দিল্লি, 30 সেপ্টেম্বর : কারতারপুর করিডরের উদ্বোধনের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান । তবে সূত্রের খবর, পাকিস্তানের এই আমন্ত্রণ ফিরিয়ে দেবেন মনমোহন ।
উল্লেখ্য, 9 নভেম্বর বহু প্রতীক্ষীত কারতারপুর করিডর খুলতে চলেছে । গুরু নানকের 550তম জন্মবার্ষিকীর 3 দিন আগে খোলা হচ্ছে কারতারপুর করিডর । প্রস্তাবিত করিডর দিয়ে ভারতীয় পাসপোর্টধারী ও প্রবাসী ভারতীয় কার্ড রয়েছে এমন ব্যক্তিরা বিনা ভিসায় কারতারপুরে যেতে পারবেন । প্রতি দিন 5 হাজার পুণ্যার্থীকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান । পঞ্জাব সীমান্তে ভারতের ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের কার্তারপুর সাহিব গুরুদ্বার পর্যন্ত পুণ্যার্থীদের ভিসা ছাড়া যাতায়াতের জন্য এই করিডর তৈরি করেছে দুই দেশ ।
এর আগে মনমোহন সিংকে আমন্ত্রণ জানানোর বিষয়টি খোলাশা করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি । তিনি বলেন, "কারতারপুর করিডর উদ্বোধন একটা বড় অনুষ্ঠান । পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে, এই অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাবে । এজন্য মনমোহন সিংকে লিখিত আকারে আমন্ত্রণপত্রও পাঠানো হবে । শিখ সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে আমরা মনমোহন সিংকে আমন্ত্রণ জানাব । উনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি । এই অনুষ্ঠানে সমস্ত শিখ তীর্থযাত্রীদেরও আমন্ত্রণ জানানো হবে ।"
প্রাক্তন প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে, এই নিয়ে এখনও কোনও তথ্য পায়নি তারা ৷ সূত্রের খবর, আমন্ত্রণ পেলেও যাবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ৷