoy arrives at EU for technical talks
AP-APTN-1308: China MOFA Briefing AP Clients Only 4228119
DAILY MOFA BRIEFING
AP-APTN-1308: China MOFA AP Clients Only 4228168
China criticises US over Huawei spying allegations
AP-APTN-1306: UK PMQs 2 News use only, strictly not to be used in any comedy/satirical programming or for advertising purposes; Online use permitted but must carry client's own logo or watermark on video for entire time of use; No Archive 4228162
UK PM refuses to disclose emergency No Deal plans
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.